TRENDING:

Shani Margi 2021: শনিদেবের অবস্থানে বড়সড় পরিবর্তন! এর প্রভাবে চমৎকার ফল পেতে চলেছে এই রাশিগুলি

Last Updated:

Shani Margi October 2021: শনি বক্রী শনি মার্গীতে পরিণত হয়েছে গত ১১ অক্টোবর থেকে। ফলে কয়েকটি রাশির জাতক-জাতিকার উপর এর বিশেষ প্রভাব পড়তে চলেছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: শনি বক্রী শনি মার্গীতে পরিণত হয়েছে ১১ অক্টোবর ২০২১ তারিখ থেকে। আসুন জেনে নিই, শনির সরাসরি এই পরিবর্তনে কোন কোন রাশির জাতক-জাতিকাদের উপর কেমন প্রভাব পড়বে?
photo source collected
photo source collected
advertisement

শনি দেবের সরাসরি মার্গ পরিবর্তনের ফলে মার্গী অবস্থান প্রাপ্ত হয়েছেন। এই মুহূর্তে শনিদেব মকর রাশিতে অবস্থান করছেন। তবে এই প্রসঙ্গে বলে রাখা ভালো যে, বর্তমানে দেবগুরু বৃহস্পতিও শনিদেবের সঙ্গে মকর রাশিতে বসে রয়েছেন।

advertisement

শনিদেবের এই মার্গী অবস্থান মেষ থেকে শুরু করে মীন রাশির জাতক ও জাতিকাদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। অর্থাৎ শনির মার্গী হওয়ার প্রভাব আমাদের জ্যোতিষশাস্ত্রের ১২টি রাশিকেই প্রভাবিত করতে চলেছে।

শনি মার্গী ২০২১ (Shani Margi 2021):

advertisement

পঞ্চাঙ্গের মতে, শনি ২৩ মে ২০২১ থেকে পশ্চাদপসারণ শুরু করেছে। এই দিনে বৈশাখ মাসের শুক্লপক্ষের একাদশী তারিখ। এই একাদশী তারিখকে মোহিনী একাদশীও বলা হয়। ১১ অক্টোবর শনি বিপরীতমুখ থেকে স্থানান্তর করছে। এই দিনে আশ্বিন মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথি। আর এখন নবরাত্রি উৎসব চলছে। এই দিনটিকেই নবরাত্রির ষষ্ঠ দিন বলা হয়।

advertisement

আর নবরাত্রির ষষ্ঠ দিনে পূজিত হন মা কাত্যায়নী। জনশ্রুতি অনুসারে, মা কাত্যায়নী মহিষাসুর, শুম্ভ এবং নিশুম্ভকে বধ করেছিলেন এবং নয়টি গ্রহকে তাদের বন্দি দশা থেকে মুক্ত করে দিয়েছিলেন। ভগবান রাম এবং শ্রী কৃষ্ণও মা কাত্যায়নীর পূজা করেছিলেন। শুভ তারিখে শনিদেব তার চাল পরিবর্তন করেছেন। অতএব, এই পরিবর্তন কিছু রাশিচক্রের উপর বিশেষ প্রভাব ফেলবে।

advertisement

কর্কট রাশি বা Cancer (জুন ২১ থেকে জুলাই ২২):

শনির পথে থাকায় এঁই রাশির জাতক-জাতিকারা পরিশ্রমের সুফল পাবেন। কথার ত্রুটি এড়িয়ে চলতে পারলে ভালো। অভাবী মানুষকে সাহায্য করা যেতে পারে।

বৃশ্চিক রাশি বা Scorpio (অক্টোবর ২৩ থেকে নভেম্বর ২১):

ব্যবসায় লাভের পরিস্থিতি থাকতে পারে। প্রচুর কাজ হবে, কিন্তু লাভ পাওয়ার সম্ভাবনা থাকবে। শনিবার শনিদেবকে সরিষার তেল নিবেদন করলে শনির মঙ্গল বৃদ্ধি পাবে।

মকর রাশি বা Capricorn (ডিসেম্বর ২২ থেকে জানুয়ারি ১৯):

শনি এঁদের নিজের রাশিতে অবস্থান করছে। যেখানে বৃহস্পতিও বসে আছেন। শনি মকর রাশির অধিপতি। অতএব, শনির বর্তমান অবস্থানের কারণে, অসমাপ্ত কাজগুলি সম্পন্ন করার ক্ষেত্রে সাফল্য অর্জিত হবে। অহংকার পরিহার এবং অন্যকে অপমান করার প্রবণতা ত্যাগ করতে পারলে ভালো।

কুম্ভ বা Aquarius (জানুয়ারি ২০ থেকে ফেব্রুয়ারি ১৮):

সেরা ভিডিও

আরও দেখুন
অপেক্ষার অবসান, কনকনে শীতে শুরু হয়ে গেল এবছরের পৌষমেলা! প্রথম দিনেই রেকর্ড ভিড়
আরও দেখুন

এই রাশির জাতক-জাতিকারা শিক্ষা এবং চাকরিতে সাফল্য পেতে পারেন। কঠোর পরিশ্রমকে ভয় না পেয়ে, নিয়ম ও শৃঙ্খলা মেনে চললে শনিদেব সন্তুষ্ট হবেন এবং শুভ ফল দেবেন।

Click here to add News18 as your preferred news source on Google.
জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত সব খবর পান নিউজ 18 বাংলায় ৷ যার মধ্যে রয়েছে আজকের রাশিফল (Ajker Rashifal), জ্যোতিষসংক্রান্ত টিপস, গ্রহরত্ন ( Gemstone ) এবং ট্যারো কার্ড ( Tarot Card ) ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/জ্যোতিষকাহন/
Shani Margi 2021: শনিদেবের অবস্থানে বড়সড় পরিবর্তন! এর প্রভাবে চমৎকার ফল পেতে চলেছে এই রাশিগুলি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল