বৃশ্চিক (Scorpio): অক্টোবর ২৩ থেকে নভেম্বর ২১
এদের চলার পথে কেউ বাধা হয়ে দাঁড়ালে এরা রেয়াত করে না। এরা উগ্র এবং স্বার্থপর স্বভাবের হয়। যেখানে এদের নিজেদের কোনও ফায়দা নেই সেই পরিস্থিতিতে নিজেদের মানিয়ে নেয় না। সমঝোতা করা বৃশ্চিকের স্বভাব নয়।
কুম্ভ (Aquarius): জানুয়ারি ২০ থেকে ফেব্রুয়ারি ১৮
advertisement
আপাত দৃষ্টিতে এই জাতক-জাতিকাদের বন্ধুত্বপূর্ণ স্বভাবের এবং সহজ সরল মনে হয়। যদিও এরা সেরকম হয় না। এদের সামলানো কঠিন কারণ এরা স্পর্শকাতর স্বভাবের হয়। কুম্ভর মধ্যে কোনও সহমর্মিতা কাজ করে না। এদের মনের কথা কেউ বুঝতে পারে না। কিন্তু এরা দাবি করে যে সবাইকে এদের মনের কথা বুঝতে হবে।
কন্যা (Virgo): অগাস্ট ২৩ থেকে সেপ্টেম্বর ২২
কেউ এদের কোনও সমালোচনা করলেই এরা রেগে যায়। কন্যা রাশি যথেষ্ট স্বার্থপর স্বভাবের হয় এবং সহজে কাউকে সাহায্য করতে চায় না। এরা মনে করে যে এরা সব জানে তাই সব মানুষকেই এরা নিজের চেয়ে নিকৃষ্ট মনে করে।
মিথুন (Gemini): মে ২১ থেকে জুন ২০
আকর্ষণের কেন্দ্রবিন্দু হওয়ার জন্য এরা ভয় পাওয়া বা চোট পাওয়ার ভান করে। এরা ক্রমাগত বিভ্রান্ত হয় তাই এদের মনোযোগ ধরে রাখা খুব কঠিন। কিন্তু মিথুন রাশিকে এই কথা জানালেই তারা সেই ব্যক্তির জীবন দুর্বিষহ করে তুলবে।
মেষ (Aries): মার্চ ২১ থেকে এপ্রিল ১৯
ঝামেলা পাকাতে এবং ইতিমধ্যে ঘটেছে এমন কোনও ঝামেলার মধ্যে জড়িয়ে পড়তে মেষ রাশির জাতক ও জাতিকারা ওস্তাদ। এরা সব সময় ঝগড়া ও তর্ক করার বাহানা খুঁজতে শুরু করে। নিজেদের ছাড়া এরা অন্যদের বিষয়ে একদমই মাথা ঘামায় না। তাই এই ভাবে রাস্তাঘাটে বা যখন-তখন আগ বাড়িয়ে ঝামেলায় জড়ানো নিয়ে কে কী ভাবছে তারা সেটা ভাবে না। এদের ধৈর্য কম এবং এরা কখনওই নিজেদের দোষ স্বীকার করে না।