TRENDING:

Sawan Somwar Adhikmaas: অধিক মাসে শ্রাবণের শিবরাত্রি, ১৫০ বছর পর এই চার রাশির জীবনে হবে টাকার বন্যা!

Last Updated:

Sawan Somwar Adhikmaas: অধিক মাসের শিবরাত্রিতে ১৫০ বছর পর খুব শুভ কাকতালীয় ঘটনা ঘটছে। প্রচুর টাকা আসবে এই চার রাশির জীবনে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: জ্যোতিষশাস্ত্র মতে, অধিক মাস শিবরাত্রিতে বেশ কিছু প্রতিকার মেনে চললে মহাদেবকে তুষ্ট করা আরও সহজ হয়ে যায়। বাড়িতে সম্পদ, সুখ ও সমৃদ্ধিতে ভরিয়ে তুলতে এই দিনটি বিশেষ বলে মনে করা হয়। অধিক মাসের শিবরাত্রিতে ১৫০ বছর পর খুব শুভ কাকতালীয় ঘটনা ঘটছে। প্রথম শুভ কাকতালীয় হল, এই শ্রাবণে ২০২৩ ব্রত পড়ছে। দ্বিতীয় শুভ কাকতালীয় হল যে সর্বার্থ সিদ্ধি যোগ থাকবে। এরই সঙ্গে চার রাশির জীবনে আসতে চলেছে বিরাট আর্থিক লাভ। অগাস্ট পর্যন্তই থাকবে এই সুসময়।
শ্রাবণের অধিক মাসে শিবপুজো
শ্রাবণের অধিক মাসে শিবপুজো
advertisement

১৪ অগাস্ট উদযাপিত হবে মলমাসের শিবরাত্রি উৎসব। এই দিনে ভক্তরা মহাদেবকে অভিষেক করেন। ১৫০ বছর পরে মহাশিবরাত্রিতে শুভ যোগ তৈরি হচ্ছে। প্রথম শুভ যোগ, সোমবার পড়ছে শিবরাত্রি। এই দিনে সর্বার্থ সিদ্ধি যোগ থাকবে। শিবরাত্রির শুভ সময়-মল মাসের শিবরাত্রি ১৪ অগাস্ট, সকাল ১০টা ২৫ মিনিটে শুরু হবে।  শেষ হবে ১৫ অগাস্ট, দুপুর ১২টা ৪২ মিনিটে।

advertisement

আরও পড়ুন: আগামী নাগপঞ্চমীতে ভাগ্য খুলবে এই ৪ রাশির জাতক-জাতিকার, হবে বিরাট লাভ

শ্রাবণ শিবরাত্রির দিন সকালে সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠুন। ভোলেনাথের শিবলিঙ্গে জল নিবেদন করুন। ফল, ফুল, বেলপাতা, ধুতরা ফুল নিবেদন করুন। শিবের মন্ত্র, মহামৃত্যুঞ্জয়মন্ত্র ও শিব চালিসা পড়তে পারেন। সকলকে প্রসাদ দিন ও নিজে প্রসাদ খান।

advertisement

মেষ রাশি

এই শিবরাত্রি মেষ রাশির জাতক জাতিকাদের জন্য বিশেষ হবে। ভোলেনাথের কৃপায় আপনার অনেক উন্নতি হবে। আয় বাড়বে। অনেক মাধ্যমে অর্থ লাভে সফল হবেন। ভাগ্য উজ্জ্বল হবে, আর্থিক সমস্যা দূর হবে।

আরও পড়ুন: ছেলেদের এই পোশাকের নাম কেন স্যান্ডো-গেঞ্জি জানেন? উত্তর কিন্তু চমকে দেবে!

ধনু রাশি

advertisement

ধনু রাশির জাতক জাতিকাদেরও শুভ দিন শুরু হবে শিবরাত্রি থেকেই। প্রতিটি কাজে সাফল্য পাবেন। সম্পদের বৃদ্ধি হবে। ভালো কাজের প্রস্তাব আসতে পারে। ব্যবসায় সাফল্য পাওয়ার সম্ভাবনাও রয়েছে।

মিথুন রাশি

মিথুন রাশির জাতক জাতিকাদের জন্যও শিবরাত্রি বিশেষ হতে চলেছে। আপনার উপর সম্পদের বৃষ্টি হবে। লক্ষ্মী দয়া করবেন। আটকে থাকা কাজগুলো সম্পন্ন হবে। শত্রুদের হাত থেকে মুক্তি পাবেন। আদালতে কোনো মামলা চলমান থাকলে তাতে সফলতা আসবেই।

advertisement

কন্যা রাশি

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

কন্যা রাশির জাতক জাতিকাদের ভাগ্য উজ্জ্বল হবে শবন শিবরাত্রি থেকে। অর্থনৈতিক অবস্থার উন্নতি হবে। আগের বিনিয়োগ থেকে ভাল লাভ পেতে সক্ষম হবেন। বিদেশ যাওয়ার সুযোগ হতে পারে।

Click here to add News18 as your preferred news source on Google.
জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত সব খবর পান নিউজ 18 বাংলায় ৷ যার মধ্যে রয়েছে আজকের রাশিফল (Ajker Rashifal), জ্যোতিষসংক্রান্ত টিপস, গ্রহরত্ন ( Gemstone ) এবং ট্যারো কার্ড ( Tarot Card ) ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/জ্যোতিষকাহন/
Sawan Somwar Adhikmaas: অধিক মাসে শ্রাবণের শিবরাত্রি, ১৫০ বছর পর এই চার রাশির জীবনে হবে টাকার বন্যা!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল