তবে এমন ভুল করলে চলবেনা ৷ নাগদেবতার পুজো করার সময়ে নানান ধরনের ভুল থেকে বাঁচতে হবে ৷ ভুল হলে নাগদেবতা রেগে যান ৷ নাগপঞ্চমীর দিন নাগদেবতাকে প্রসন্ন করতে সব থেকে উত্তম ৷ নাগপঞ্চমীর দিন ব্রতপালন করা হয়েছে ৷ মূর্তি অভিষেক করতে হবে ৷ শিবলিঙ্গকে অভিষেক করলে নাগদেবতার কৃপা পাওয়া যায় অতি সহজেই ৷ এমন করলে ভগবান বিষ্ণু, মা লক্ষ্মী কৃপা পাবেন ৷ তাই এই দিনে এমন কাজ করতে হবে ৷ কী কী করলে জীবনে কোনও সমস্যা হয়না ৷
advertisement
নাগপঞ্চমীর দিনে সূঁচ সুতো ব্যবহার করতে হবে ৷ নাগপঞ্চমীর দিনে লোহার বাসনপত্রে খাবার রান্না করা উচিৎ নয় ৷ যাঁদের কুষ্ঠিতে রাহু-কেতু গ্রহ অশুভ স্থিতিতে থাকেন ৷ নাগদেবতার ক্ষতি না করার পরামর্শই দেওয়া হয়েছে ৷ নাগপঞ্চমীর দিন নাগদেবতার মূর্তি বা রুপো দিয়ে তৈরি নাগ-নাগিনকে দুধ দিয়ে অভিষেক করতে হবে ৷ প্রার্থনা করতে হবে এই জীবনে বা বিগত জন্মে কোনও ভাবে নাগের হত্যা বা ক্ষতি কর থাকলে করে থাকলে ক্ষমা চেয়ে নিতে হবে ৷
আরও পড়ুন: Vrat Tyohar List 2022: শুরু হচ্ছে উৎসবের মরশুম! গোটা অগাস্ট মাসের সম্পূর্ণ তালিকা
আরও পড়ুন: Sawan 2022: শ্রাবণ মাসে ভগবান শিবের আলাদা রূপের পুজো করলে সমস্ত মনষ্কামনা পূরণ হয়
কখন সাপকে না মারাই উচিৎ বা হত্যা না করা উচিৎ ৷ এই বছর অর্থাৎ নাগপঞ্চমী ২ অগাস্ট ২০২২ মঙ্গলবারে পড়েছে ৷ পুজোর শুভ মুহূর্ত ২ অগাস্ট সকাল ০৬.০৫ থেকে ০৮.৪১ পর্যন্ত অর্থাৎ প্রায় আড়াই ঘণ্টা ৷
Disclaimer: নিউজ ১৮ বাংলা উপরোক্ত তথ্য মানতে বাধ্য করেনা বা অনুরোধও করেনা, নিজের বিচার বিবেচনা দিয়ে মূল্যায়ন করেই ব্যবহারিক প্রয়োগ করতে হবে ৷