TRENDING:

Rahu-Ketu Gochar 2023: নতুন বছরে অবস্থান পরিবর্তন রাহু-কেতুর, সমস্যায় পড়বেন কোন রাশির জাতক-জাতিকারা?

Last Updated:

সাধারণত যে সকল জাতক-জাতিকাদের কুণ্ডলীতে রাহু বা কেতু অবস্থান করে, তাঁদের নানা সমস্যার সম্মুখীন হতে হয়। সাধারণত রাহু-কেতু দেড় বছরে এক বার রাশি পরিবর্তন করেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: বৈদিক জ্যোতিষশাস্ত্রে, শনির পরিচিতি ক্রুদ্ধ গ্রহ হিসেবে, অন্য দিকে জ্যোতিষশাস্ত্রে, রাহু এবং কেতুকে পাপী গ্রহ হিসাবে বিবেচনা করা হয়। সাধারণত যে সকল জাতক-জাতিকাদের কুণ্ডলীতে রাহু বা কেতু অবস্থান করে, তাঁদের নানা সমস্যার সম্মুখীন হতে হয়। সাধারণত রাহু-কেতু দেড় বছরে এক বার রাশি পরিবর্তন করেন।
নতুন বছরে অবস্থান পরিবর্তন রাহু-কেতুর, সমস্যায় পড়বেন কোন রাশির জাতক-জাতিকারা?
নতুন বছরে অবস্থান পরিবর্তন রাহু-কেতুর, সমস্যায় পড়বেন কোন রাশির জাতক-জাতিকারা?
advertisement

২০২৩ সালে, রাহু এবং কেতু উভয় গ্রহই নিজেদের অবস্থান পরিবর্তন করতে চলেছেন। যেহেতু এর পরের বছর অর্থাৎ ২০২৪ সালে রাহু বা কেতু আর নিজেদের অবস্থান পরিবর্তন করছেন না, তাই জ্যোতিষশাস্ত্রের দিক থেকে ২০২৩ সাল খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। প্রতিটি রাশির জাতক-জাতিকারাই এতে কম-বেশি নানা ভাবে প্রভাবিত হবেন। আগামী বছরের ৩০ অক্টোবর রাহু-কেতু নিজেদের অবস্থান পরিবর্তন করবে। এবারে জেনে নেওয়া যাক কোন রাশির জন্য রাহু-কেতুর পরিবর্তন নেতিবাচক প্রমাণিত হতে পারে।

advertisement

মেষ রাশি

মেষ জাতক-জাতিকাদের জন্য রাহু-কেতুর অবস্থান পরিবর্তন নেতিবাচক প্রভাব ফেলতে পারে। খরচ বাড়বে। অপ্রয়োজনীয় কাজে প্রচুর পরিশ্রম করতে হবে। বিবাহিত জীবনেও খারাপ প্রভাব পড়তে চলেছে। ব্যবসায়িক পার্টনারদের মধ্যে বিবাদ হতে পারে।

আরও পড়ুন- উন্নত প্রযুক্তির অ্যাম্বুল্যান্স আনতে গাঁটছড়া বাঁধছে জিও-আইএলবিএস

বৃষ রাশি

advertisement

রাহু-কেতুর সান্নিধ্য বৃষ রাশির জাতক-জাতিকাদের জন্য ভাল প্রমাণিত হবে না। ব্যয় মাথায় রেখে পরিকল্পনা করতে হবে। দীর্ঘ দূরত্বে ভ্রমণের প্রয়োজন হতে পারে।

কন্যা রাশি

২০২৩ সালে কেতুর প্রবেশ ঘটতে চলেছে কন্যা রাশিতে। এই কারণে সংঘর্ষের পরিস্থিতি তৈরি হবে। কর্মক্ষেত্রে কলিগ বা বসের সঙ্গে সম্পর্কের অবনতি হতে পারে। পদোন্নতি পেতে কঠোর পরিশ্রম করতে হতে পারে। ব্যবসায়ীদেরও চ্যালেঞ্জের মুখে পড়তে হবে।

advertisement

আরও পড়ুন-গ্রহের গোচরে বছর শেষে ধনবান হতে চলেছেন এই রাশির জাতক-জাতিকারা! কিন্তু কীভাবে আসবে অর্থ?

 মীন রাশি

কন্যার পাশাপাশি ২০২৩ সালে রাহু মীন রাশিতে প্রবেশ করতে চলেছেন। ব্যবসার দিক থেকে এর ফল ভাল হবে এমনটা বলা যায় না। খরচ বাড়বে। ঋণ পরিশোধে সমস্যা হতে পারে। একাগ্রতার অভাব হবে। সিদ্ধান্ত নেওয়ার সময় আত্মীয়স্বজনদের পরামর্শ নেওয়া ভাল।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দশমীতে রাবণ বধ! ১০১'তম বছরে 'মিনি ইন্ডিয়া'য় জ্বলল লঙ্কাধীস
আরও দেখুন

Disclaimer: প্রতিবেদনের লেখা তথ্য News18বাংলার নিজস্ব মত নয় ৷ সঠিক ফল পাওয়ার জন্য বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করুন ৷

বাংলা খবর/ খবর/জ্যোতিষকাহন/
Rahu-Ketu Gochar 2023: নতুন বছরে অবস্থান পরিবর্তন রাহু-কেতুর, সমস্যায় পড়বেন কোন রাশির জাতক-জাতিকারা?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল