জ্যোতিষশাস্ত্র এবং বাস্তুশাস্ত্রে বাড়ির ছবি নিয়েই আলাদা পর্ব ব্যাখ্যা করা রয়েছে। এমন কিছু ছবি রয়েছে যা বাড়িতে রাখলে শুভ বলে মনে করা হয়৷ যার মধ্যে একটি হল দৌড়ানো ঘোড়ার ছবি। বলা হয়, এই ধরনের ছবি রাখলেই আমাদের সব ইচ্ছা পূরণ হয়। এই ছবিগুলো একজন মানুষের জীবনে উন্নতি ডেকে আনতে পারে।
advertisement
আরও পড়ুন: অখিলেশ-নবীনের পরে এবার নীতীশ! চব্বিশের আগে অবিজেপি জোটের সলতে পাকাতে ফের বৈঠক!
বাস্তুশাস্ত্র অনুসারে, দৌড়ানো ঘোড়ার ছবি দেখতে যতটা সুন্দর, এটির ব্যবহার কোনও ব্যক্তির ভাগ্যকেও সমানভাবে উজ্জ্বল করে দিতে পারে। কানপুরের আনন্দেশ্বর মন্দিরের পণ্ডিত সুনীল শাস্ত্রীর কাছ থেকে জেনে নেওয়া যাক, এই ৭টি দৌড়ানো ঘোড়ার ছবি বাড়ির কোন দিকের দেওয়ালে রাখলে শুভ হয়।
সঠিক দিক কোনটি?
আপনি এই ছবিটি আপনার অফিসে বা আপনার ব্যবসার জায়গায় রাখতে পারেন। ছবি রাখার সময় মনে রাখবেন যে সাতটি দৌড়ানো ঘোড়া যেন আপনার অফিসের ভিতরে মুখ করে থাকে। ছবিটি অফিসে লাগালে তা দক্ষিণ দিকেই লাগানো ভাল। বাড়িতে রাখতে চাইলে পূর্ব দিকই শুভ।
বাড়ির হলঘরে এই ছবিটি লাগাতে চাইলে দক্ষিণ দিকের দেওয়ালই এই ছবি লাগানোর একদম ঠিক জায়গা। আপনি যদি কর্মক্ষেত্রে পদোন্নতির অপেক্ষায় থেকে থাকেন, তাহলে বাড়ির উত্তর দিকে ঘোড়ার ছবি লাগানো শুভ হিসাবে বিবেচিত হবে।
ছবিটির যত্ন নিতে হবে
বাস্তুশাস্ত্র অনুসারে, আপনি যদি এই ছবিটি আপনার বাড়িতে, অফিসে বা ব্যবসার জায়গায় লাগান, তাহলে দেখে নেবেন ছবিতে যেন সাতটি ঘোড়াই স্পষ্টভাবে দেখা যায়। এ ছাড়া এই ছবি দেওয়ার সময় খেয়াল রাখবেন এই ঘোড়াগুলোর লাগাম যেন বাঁধা না হয়। ঘোড়াগুলি সুখী এবং আনন্দময় ভঙ্গিতে থাকবে।
আরও পড়ুন: সোমবার থেকেই তৃণমূলের মহাকর্মসূচি! নবজাগরণ যাত্রা শুরু করছেন অভিষেক
সাদা ঘোড়া শুভ শক্তি নিয়ে আসে ঘরে
বাড়িতে বা অফিসে সাদা ঘোড়া দৌড়ানোর ছবি শুভ বলে মনে করা হয়৷ সাদা ঘোড়া ইতিবাচক শক্তির প্রতীক। এটি বাড়ি এবং অফিস থেকে নেতিবাচক শক্তি দূর করে ইতিবাচক শক্তি নিয়ে আসে। এতে আপনার ব্যবসা যেমন বাড়বে, তেমনি মানুষের চোখে আপনার সম্মানও বাড়বে।
জানালায় ছুটে চলা ঘোড়ার মূর্তি রাখাও শুভ
যদি দক্ষিণ দিকে দৌড়ানো ঘোড়ার ছবি লাগাতে না পারেন, তাহলে বাড়ির প্রধান দরজায়, বা জানালার উপরে ছুটে চলা ঘোড়ার মূর্তি রাখতে পারেন। এটিও খুব ফলপ্রসূ। এই মূর্তিটি প্রধান দরজায় স্থাপন করার সময়, মনে রাখবেন যে ঘোড়ার মুখ যেন জানালার বাইরে থাকে।