TRENDING:

Makar Sankranti 2025: পৌষ সংক্রান্তি তিথিকে মকর সংক্রান্তিও কেন বলা হয়? জানুন বিশদে

Last Updated:

Makar Sankranti 2025:এই রাশির নাম অনুসারে এই সংক্রান্তির নাম হয় মকর সংক্রান্তি। তবে বেশকিছু মানুষ এই দিনটিকে পৌষ সংক্রান্তি বলেও জানেন। সারা ভারতীয় উপমহাদেশ জুড়ে নানান উৎসব আয়োজনে পালন করা হয়। গ্রামীণ এলাকায় বসে মেলাও।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
রঞ্জন চন্দ, পশ্চিম মেদিনীপুর: বাঙালির বারো মাসে তেরো পার্বণের মধ্যে অন্যতম পৌষ পার্বণ। তবে এই পৌষ পার্বণকে মকর সংক্রান্তিও বলা হয়। বাংলা অভিধান অনুযায়ী, সংক্রান্তি কথার অর্থ হল শেষ দিন এবং নতুন এক মাসের আগমন। পৌষ সংক্রান্তি অর্থাৎ মকর সংক্রান্তিতে একাধিক নিয়ম নীতি পালন করা হয়। মকর সংক্রান্তিতে হয় পুণ্যস্নান, পূর্ব পুরুষদের উদ্দেশ্যে তর্পণ। তবে কেন পৌষ সংক্রান্তিকে বলা হয় মকর সংক্রান্তি? কী-ই বা কারণ রয়েছেন নেপথ্যে? জেনে নিন বিস্তারিত।
প্রতীকী 
প্রতীকী 
advertisement

পৌষ মাসের শেষ দিন, যাকে সারা ভারত জুড়ে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে আয়োজন করা হয়। কোথাও মকর সংক্রান্তি, কোথাও পোঙ্গল আবার কোথাও নানা আচার অনুষ্ঠানের নাম অনুযায়ী পরিচিত। তবে এই মকর সংক্রান্তির নেপথ্যে রয়েছে এক কাহিনী। গবেষকেরা মনে করেন, মূলত জ্যোতিষশাস্ত্রের একটি ক্ষণ। ‘মকরসংক্রান্তি’ শব্দটি দিয়ে  সূর্যের ধনুরাশি থেকে মকর রাশিতে প্রবেশকে বোঝানো হয়ে থাকে। ভারতীয় জ্যোতিষশাস্ত্র অনুযায়ী ‘সংক্রান্তি’ একটি সংস্কৃত শব্দ, এর দ্বারা সূর্যের এক রাশি থেকে অন্য রাশিতে প্রবেশ করাকে বোঝানো হয়ে থাকে।

advertisement

লোকসংস্কৃতি ইতিহাস গবেষক অতনুনন্দন মাইতি বলেন, জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী ১২ টি রাশি, সেগুলি হল মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন। যেখানে ধনুর পর শুরু হয় মকর রাশি। এই রাশি প্রতি মাসকে নিদর্শন করে। স্বাভাবিকভাবে মকর রাশি হয় মাঘ মাসে। অর্থাৎ ধনু রাশি থেকে মকর রাশিতে এই পরিবর্তনের সময় হল সংক্রান্তি। যার দিন পৌষ মাস এর শেষের দিন। স্বাভাবিকভাবে এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সকলের কাছে। মনে করা হয়, এই দিন মধ্যরাত থেকে ভোর রাত পর্যন্ত পুণ্যস্নান করলে পুণ্য মেলে।

advertisement

আরও পড়ুন : পরনে গেরুয়া বসন, নতুন নাম ‘কমলা’! মহাকুম্ভে শাহী স্নান করা হল না প্রাক্তন অ্যাপল-কর্তা স্টিভ জোবসের স্ত্রীর

সেরা ভিডিও

আরও দেখুন
দম্পতির জীবন বদলাল ফ্রেমের দুর্দান্ত বিজনেস আইডিয়া! লাভ অঢেল
আরও দেখুন

স্বাভাবিকভাবে এই রাশির নাম অনুসারে এই সংক্রান্তির নাম হয় মকর সংক্রান্তি। তবে বেশকিছু মানুষ এই দিনটিকে পৌষ সংক্রান্তি বলেও জানেন। সারা ভারতীয় উপমহাদেশ জুড়ে নানা উৎসব আয়োজনে পালন করা হয়। গ্রামীণ এলাকায় বসে মেলাও। বেশ কিছু জায়গায় পিঠেপুলির আয়োজন করা হয়। স্বাভাবিকভাবে সূর্যের এক রাশি থেকে অন্য রাশিতে গমন করাকে রাশি পরিবর্তন বলা হয় এবং মাসের শেষকে বলা হয় সংক্রান্তি। তাই পৌষের শেষ মকর সংক্রান্তি।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত সব খবর পান নিউজ 18 বাংলায় ৷ যার মধ্যে রয়েছে আজকের রাশিফল (Ajker Rashifal), জ্যোতিষসংক্রান্ত টিপস, গ্রহরত্ন ( Gemstone ) এবং ট্যারো কার্ড ( Tarot Card ) ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/জ্যোতিষকাহন/
Makar Sankranti 2025: পৌষ সংক্রান্তি তিথিকে মকর সংক্রান্তিও কেন বলা হয়? জানুন বিশদে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল