TRENDING:

Panchang: পঞ্জিকা ১০ সেপ্টেম্বর; দেখে নিন নক্ষত্রযোগ, শুভ মুহূর্ত, রাহুকাল এবং দিনের অন্য লগ্ন

Last Updated:

Aaj Ka Panchang, 10 September 2021: ১০ সেপ্টেম্বরের কিছুটা পড়েছে ২০৭৮ বিক্রম সম্বতের ভাদ্র মাসের শুক্লপক্ষের চতুর্থী তিথিতে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: পঞ্চ অঙ্গের সমাহার, তাই জ্যোতিষশাস্ত্রের ভাষায় একে বলা হচ্ছে পঞ্চাঙ্গ বা পঞ্চিকা, সেখান থেকে অপভ্রংশে পঞ্জিকা। আদতে এটি গ্রহ-নক্ষত্র, বিশেষ করে চাঁদের অবস্থানের উপরে ভিত্তি করে রচিত প্রাচীন বৈদিক দিনপঞ্জি। যেখানে উল্লেখ থাকে নানা শুভ এবং অশুভ মুহূর্তের। প্রচলিত বিশ্বাস- এই মুহূর্তগুলিতে যে কাজ করা হচ্ছে, সেই অনুসারে শুভাশুভ ফললাভ হয়ে থাকে।
advertisement

এই সংক্রান্ত আলোচনায় আসার আগে আরেকটি কথা একটু ব্যাখ্যা না করলেই নয়। বলা তো হচ্ছে পাঁচটি অঙ্গ, কিন্তু এগুলো আসলে কী?

ভারতীয় দিনপঞ্জির এই পাঁচটি অঙ্গ হল তিথি, বার, নক্ষত্র, যোগ এবং করণ। সেই অনুসারে ১০ সেপ্টেম্বরের কিছুটা পড়েছে ২০৭৮ বিক্রম সম্বতের ভাদ্র মাসের শুক্লপক্ষের চতুর্থী তিথিতে। রাজা বিক্রমাদিত্য যে বছর গণনার রীতি প্রবর্তন করেছিলেন, সেই বিক্রম সম্বত অনুসারে এই পঞ্জিকা নির্ধারণ করা হয়ে হয়েছে। বার হল শুক্র এবং এই চতুর্থী তিথি থাকবে ১০ সেপ্টেম্বর রাত ১০টা ৫৮ মিনিট পর্যন্ত। এর পরে শুরু হয়ে যাবে শুক্লপক্ষের পঞ্চমী তিথি।

advertisement

আরও পড়ুন- শনি ও বৃহস্পতির একই ঘরে অবস্থান, ৪টি রাশির মানুষরা দুর্দান্ত ফল পাবেন!

ভাদ্রমাসের শুক্লপক্ষের এই চতুর্থী তিথিতে পুরাণ অনুসারে স্নানের সময়ে গাত্রমার্জনার রূপটান দিয়ে গণেশের জন্ম দিয়েছিলেন দেবী পার্বতী, তাই এই পুণ্যতিথি সিদ্ধিদাতার উপাসনায় গণেশ চতুর্থী বা বিনায়ক চতুর্থী নামে প্রসিদ্ধ।

পঞ্জিকা মতে আজ সূর্যোদয় হয়েছে সকাল ৬টা ১৫ মিনিটে, সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৩১ মিনিটে। অন্য দিকে, চন্দ্রোদয় হবে ১০ সেপ্টেম্বর সকাল ৯টা ১৪ মিনিটে। চন্দ্র অস্ত যাবে ১০ সেপ্টেম্বর রাত ৯টা ০৪ মিনিটে।

advertisement

এই ২০৭৮ বিক্রম সম্বতের ভাদ্র মাসের শুক্লপক্ষের চতুর্থী তিথির নক্ষত্র হল চিত্রা। ১০ সেপ্টেম্বর, দুপুর ১২টা ৫৮ মিনিট পর্যন্ত চিত্রা নক্ষত্রের অবস্থান থাকবে। এর পর তিথিতে অবস্থান করবে স্বাতী নক্ষত্র।

আরও পড়ুন-Horoscope Today: রাশিফল ১০ সেপ্টেম্বর; দেখে নিন কেমন যাবে আজকের দিন

সূর্য অবস্থান করবে সিংহ রাশিতে। চন্দ্র অবস্থান করবে তুলা রাশিতে।

advertisement

শুভ মুহূর্ত- ১০ সেপ্টেম্বর অভিজিৎ মুহূর্ত সকাল ১১টা ৫৯ মিনিটে, শেষ হচ্ছে দুপুর ১২টা ৪৮ মিনিটে। অমৃতযোগ ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে সকাল ৬টা ৫৮ মিনিটে, শেষ হচ্ছে সকাল ৮টা ২৮ মিনিটে। এই অভিজিৎ মুহূর্ত এবং অমৃতকালকে ভারতীয় জ্যোতিষশাস্ত্রের অন্যতম পুণ্যলগ্ন বলে বিবেচনা করা হয়ে থাকে। যে কোনও নতুন কাজ, শুভ কাজ শুরু করার এটি প্রকৃষ্ট সময়।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ব্রাত্য বসুর সিনেমায় বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা! কবিগুরুর মাটিতে বসে কী বললেন?
আরও দেখুন

অশুভ মুহূর্ত- পঞ্জিকা মতে ১০ সেপ্টেম্বর রাহুকাল শুরু হচ্ছে সকাল ১০টা ৫১ মিনিটে, শেষ হচ্ছে দুপুর ১২টা ২৩ মিনিটে। এই সময়ে নতুন কোনও কাজ শুরু করাটা ঠিক হবে না।

বাংলা খবর/ খবর/জ্যোতিষকাহন/
Panchang: পঞ্জিকা ১০ সেপ্টেম্বর; দেখে নিন নক্ষত্রযোগ, শুভ মুহূর্ত, রাহুকাল এবং দিনের অন্য লগ্ন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল