এই সংক্রান্ত আলোচনায় আসার আগে আরেকটি কথা একটু ব্যাখ্যা না করলেই নয়। বলা তো হচ্ছে পাঁচটি অঙ্গ, কিন্তু এগুলো আসলে কী?
ভারতীয় দিনপঞ্জির এই পাঁচটি অঙ্গ হল তিথি, বার, নক্ষত্র, যোগ এবং করণ। সেই অনুসারে ৫ অগাস্টের কিছুটা পড়েছে ১৪২৯ বঙ্গাব্দের শ্রাবণ মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে, বঙ্গাব্দের তারিখ ১৯ শ্রাবণ। এই বঙ্গাব্দ গণনা করা শুরু হয়েছিল পঞ্জিকা নির্ণয়ের প্রথম এবং প্রাচীন পদ্ধতি সূর্যসিদ্ধান্ত অনুসারে, পরবর্তীকালে যাকে সংস্কার করে প্রতিষ্ঠিত হয় দৃকসিদ্ধান্ত বা বিশুদ্ধসিদ্ধান্ত মত। বাংলার জনমানসে বহুল জনপ্রিয়তার কারণে এখানে সূর্যসিদ্ধান্তসম্মত ফলাফল উল্লেখ করা হল। বার হল শুক্র এবং এই অষ্টমী তিথি থাকবে ৫ অগাস্ট রাত ১১টা ১৮ মিনিট পর্যন্ত। এর পরে শুরু হয়ে যাবে শুক্লপক্ষের নবমী তিথি।
advertisement
আরও পড়ুন - India's medal in Commonwealth Games 2022: তৈরি ইতিহাস, প্যারা পাওয়ার লিফটিংয়ে সোনা, লং জাম্পে এল রুপো
১৪২৯ বঙ্গাব্দের শ্রাবণ মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে উদযাপিত হবে মাসিক দুর্গাষ্টমী ব্রত।
সূর্যসিদ্ধান্ত পঞ্জিকা মতে ৫ অগাস্ট সূর্যোদয় হবে ভোর ৫টা ২৫ মিনিটে, সূর্যাস্ত হবে সন্ধে ৬টা ২৩ মিনিটে। অন্য দিকে, চন্দ্রোদয় হবে ৫ অগাস্ট সকাল ১১টা ৫০ মিনিটে। চন্দ্র অস্ত যাবে ৫ অগাস্ট রাত ১১টা ২০ মিনিটে।
এই ১৪২৯ বঙ্গাব্দের শ্রাবণ মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথির নক্ষত্র হল স্বাতী। ৫ অগাস্ট, দুপুর ৩টে ২৩ মিনিট পর্যন্ত স্বাতী নক্ষত্রের অবস্থান থাকবে। এর পরে তিথিতে অবস্থান করবে বিশাখা নক্ষত্র।
সূর্য অবস্থান করবে কর্কট রাশিতে। চন্দ্র অবস্থান করবে তুলা রাশিতে ৬ অগাস্ট, দুপুর ১২টা ০৬ মিনিট পর্যন্ত।
শুভ মুহূর্ত- সূর্যসিদ্ধান্ত পঞ্জিকা মতে ৫ অগাস্ট মাহেন্দ্রযোগ পড়েনি। অমৃতযোগ ৫ অগাস্ট পড়েছে ভোর ৫টা ২৫ মিনিটে - সকাল ৭টা ০৯ মিনিট, দুপুর ১টা ১২ মিনিট - দুপুর ২টো ৫৫ মিনিট, বিকাল ৪টে ৩৯ মিনিট - সন্ধে ৬টা ২৩ মিনিট, সন্ধে ৭টা ৫১ মিনিট - রাত ৯টা ২০ মিনিটে চার সময়ে। এই মাহেন্দ্রযোগ এবং অমৃতযোগকে বাংলা পঞ্জিকার অন্যতম পুণ্যলগ্ন বলে বিবেচনা করা হয়ে থাকে। যে কোনও নতুন কাজ, শুভ কাজ শুরু করার এটি প্রকৃষ্ট সময়।
অশুভ মুহূর্ত- সূর্যসিদ্ধান্ত পঞ্জিকা মতে ৫ অগাস্ট রাহুকাল বা কালবেলা শুরু হচ্ছে সকাল ১০টা ১৭ মিনিটে, শেষ হচ্ছে সকাল ১১টা ৫৪ মিনিটে। এই সময়ে নতুন কোনও কাজ শুরু করাটা ঠিক হবে না।