এই সংক্রান্ত আলোচনায় আসার আগে আরেকটি কথা একটু ব্যাখ্যা না করলেই নয়। বলা তো হচ্ছে পাঁচটি অঙ্গ, কিন্তু এগুলো আসলে কী?
ভারতীয় দিনপঞ্জির এই পাঁচটি অঙ্গ হল তিথি, বার, নক্ষত্র, যোগ এবং করণ। সেই অনুসারে ২৮ ফেব্রুয়ারি পড়েছে ২০৭৮ বিক্রম সম্বতের ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথিতে। রাজা বিক্রমাদিত্য যে বছর গণনার রীতি প্রবর্তন করেছিলেন, সেই বিক্রম সম্বত অনুসারে এই পঞ্জিকা নির্ধারণ করা হয়েছে। বার হল সোম এবং এই ত্রয়োদশী তিথি থাকবে ১ মার্চ রাত ৩টে ১৬ মিনিট পর্যন্ত। এর পরে শুরু হয়ে যাবে কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি।
advertisement
আরও পড়ুন: Oracle Speaks: ওরাকল স্পিকস ২৮ ফেব্রুয়ারি; দেখে নিন ভাগ্যফল, জেনে নিন কোন চিহ্ন বয়ে আনছে সৌভাগ্য!
২০৭৮ বিক্রম সম্বতের ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথিতে সোম প্রদোষ ব্রত উদযাপন করা হবে।
পঞ্জিকা মতে আজ সূর্যোদয় হয়েছে সকাল ৬টা ৫৩ মিনিটে, সূর্যাস্ত হয়েছে সন্ধে ৬টা ২৫ মিনিটে। অন্য দিকে, চন্দ্রোদয় হবে ২৮ ফেব্রুয়ারি ভোর ৫টা ০৬ মিনিটে। চন্দ্র অস্ত যাবে ২৮ ফেব্রুয়ারি বিকেল ৪টে ০৬ মিনিটে।
আরও পড়ুন: Zodiac Sign 2022: সূর্যের মত রাতারাতি ভাগ্য বদলে দেবে! এই তিন রাশির জাতক-জাতিকাদের মালামাল করে
এই ২০৭৮ বিক্রম সম্বতের ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথির নক্ষত্র হল উত্তরাষাঢ়া। ২৮ ফেব্রুয়ারি, সকাল ৭টা ০২ মিনিট পর্যন্ত উত্তরাষাঢ়া নক্ষত্রের অবস্থান থাকবে। এর পরে তিথিতে অবস্থান করবে শ্রবণা নক্ষত্র।
সূর্য অবস্থান করবে কুম্ভ রাশিতে। চন্দ্র অবস্থান করবে মকর রাশিতে।
শুভ মুহূর্ত- ২৮ ফেব্রুয়ারি অভিজিৎ মুহূর্ত শুরু হচ্ছে দুপুর ১২টা ১৬ মিনিটে, শেষ হচ্ছে দুপুর ১টা ০২ মিনিটে। অমৃতযোগ ২৮ ফেব্রুয়ারি শুরু হচ্ছে সন্ধে ৭টা ৩৯ মিনিটে, শেষ হচ্ছে রাত ৯টা ০৯ মিনিটে। এই অভিজিৎ মুহূর্ত এবং অমৃতকালকে ভারতীয় জ্যোতিষশাস্ত্রের অন্যতম পুণ্যলগ্ন বলে বিবেচনা করা হয়ে থাকে। যে কোনও নতুন কাজ, শুভ কাজ শুরু করার এটি প্রকৃষ্ট সময়।
অশুভ মুহূর্ত- পঞ্জিকা মতে ২৮ ফেব্রুয়ারি রাহুকাল শুরু হচ্ছে সকাল ৮টা ১৯ মিনিট থেকে, শেষ হচ্ছে সকাল ৯টা ৪৬ মিনিটে। এই সময়ে নতুন কোনও কাজ শুরু করাটা ঠিক হবে না।