মেষ: মার্চ ২১ থেকে এপ্রিল ১৯।
অতিরিক্ত কাজের চাপ ও সামাজিক দায়-দায়িত্বের কারণে ক্লান্তি বোধ হতে পারে। সুষ্ঠু পরিকল্পনায় সমাধান সম্ভব।
লাকি সাইন – একটি টারকোয়াইজ
বৃষ: এপ্রিল ২০ থেকে মে ২০।
আগে থেকে কোনও পরিস্থিতি সম্পর্কে ধারণা তৈরি করে ফেলা ঠিক নয়। স্বাস্থ্যের যত্ন প্রয়োজন।
advertisement
লাকি সাইন – একটি সেরামিকের বাটি
আরও পড়ুন - ইডি, সিবিআই তদন্তের মাঝেই d.el.ed কলেজ গুলোর অধ্যক্ষদের সঙ্গে বৈঠক, নজরে আজ প্রাথমিক শিক্ষা পর্ষদ
মিথুন: মে ২১ থেকে জুন ২০।
নিজের কাছে প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে। সময়সীমা বেঁধে কাজ করতে হবে।
লাকি সাইন- একটি একরঙা ব্যাগ
কর্কট: জুন ২১ থেকে জুলাই ২২।
বিকেলে কোনও বিতর্কের ফলে কাজে বাধা। সম্পর্ক দৃঢ় হবে ধীরে ধীরে। আটকে থাকা কাজে পেশাদার পরামর্শ নেওয়া যেতে পারে।
লাকি সাইন- একটি উপহার
সিংহ: জুলাই ২৩ থেকে অগাস্ট ২২।
পরিবারের সঙ্গে আনন্দের সময় কাটানো যাবে। কোনও আটকে থাকা আইনি বিষয় গতি পেতে পারে।
লাকি সাইন- একটি সাজানো ঘর
কন্যা: অগাস্ট ২৩ থেকে সেপ্টেম্বর ২২।
কাজের ক্ষেত্রে হঠাৎ অগ্রগতি মন ভাল করে দিতে পারে। হজমের দিকে নজর দিতে হবে।
লাকি সাইন- একটি নতুন প্রদীপ
তুলা: সেপ্টেম্বর ২৩ থেকে অক্টোবর ২২।
পরিবার এবং বন্ধু মহলে ভাবমূর্তি উন্নত হবে। দিনের শেষে অনেকটা স্বস্তি বোধ হতে পারে।
লাকি সাইন- মেঘমুক্ত আকাশ
বৃশ্চিক: অক্টোবর ২৩ থেকে নভেম্বর ২১।
আত্মমগ্ন থাকার দিন। পরিচিত ব্যক্তি আড়ালে নিন্দা করতে পারে। কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব আসতে চলেছে।
লাকি সাইন– একটি অ্যাম্বার পাথর
ধনু: নভেম্বর ২২ থেকে ডিসেম্বর ২১।
পুরনো ছবি দেখে স্মৃতি সজীব হয়ে উঠতে পারে। অর্থনৈতিক দিকে আশা। মুক্ত মনে আটকে থাকা কাজের সমাধান করা সম্ভব।
লাকি সাইন– একটি এমারেল্ড
মকর: ডিসেম্বর ২২ থেকে জানুয়ারি ১৯।
জটিল বিষয়গুলি নিয়ে সহজ ভাবে ভাবতে হবে। আটকে থাকা কাজগুলি পুনর্মূল্যায়ন করে দেখতে হবে।
লাকি সাইন– একটি হ্রদ
কুম্ভ: জানুয়ারি ২০ থেকে ফেব্রুয়ারি ১৮।
বন্ধুর সামান্য প্রীতি দিন ভাল করে দিতে পারে। কেনাকাটা করার সম্ভাবনা। বাইরে খাওয়াদাওয়া না করাই ভাল।
লাকি সাইন– একটি সাইন বোর্ড
মীন: ফেব্রুয়ারি ১৯ থেকে মার্চ ২০।
নতুন সম্পর্ক তৈরি হতে সময় লাগে। ধৈর্য রাখতে হবে। অতিরিক্ত আগ্রাসনে নিয়ন্ত্রণ জরুরি। অসম্ভব প্রতিশ্রুতি না দেওয়াই ভাল।
লাকি সাইন- একটি রুপোর তার
পূজা চন্দ্র বিষয়ে কিছু তথ্য:
পূজা চন্দ্র পেশায় একজন হলিস্টিক হিলিং প্র্যাকটিশনার। এরই পাশাপাশি পূজা রেইকি গ্র্যান্ডমাস্টার এবং অন্যান্য হিলিং সার্টিফায়েড মোড নিয়ে গবেষণা করেছেন। টেরোট কার্ড পড়ার পাশাপাশি থেটা, বুদ্ধিস্ট, চক্র এবং পেট হিলিং থেরাপির মতো একাধিক বিষয়ে দক্ষ পূজা চন্দ্র হিলিং এবং এর বিকল্প থেরাপি বিষয়ে সিদ্ধহস্ত।
বিগত ত্রিশ বছরের অভিজ্ঞতা এবং অনুশীলনে হিলিং থেরাপি নিয়ে পূজা এক একটি অসাধারণ কৌশল বা উপায় আবিষ্কার করেছেন।
শৈশব থেকেই একাধিক আধ্যাত্মিক বিষয়ে নিযুক্ত থেকে নিজের মনস্তাত্ত্বিক ক্ষমতাকে তিনি অসাধারণ স্তরে বিকশিত করতে সক্ষম হয়েছেন। দীর্ঘ জীবনের পরিচর্যায় পূজা একজন সহানুভূতিশীল কিশোরী থেকে উন্নত মানের হিলিং থেরাপিস্ট হিসেবে নিজেকে গড়ে তুলেছেন।
পূজা মূলত এমন মানুষদের সঙ্গে কাজ করেন যাঁরা বিভিন্ন ধরনের মানসিক বা শারীরিক উদ্বেগজনিত সমস্যায় ভোগেন। নিজের দীর্ঘ কর্মজীবনের অভিজ্ঞতায় পূজা খুব সহজেই তাঁদের সাইকোলজিক্যাল সিস্টেম এবং সমস্যার জায়গাগুলি অনুধাবন করতে পারেন।
একজন অভিজ্ঞ হিলিং থেরাপিস্ট হিসাবে পূজা বিশ্ব জুড়ে যে কোনও জায়গায় ব্যক্তিগতভাবে এবং দূরত্বে থাকা মানুষদেরও কার্যকর হিলিং সেশন অফার করেন৷ যাঁরা পূজার সঙ্গে যোগাযোগে আগ্রহী তাঁরা তাঁর ওয়েবসাইটে www.citaaraa.com থেরাপি সংক্রান্ত যাবতীয় তথ্য পেয়ে যাবেন। ওই ওয়েবসাইটে থেরাপির বর্ণনার পাশাপাশি যাঁরা হিলিং থেরাপির সাহায্য নিয়ে সুস্থ হয়েছেন এমন মানুষরাও তাঁদের অভিজ্ঞতা বর্ণনা করেছেন।
তবে কেবলমাত্র হিলিং থেরাপিস্টই নন, পূজা চন্দ্র সেই সঙ্গে একজন দক্ষ লেখক, কবি এবং একজন ব্লগারও। তিনি প্রধানত তাঁর নিবন্ধ এবং প্রকাশিত ব্লগের মাধ্যমে নিজের দীর্ঘ কর্মজীবনের অভিজ্ঞতা শেয়ার করতে পছন্দ করেন যা জীবন সম্পর্কে আমাদের নতুন কিছু শেখায়।