মেষ (Aries): মার্চ ২১ থেকে এপ্রিল ১৯। মেষ রাশির জাতক ভাই বা দাদাকে রাখি পরিয়ে যেকোনও লাল রঙের মিষ্টি খাওয়ানো যেতে পারে। এ ক্ষেত্রে সেরা মিষ্টি হতে পারে মালপোয়া।
বৃষ (Taurus): এপ্রিল ২০ থেকে মে ২০। বৃষ রাশির জাতক ভাইকে দুধের খির দিয়ে তৈরি মিষ্টি খেতে দিল ভালো হয়। মনে রাখতে হবে মিষ্টির রঙ যেন সাদা হয়।
advertisement
মিথুন (Gemini): মে ২১ থেকে জুন ২০। মিথুন রাশির জাতক ভাইকে ক্রিম যুক্ত মিষ্টি অথবা বেসনের তৈরি মিষ্টি পরিবেশন করলে ভালো হবে।
কর্কট (Cancer): জুন ২১ থেকে জুলাই ২২। এই রাশির জাতক ভাইকে মতিচুরের লাড্ডু অথবা রাবড়ি খাওয়ানো যেতে পারে।
সিংহ (Leo): জুলাই ২৩ থেকে অগাস্ট ২২। সিংহ রাশির জাতক ভাইকেগোলাপজামের মতো রসালো মিষ্টি খেতে দিলে অনেক ভালো হবে।
কন্যা (Virgo): অগাস্ট ২৩ থেকে সেপ্টেম্বর ২২। কন্যা রাশির জাতক ভাই বা দাদাকে সবুজ রঙের মিষ্টি বা বাড়ির তৈরি মিষ্টি খেতে দেওয়া যেতে পারে।
তুলা (Libra): সেপ্টেম্বর ২৩ থেকে অক্টোবর ২২। তুলা রাশির জাতক ছেলেরা একটু সৌন্দর্যপ্রেমী হয়। সব কিছু মানানসয়ী হবে এমনটাই এঁদের পছন্দ। তাই স্বাদে ও আকৃতিতে সুন্দর দেখেতে মিষ্টি পরিবেশন করলে ভালো হয়। কাজু বরফি অথবা বাড়িতে তৈরা মিষ্টি হলে ভালো হবে।
বৃশ্চিক (Scorpio): অক্টোবর ২৩ থেকে নভেম্বর ২১। বৃশ্চিক রাশির জাতক ভাইদের বাদামের তৈরি মিষ্টি অথবা গুড়ের তৈরি মিষ্টি বিকল্প হিসেবে রাখা যেতে পারে।
ধনু (Sagittarius): নভেম্বর ২২ থেকে ডিসেম্বর ২১। ধনু রাশির জাতকদের জন্য হলুদ রঙ ভালো ভাগ্যের অধিকারী হতে সাহায্য করে। ফলে মিষ্টি মুখ করাতে লাড্ডু বা রাজভোগ সেরা বিকল্প হতে পারে।
মকর (Capricorn): ডিসেম্বর ২২ থেকে জানুয়ারি ১৯। মকর রাশির জাতকেরা উচ্চাকাঙ্ক্ষী হয়। তাঁদের জন্য ড্রাই ফ্রুটস দিয়ে তৈরি মিষ্টি পরিবেশন করতে পারলে খুব ভালো হয়।
কুম্ভ (Aquarius): জানুয়ারি ২০ থেকে ফেব্রুয়ারি ১৮। কুম্ভ রাশির জাতক ভাইদেরকে ড্রাই ফ্রুটস দিয়ে তৈরি মিষ্টি অথবা কালো জাম খেতে দিলে ভালো হবে।
মীন (Pisces): ফেব্রুয়ারি ১৯ থেকে মার্চ ২০। মীন রাশির জাতকেরা খুব সংবেদনশীল এবং দয়ালু প্রকৃতির হয়। ফলে এই রাশির দাদা বা ভাইদের কাজু বরফি বা রসমালাই পরিবেশন করতে পারলে খুব ভালো হবে।