এতে কিছু রাশির জাতক-জাতিকারা শুভ ফল এবং কিছু রাশির জাতক-জাতিকারা অশুভ ফল পাবেন। একই সঙ্গে তুলা রাশিতে বুধ, সূর্য, মঙ্গল ও কেতুর অবস্থান পরিবর্তনের কারণে চারটি গ্রহ একত্রে মিলিত হবে।
advertisement
কন্যা রাশিতে বুধের গমন
গত ১ অক্টোবর, ২০২৩ তারিখে রাত ৮টা বেজে ২৯ মিনিটে বুধ কন্যা রাশিতে প্রবেশ করেছেন। এটি কিছু রাশির জীবনে শুভ এবং কিছু রাশির জীবনে অশুভ ফলাফল দেবে।
সিংহ রাশিতে শুক্রের গমন
জ্যোতিষশাস্ত্র অনুসারে, শুক্র সিংহ রাশিতে প্রবেশ করেছেন ২ অক্টোবর, ২০২৩ তারিখ সকাল ১২টা বেজে ৪৩ মিনিটে।
মঙ্গলের তুলা রাশিতে প্রবেশ
শুক্র আজ অর্থাৎ ৩ অক্টোবর বিকেল ৫টা বেজে ১২ মিনিটে তুলা রাশিতে প্রবেশ করতে চলেছেন।
সূর্যের তুলা রাশিতে প্রবেশ
শাস্ত্র অনুসারে, সূর্য আগামী ১৮ অক্টোবর দুপুর ১টা বেজে ১৮ মিনিটে তুলা রাশিতে প্রবেশ করবেন।
তুলা রাশিতে বুধের গমন
বুধ অক্টোবর মাসে দু’বার নিজের অবস্থান পরিবর্তন করবেন। আগামী ১৯ অক্টোবর বুধ তুলা রাশিতে প্রবেশ করবেন।
আরও পড়ুন-১০০ কোটির শেয়ার হাতে নিয়েও নিতান্ত সাধারণ জীবন যাপন করেন! দেখে নিন ভাইরাল বৃদ্ধের কাণ্ড
রাহুর মীন রাশিতে প্রবেশ
রাহু আগামী ৩০ অক্টোবর মেষ রাশি ছেড়ে মীন রাশিতে প্রবেশ করবেন।
কেতুর তুলা রাশিতে প্রবেশ
জ্যোতিষশাস্ত্র অনুসারে, আগামী ৩০ অক্টোবর দুপুর ২টো বেজে ১৩ মিনিটে কেতু তুলা রাশিতে প্রবেশ করবেন।
রাশিচক্রে গ্রহের অবস্থান পরিবর্তনের প্রভাব
অক্টোবরে ৬ বড় গ্রহ নিজেদের স্থান পরিবর্তন করতে চলেছেন। সমস্ত রাশির জাতক-জাতিকাদের জীবনে এই গ্রহ-পরিবর্তনের শুভ ও অশুভ প্রভাব পড়বে।
মিথুন, কন্যা, সিংহ এবং ধনু রাশির জাতক-জাতিকারা গ্রহের অবস্থান পরিবর্তনে বিশেষ লাভবান হবেন। শুধু তাই নয়, এই সময় তাঁদের অফিসের উর্ধ্বতন কর্মকর্তারাও তাঁদের প্রতি প্রসন্ন থাকবেন।
জ্যোতিষ শাস্ত্র অনুসারে এই সময়ে গ্রহের অবস্থান পরিবর্তনের কারণে ব্যবসায়ীরা আর্থিক ভাবে লাভবান হবেন। সময়ও ভাল কাটবে। স্ত্রীর সঙ্গে সম্পর্কে মধুরতা থাকবে। এই সব রাশির জাতক-জাতিকারা যাঁরা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাঁরা তাঁদের কাজে সাফল্য পেতে পারেন।
(Disclaimer: প্রতিবেদনের লেখা তথ্য News18 বাংলার নিজস্ব মত নয় ৷ সঠিক ফল পাওয়ার জন্য বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করুন ৷)