সংখ্যা ৪: নীল ও ধূসর
সংখ্যা ৪-এর জাতক-জাতিকারা আত্মবিশ্বাস ও ইচ্ছাশক্তিতে ভরপুর হয়ে থাকেন। এদের দৃঢ় বিচার ক্ষমতা প্রশাসনিক কাজে দক্ষ করে তোলে। সমস্ত কাজেই এঁরা খুব পরিচ্ছন্নতা পছন্দ করেন। এই সংখ্যার জাতক বা জাতিকা সব সময়ই বাস্তববাদী অথচ সংবেদনশীল স্বভাবের হয়ে থাকেন। পাশাপাশি তাঁরা আত্মাভিমানে ভরপুর। বাগ্মী হিসেবে এঁদের সুনাম থাকে, তাই সকলের সঙ্গে যোগাযোগ রেখে চলতেও জুড়ি নেই। প্রাচীন ঐতিহ্যের সঙ্গে আধুনিক প্রগতিশীল মানসিকতার মেল বন্ধন করে চলতেও খুব ভাল পারেন এঁরা। তবে এঁদের মধ্যে পরিবর্তনকে স্বাগত জানানোর মতো মানসিক উদারতা থাকে না। পরিবর্তনের ইচ্ছে না থাকায় অনেক ভাল লাভের সুযোগ হারিয়ে যায়।
advertisement
আরও পড়ুন:
এঁদের চরিত্রের মতোই সাদা ও কালোর সংমিশ্রণে গড়ে ওঠা ধূসর রঙ দুই পৃথিবীর প্রতিনিধিত্ব করার পক্ষে আদর্শ। হালকা হওয়ায় অনেক সময়ই এই রঙ চোখে পড়ে না, তবে এটি খুব স্থির, শান্ত ভাবের প্রতীক। এর মধ্যে এমন গুণ আছে যা মনকে শান্ত করে, ভাবনার স্বচ্ছতা আনে, সিদ্ধান্ত গ্রহণে বলিষ্ঠতা দেয়। সেই সঙ্গে এই রঙের সমদর্শী ভাব মানসিক চাপ দূর করতে সাহায্য করে। তবে অতিরিক্ত ফ্যাকাসে ভাব অনেকের ক্ষেত্রে ডিপ্রেশন তৈরি করতে পারে।
আরও পড়ুন: মুরগি না মাছ কোনটা বেশি উপকারী? দু’টোই কি একসঙ্গে খাওয়া উচিত? জানুন পুষ্টিবিদের মত!
কিন্তু কীভাবে এই রঙ দৈনন্দিন জীবনে ব্যবহার করা যাবে?
১. পোশাকের পাশাপাশি নীল রঙের স্টেশনারি সামগ্রী ব্যবহার করা যেতে পারে, যত বেশি সম্ভব।
২. ধূসর খুব নম্র একটি রঙ। ফলে বাড়ির বা অফিসের অন্দর সজ্জায় এটি ব্যবহার করা যেতেই পারে। দেখতেও সুন্দর লাগবে আবার অধিপতি গ্রহ রাহুকেও তুষ্ট করা যাবে।
৩. পোশাকের ক্ষেত্রে গাঢ় ধূসর বা কালো রঙও ব্যবহার করা যেতে পারে।
৪. গাঢ় বা হালকা যেকোনও নীল রঙই সংখ্যা ৪-এর জাতক-জাতিকার জন্য শুভ।
৫. যাঁদের জন্ম ১৩ তারিখে তাঁরা ধূসরের থেকে নীল বেশি ব্যবহার করলেই ভাল হয়।
৬. সংখ্যা ৪-এর জাতক-জাতিকার জন্য নীল রঙটিও খুবই শুভ বলে প্রমাণিত হতে পারে।