সেই অনুযায়ী যে সমস্ত ব্যক্তিদের জন্ম ৩, ১২, ২১, ৩০ তারিখে তাঁদের সংখ্যা ৩ হবে। এই জাতকের আগামী ২০২৩ সাল কেমন যাবে দেখে নেওয়া যাক এক নজরে—
৩ সংখ্যাটি বৃহস্পতির প্রতিনিধিত্ব করে—
সংখ্যাতত্ত্ব অনুযায়ী, ৩ সংখ্যার জাতকেরা খুবই সৃজনশীল, জ্ঞানী, বুদ্ধিমান হয়ে থাকেন। জীবনের সব ক্ষেত্রে উৎফুল্ল থাকাই এঁদের বৈশিষ্ঠ্য। অন্যদের খুশি করতে পারেন এঁরা। এঁরা যে কোনও বিনোদন উপভোগ করে; ৩ সংখ্যার জাতকেরা কর্মজীবনে যা ইচ্ছা করেন, তা-ই অর্জন করতে সক্ষম হন। সঙ্গীত, নৃত্য ইত্যাদি সৃজনশীলতার প্রতি আগ্রহ থাকে। ৩ সংখ্যার অধিপতি বৃহস্পতি, তাই এই সংখ্যার জাতকেরা আধ্যাত্মিক জগতে আস্থাশীল হন।
advertisement
এঁরা সহজেই সকলের সঙ্গে বন্ধুত্ব করতে পারে, মন দিয়ে সকলের কথা শোনার ক্ষমতা রয়েছে। অন্যের সমস্যা সমাধানে সচেষ্ট হন। প্রধান সমস্যা তাদের নিজস্ব লক্ষ্য থেকে বিক্ষিপ্ত হওয়া। এঁরা সব কিছু বোঝার ক্ষমতা রাখেন। স্পষ্ট কথা বলেন। আকর্ষণীয় চরিত্র। নিজের বক্তব্যের চৌম্বকীয় ক্ষমতায় সকলকে আকৃষ্ট করতে পারেন।
কেমন যাবে ২০২৩ সাল?
৩ সংখ্যার জাতকদের জন্য একটি দুর্দান্ত বছর হিসেবে প্রতিভাত হতে চলেছে ২০২৩। কিছু অবাঞ্ছিত বা অনাকাঙ্ক্ষিত মুহূর্তও তৈরি হতেই পারে। তবে তা কাটিয়ে ওঠা সম্ভব হবে। ২০২৩ সালে কাজের চাপ বাড়তে পারে। কর্মক্ষেত্র ও ব্যক্তিগত জীবনে ভারসাম্য বজায় রাখলে মানসিক কাটিয়ে ওঠা সম্ভব।
আরও পড়ুন: কাপড়ের ট্রাঙ্ক থেকে বেরল মহিলার পচাগলা দেহ, ঘনাচ্ছে রহস্য
কেরিয়ার এবং অর্থ:
৩ সংখ্যার জাতকদের জন্য ২০২৩ সাল খুবই উপকারী হবে। বিশেষত যাঁরা শিক্ষাক্ষেত্রে রয়েছেন। যাঁরা বিদেশী ব্র্যান্ডের সঙ্গে ব্যবসা শুরু করতে চান তাঁদের জন্যও ভাল হবে। নতুন সংযোগ তৈরি করা যাবে, যা কর্মজীবনে সহায়ক হবে।
তবে নিজের ব্যবসায়িক লেনদেনে অন্যদের ঢুকতে দেওয়া যাবে না। এই বছরের অর্থ বৃদ্ধি একটি উজ্জ্বল ভবিষ্যতের নিশ্চয়তা দিতে পারবে। সামগ্রিক ভাবে, ২০২৩ অর্থ সংগ্রহ এবং চাকরির আবেদন করার আদর্শ বছর।
প্রেম, সম্পর্ক এবং বিবাহ:
৩ সংখ্যার জাতকেরা এ বছর পারিবারিক জীবনে ভারসাম্যহীনতা অনুভব করতে পারেন। বিবাহিত দম্পতিদের ক্ষেত্রে পরস্পরকে জায়গা দেওয়া প্রয়োজন। সম্পর্কের সীমানাকে সম্মান করতে হবে। অতীতের বদলে ভবিষ্যৎ নিয়ে আলোচনা করতে হবে। প্রেমিক যুগলের মধ্যেও তর্ক এবং বিবাদ হতে পারে। বিচ্ছেদের আশঙ্কাও থাকছে, তাই কথা বলার সময় সতর্ক থাকতে হবে। কঠিন পরিস্থিতিতে পরস্পরের পাশে থাকতে হবে।
আগামী বছর বিশ্বাস এবং নির্ভরযোগ্যতা প্রমাণ করার জন্য অনেক পরীক্ষা দিতে হতে পারে।
আরও পড়ুন: মাছ খেতে ভালবাসেন? এদিকে জালে উঠছে না পমফ্রেট, ভোলা, ইলিশ! বিপদ মৎস্যজীবীদের, কী হল হঠাৎ!
প্রতিকার:
রোজ সকালে একটি তুলসি পাতা মুখে রাখলে কেরিয়ার সংক্রান্ত সমস্যার সমাধান হতে পারে।
নিজের টাকার ব্যাগে সামান্য হলুদ চাল রেখে দিলে ভাগ্য সুপ্রসন্ন থাকবে।
শুভ রং: হলুদ ও বেগুনি
শুভ সংখ্যা: ১ ও ৩
সৌভাগ্যের দিক: উত্তর-পূর্ব ও পূর্ব
শুভ দিন: বৃহস্পতিবার