TRENDING:

Numerology: রং বদলে দিতে পারে জীবন, আপনার জন্য কোন রং শুভ? বলছে সংখ্যাতত্ত্ব

Last Updated:

সমস্ত সংখ্যাই গ্রহ দ্বারা চালিত হয়। সমস্ত গ্রহেরই একটা নির্দিষ্ট রং রয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
জীবনের সেরাটা পাওয়ার জন্য অনেকেই শুভ রঙ কী, সেটা জানার চেষ্টা করেন। তবে সেক্ষেত্রে একটা সত্যি কথা সব সময় মাথায় রাখতে হবে যে, সংখ্যার জন্য অশুভ বলে কিছু হয় না। কিন্তু সংখ্যা ১ থেকে সংখ্যা ৯ পর্যন্ত প্রতিটি সংখ্যারই একটা করে শুভ রঙ থাকে। তাহলে সংশ্লিষ্ট সংখ্যার জাতক-জাতিকারা নিজেদের প্রাত্যহিক জীবনে কীভাবে শুভ রঙ ব্যবহার করতে পারেন কিংবা অশুভ রঙ এড়িয়ে চলতে পারেন? আজ আমরা নির্দিষ্ট সংখ্যার জন্য শুভ বা আদর্শ রঙের বিষয়ে কথা বলব। শুধু তা-ই নয়, নিজের দৈনন্দিন জীবনে তা কীভাবে পরা কিংবা ব্যবহার করা যায়, সে কথাও আলোচনা করব!
advertisement

রঙের পিছনে থাকা ধারণাটি হল সমস্ত সংখ্যাই গ্রহ দ্বারা চালিত হয়। আর আমরা সকলেই ভাল করে জানি যে, সমস্ত গ্রহেরই একটা নির্দিষ্ট রঙ রয়েছে। আসলে জাতক-জাতিকাদের অধিপতি গ্রহের রঙ আসলে তাঁদের শুভ রঙ হিসেবে পরিচিত হবে। আর শুভ রঙ জাতক-জাতিকাদের মধ্যে আত্মবিশ্বাস এবং ইতিবাচক আভার বিচ্ছুরণ ঘটায়। সাফল্য লাভ করার জন্য নিজের জন্মসংখ্যা কিংবা শুভ সংখ্যা অনুযায়ী রঙ বাছাই করা উচিত।

advertisement

রঙের সংখ্যাতাত্ত্বিক সূত্র:

সমস্ত রঙেরই নিজস্ব বৈশিষ্ট্য এবং বিশেষত্ব রয়েছে। তাই সবার প্রথমেই প্রতিটি রঙের অন্তর্নিহিত অর্থ খুঁজে বার করতে হবে।

সংখ্যাতত্ত্বে কমলা রং:

কমলা রঙের উপর গুরুর আশীর্বাদ থাকে। সাফল্য বৃদ্ধি এবং মানসিক রোগ হ্রাসের ক্ষমতা থাকে এই রঙের মধ্যে।

সংখ্যাতত্ত্বে লাল রং:

advertisement

লাল রঙের অর্থ হল শক্তি-ক্ষমতা, উদ্যম, সম্ভাবনা, গভীরতা, নেতৃত্বপ্রদানের ক্ষমতা, একাগ্রতা এবং কাজ।

সংখ্যাতত্ত্বে হলুদ রং:

হলুদ রঙ হল সমন্বয়, আনন্দ, দিকনির্দেশ, পথ প্রদর্শন এবং ইতিবাচকতা বা আশাবাদীতার প্রতীক।

সংখ্যাতত্ত্বে সাদা রং:

সাদা রঙের অর্থ হল আধ্যাত্মিকতা, আরোগ্যলাভ, নতুন সূচনা এবং নিষ্কলুষতা। শুধু তা-ই নয়, এই রঙ জীবনের ওঠা-পড়া নিয়ন্ত্রণ করতেও সহায়ক।

advertisement

সংখ্যাতত্ত্বে নীল রং:

নীল রঙ হল পরিচালন ক্ষমতা, অকৃত্রিমতা, সততা, ধৈর্য এবং উন্নতির প্রতীক।

সংখ্যাতত্ত্বে সবুজ রং:

সবুজ রঙ জীবনে বয়ে আনে উন্নতি, শান্তি, প্রতিভার মতো গুণ। এছাড়া এটা সাহসিকতা এবং প্রাচুর্যেরও প্রতীক।

সংখ্যাতত্ত্বে ধূসর রং:

ধূসর রঙ হল ন্যায়বিচার এবং ধৈর্য ও সহ্যের প্রতীক।

advertisement

বাংলা খবর/ খবর/জ্যোতিষকাহন/
Numerology: রং বদলে দিতে পারে জীবন, আপনার জন্য কোন রং শুভ? বলছে সংখ্যাতত্ত্ব
Open in App
হোম
খবর
ফটো
লোকাল