যাঁরা সংখ্যা ৭-এর অধীনে জন্মেছেন তাঁদের অধিপতি কেতু। সংখ্যাতত্ত্ব অনুযায়ী, কেতুর ধর্ম এমনই যে এঁরা সব সময় নিজেদের সঙ্গীর উপকার করে থাকেন, আবার একই ভাবে সঙ্গীর দ্বারাই উপকৃত হয়ে থাকেন। এঁদের মধ্যে সব সময়ই বৈদেশিক জমিতে সাফল্য লাভ করার একটা প্রবণতা থাকে। যদি এই সংখ্যার জাতক-জাতিকা ব্যবসা করেন এবং সেই কারণে ভ্রমণ করার সুযোগ আসে, তবে তাঁরা খুব ভাল লাভ করতে পারেন। দূর ভ্রমণের মধ্যে দিয়েই ব্যবসায় সাফল্য পেয়ে থাকেন এঁরা। তবে এঁদের জ্ঞান এবং বিশ্লেষণের মধ্যে কখনই সাযুজ্য তৈরি করা যায় না।
advertisement
এই সংখ্যার জাত-জাতিকারা সব সময় শৃঙ্খলাবদ্ধ জীবন যাপন করতে পছন্দ করেন। এঁরা খুবই সৃজনশীল মানসিকতার মানুষ হয়ে থাকেন। পাশাপাশি এঁদের যুক্তিবাদী মন এবং উর্বর কল্পনাশক্তি এঁদের জীবনের অন্যতম শক্তি। সামাজিক মেলামেশাতে এঁরা খুবই পটু। আবার লেখালিখি, গবেষণার মতো ক্ষেত্রেও দক্ষ। বিশেষত এঁদের বাগ্মী স্বভাব অন্যের দৃষ্টি আকর্ষণ করে থাকে। এঁরা যেকোনও বিষয়ে খুব ভাল ভাবে ব্যবস্থাপনা করতে পারেন। সময়োপযোগী সিদ্ধান্ত নিতেও এঁরা দক্ষ। আবার আধ্যাত্মিকতাতেও এঁদের আগ্রহ থাকে।
তবে মনে রাখতে হবে, এঁরা একটু সন্দেহ বাতিকগ্রস্ত হতে পারেন। প্রায় কখনই অন্যকে বিশ্বাস করতে রাজি হন না। সেই সঙ্গে এঁরা নিজের উপর বিশ্বাসও হারিয়ে ফেলেন অনেক সময়। আত্মবিশ্বাস না থাকায় জীবনে অনেক রকম উত্থান পতনের মুখ দেখতেই হয়।
আদর্শ পেশা:
রাজনীতি, ক্রীড়া, সঙ্গীত, হস্তশিল্প, থিয়েটারে এঁরা খুব সফল হতে পারেন। আবার তথ্যপ্রযুক্তি, হোটেল বা বস্ত্র ব্যবসাও এঁদের জন্য খুবই শুভ।
এরই সঙ্গে পেট্রোলিয়াম, ট্রেনিং হাউস, চার্টার্ড অ্যাকাউন্টেন্সি, বিমা, শেয়ার দালালির পেশাও বেছে নেওয়া যেতে পারে।
অধিপতি: কেতু বা নেপচুন
শুভ রঙ: হলুদ, সবুজ ও বেগুনি
শুভ সংখ্যা: ৭ ও ৩
শুভ দিন: সোমবার
প্রতিকার:
১. আশ্রমে হলুদ শস্য দান করুন।
২. প্রতি সোমবার ভগবান শিবের দুগ্ধাভিষেক করুন ও কেতু মন্ত্র জপ করুন।
৩. দূরযাত্রা নিয়ে গাড়ি না চালানোই ভাল।
৪. বাড়ির উত্তর দিকে সাতটি দাঁড়ার উইন্ড চাইম্ব লাগান।
৫. বাড়িতে একটি তামার পাত্র রাখুন।
