TRENDING:

November Marriage Ceremony Date: নভেম্বরে কোন কোন দিন শুভ? কবে করবেন বিবাহ কবেই বা অন্নপ্রাশন! জেনে নিন

Last Updated:

নভেম্বর মাসের ২৪, ২৭, ২৮ এবং ২৯ তারিখে এই শুভ কাজ করা যেতে পারে। হিন্দু পঞ্জিকা অনুসারে, নভেম্বর মাসের ২৫ ও ২৮ তারিখটি কর্ণবেধের জন্য আদর্শ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতাঃ হাতে আর কয়েকটা দিন। তারপরেই বেজে উঠবে সানাই। সাধারণত ভারতের বেশিরভাগ এলাকাতেই নভেম্বর মাসে গরম থাকে। তবে আবহাওয়া শুষ্ক হয়ে আসে। কোথাও কোথাও মনোরম শীতও পড়ে।
নভেম্বরে কোন কোন দিন শুভ! কবে করবেন বিবাহ কবেই বা অন্নপ্রাশন! জেনে নিন
নভেম্বরে কোন কোন দিন শুভ! কবে করবেন বিবাহ কবেই বা অন্নপ্রাশন! জেনে নিন
advertisement

তাই এই সময়টাই বেশিরভাগ মানুষ বেছে নেন বিবাহ উৎসবের জন্য। হিন্দু পঞ্জিকা অনুসারে নভেম্বর মাস থেকেই শুরু হয় শুভ সময়। এই মাসে দেবোত্থানী একাদশীর পর শুভ কাজ করার জন্য সময় পাওয়া যায়। এই বছরও অনেকগুলি শুভ সময় রয়েছে এই মাসে, যখন বিবাহ কার্য সম্পন্ন করা যেতে পারে।

আরও পড়ুনঃ আজ দুপুরের পর হাতে টাকা আসবে? না জলের মতো খরচ হবে? নিজের রাশি মিলিয়ে জানুন!

advertisement

এই বছর অর্থাৎ ২০২৩ সালে দেবোত্থানী একাদশী পড়েছে ২৩ নভেম্বর তারিখে। হিন্দু ধর্মের প্রথা ও পৌরাণিক বিশ্বাস অনুসারে, এই দিন থেকেই সমস্ত শুভকাজ শুরু করা যেতে পারে।

জ্যোতিষী দেবেন্দ্র আচার্য জানান, আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে ভগবান বিষ্ণু অন্য সমস্ত দেবতাদের সঙ্গে ক্ষীরসাগরে অনন্ত শয্যায় নিদ্রামগ্ন হন। তারপর থেকে পৃথিবীতে সমস্ত শুভকাজ বন্ধ হয়ে যায়। এরপর কার্তিক মাসের একাদশী তিথিতে ভগবান বিষ্ণু, সকল দেবতাদের সঙ্গে জেগে ওঠেন। তারপর থেকে দেবদেবীদের সাক্ষী রেখে আবার শুরু হয় সমস্ত শুভকাজ।

advertisement

আসলে বছরের ১২ মাসে ২৪টি একাদশী তিথি হয়। কিন্তু এই ২৪টি একাদশীর মধ্যে দেবোত্থানী একাদশীর বিশেষ গুরুত্ব রয়েছে। পৌরাণিক বিশ্বাস অনুযায়ী মনে করা হয়, এই বিশেষ তিথিতে অর্থাৎ দেবোত্থানী একাদশীর রাতে শালগ্রাম শিলার সঙ্গে বিবাহ হয়েছিল মাতা তুলসীর। তাই এই বিশেষ তিথিটিকেও বিবাহের জন্য খুব শুভ ও উপযুক্ত বলে মনে করা হয়।

advertisement

জ্যোতিষী দেবেন্দ্র আচার্য বলেন, হিন্দু পঞ্জিকা অনুসারে, নভেম্বর মাসে মাত্র দু’টি লগ্ন রয়েছে যা বিবাহের জন্য খুব উপযুক্ত। আর তিলকোৎসব এবং আশীর্বাদের মতো শুভকাজও করা যেতে পারে এই লগ্নেই।

কোন কোন দিন এই শুভ কাজ সম্পন্ন হতে পারে, দেখে নেওয়া যাক এক নজরে—

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

নভেম্বর মাসের ২৪, ২৭, ২৮ এবং ২৯ তারিখে এই শুভ কাজ করা যেতে পারে। হিন্দু পঞ্জিকা অনুসারে, নভেম্বর মাসের ২৫ ও ২৮ তারিখটি কর্ণবেধের জন্য আদর্শ। অন্নপ্রাশনের শুভ লগ্ন পাওয়া যাবে ২২, ২৩ ও ২৭ নভেম্বর তারিখে। তবে নভেম্বর মাসে ব্রতবন্ধের জন্য কোন শুভ সময় নেই।

Click here to add News18 as your preferred news source on Google.
জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত সব খবর পান নিউজ 18 বাংলায় ৷ যার মধ্যে রয়েছে আজকের রাশিফল (Ajker Rashifal), জ্যোতিষসংক্রান্ত টিপস, গ্রহরত্ন ( Gemstone ) এবং ট্যারো কার্ড ( Tarot Card ) ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/জ্যোতিষকাহন/
November Marriage Ceremony Date: নভেম্বরে কোন কোন দিন শুভ? কবে করবেন বিবাহ কবেই বা অন্নপ্রাশন! জেনে নিন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল