পয়লা বৈশাখের দিন ভুলেও কখনও ছেঁড়া জুতো রাখবেন না। এটা থাকলে অলক্ষ্মীর বাস হয়৷ যা জীবনে দারিদ্র বয়ে নিয়ে আসে৷ ভুলেও পয়লা বৈশাখের আগে এগুলো ঘরে রাখবেন না৷
পয়লা বৈশাখের সময়ে ভাঙা ঝাটা ঘরে রাখবেন না৷ এটি ঘরে থাকলে আশীর্বাদ তো পাবেনই না বরং মা লক্ষ্মী রুষ্ট হবেন৷
আরও পড়ুন-২১ এপ্রিল দেবগুরুর গোচরে ভাগ্য বদলে যাবে এই দুই রাশির! আপনিও কি আছেন এই দলে?
advertisement
আরও পড়ুন-১২ এপ্রিল হাতে টাকা আসবে? না জলের মতো খরচ হবে? নিজের রাশি মিলিয়ে জেনে নিন
পয়লা বৈশাখের আগে ঘর থেকে ভাঙা বাসনপত্র রাখবেন না৷ কারণে এতে সংসারে অশান্তি আসবে৷ এবং মা লক্ষ্মীর কোনও আশীর্বাদ পাবেন না৷
বৈশাখ মাসে পয়লা বৈশাখের দিন শ্রী বিষ্ণুর আরাধনা করলে পূণ্যলাভ হবে৷ কারণ এই মাসেই ভগবান বিষ্ণু নানা অবতারে আবিভূর্ত হয়েছেন৷ সেই কারণে শ্রী বিষ্ণুর আরাধনা করলে জীবনের দুঃখ-দুর্দশা কেটে যাবে৷
এই মাসেই আবার পবিত্র তিথি অক্ষয় তৃতীয়া৷ মা লক্ষ্মীকে প্রসন্ন করতে সোনা ও রূপো কেনাও শুভ বলে মনে করা হয়৷
হিন্দু শাস্ত্র মতে, এই বৈশাখ মাসে জল দান করলে চারধাম যাত্রা করার সমান পূণ্য়ফল লাভ হয়৷
(প্রতিবেদনের লেখা তথ্য News18 বাংলার নিজস্ব মত নয় ৷ সঠিক ফল পাওয়ার জন্য বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করুন ৷)