বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে, যাঁদের নাম ‘A’ দিয়ে শুরু হয় তাঁরা সাধারণত দায়িত্ব নিতে ভালোবাসেন, এঁরা স্বাধীনচেতা ও খোলামেলা মনের মানুষ হন। এঁরা আত্মবিশ্বাসী এবং নিজের দায়িত্ব নিজে নিতে পছন্দ করেন।
আরও পড়ুন- প্রয়োজনের চেয়ে বেশি ভারি বারবেল, বিচারকদের সামনে এগিয়ে এ কী করলেন ওয়েটলিফটার!
‘A’ হল বর্ণমালার প্রথম অক্ষর। তাই ‘A’-এর সঙ্গে ১ নম্বরের সম্পর্ক রয়েছে। সংখ্যাতত্ত্ব অনুযায়ী ১ সংখ্যার সমস্ত গুণাবলীই ‘A’ বর্ণ দিয়ে নাম শুরু হওয়া ব্যক্তিদের মধ্যে দেখা যায়। এঁরা ক্ষমতাশালী এবং যে কোনও কাজই এঁরা সমান উৎসাহের সঙ্গে করতে ভালোবাসেন।
advertisement
সেরা একজন উদ্যোক্তা
যেহেতু এঁরা দায়িত্ব নিতে পছন্দ করেন, তাই এঁরা নিজেদের নিয়ম তৈরি করতেও ভালোবাসেন। এঁরা আত্মবিশ্বাসী, দৃঢ়প্রতিজ্ঞ এবং সাহসী। এই কারণেই এঁরা নিজেদের দায়িত্বও নিজেরা নেন।
অ্যাডভেঞ্চারের প্রতি মোহ
এঁরা দুঃসাহসিক কাজ পছন্দ করেন। যেখানেই মজা এবং দুঃসাহসিক কাজের সন্ধান পান, সেখানেই এঁরা ঝাপিয়ে পড়েন।
আরও পড়ুন- সারা গায়ে সাপের মতো দাগ, জেনেটিক রোগের শিকার! ভাই-বোনের বিয়ের খেসারত দিল একরত্তি সন্তান
প্রকৃতিগত ভাবে সাহসী
এঁরা নিজেদের সাহসী হিসেবে দেখতে ভালোবাসেন। এঁদের চরিত্রে সাহসিকতা এবং আত্মবিশ্বাসের অনুভূতি প্রবল। এঁরা চান সবাই এঁদের সাহসী হিসাবেই দেখুক, সে কারণে অনেক সময় এঁরা সাহসী হওয়ার ভানও করেন।
সেরা কেরিয়ার
যে কোনও কেরিয়ার যা এঁদের নেতৃত্ব দিতে সহায়তা করে বা অন্য কোনও অ্যাডভেঞ্চারের পথ দেখায়, তাই এঁদের জন্য উপযুক্ত। এঁরা সাধারণত একজন উদ্যোক্তা, শিক্ষক, গবেষক বা যে কোনও নেতৃত্বস্থানীয় কাজ করতে সক্ষম হন এবং তাতে সাফল্যও পান।
চরিত্রের কিছু নেতিবাচক দিক
যেহেতু এঁরা প্রায়শই নিজেকে অনেক বেশি উজ্জীবিত করে রাখেন এবং দৃঢ়প্রতিজ্ঞ চরিত্রের হন, তাই অনেক সময়ই বুঝতে পারেন না অন্যরা কী ভাবছেন বা তাঁরা কী চাইছেন। এই ভাবে অনেক সময়ে এঁরা নিজেদের কর্তৃত্ব অন্যদের ওপর চাপিয়ে দেন।