TRENDING:

Money Mantra: ১১ মার্চ হাতে টাকা আসবে? না জলের মতো খরচ হবে? নিজের রাশি মিলিয়ে জানুন বিশদে

Last Updated:

Money Mantra: জন্মদিন মিলিয়ে বেছে নিতে হবে নিজের রাশি এবং সেই অনুযায়ী আর্থিক পদক্ষেপ কাম্য; জানাচ্ছেন ভূমিকা কালাম!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা : আমাদের দেশের বৈদিক জ্যোতিষশাস্ত্র বলছে যে আমাদের রাশিচক্রের ১২টি রাশি মানবজীবনের বিভিন্ন দিক সম্পর্কে বিস্তারিত বর্ণনা দিতে সক্ষম। প্রত্যেকটি রাশি তাদের প্রতিদিনের গ্রহের ভিন্ন ভিন্ন অবস্থানের কারণে জীবনে ভিন্ন ভিন্ন ঘটনার সম্মুখীন হয়ে থাকে। সেই কারণেই প্রতিটি রাশির জাতক-জাতিকাদের জীবনের বিভিন্ন দিক নিয়ে জ্যোতিষশাস্ত্র ভবিষ্যদ্বাণী করতে সক্ষম। এবারে দেখে নেওয়া যাক রাশিফল আমাদের অর্থভাগ্য নিয়ে কী কী গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছে। জন্মদিন মিলিয়ে বেছে নিতে হবে নিজের রাশি এবং সেই অনুযায়ী আর্থিক পদক্ষেপ কাম্য; জানাচ্ছেন ভূমিকা কালাম!
Astrology
Astrology
advertisement

মেষ: মার্চ ২১ থেকে এপ্রিল ১৯।

ব্যবসার কাজে ভ্রমণে যেতে হতে পারে, ভবিষ্যতে লাভ হবে।

প্রতিকার – অনুগ্রহ করে দেবী লক্ষ্মীকে ক্ষীর নিবেদন করুন।

বৃষ: এপ্রিল ২০ থেকে মে ২০।

দাতব্য কাজে অর্থব্যয় হবে, সুনাম বাড়বে। অপ্রয়োজনীয় বিতর্ক এড়ানো উচিত।

প্রতিকার – অনুগ্রহ করে প্রতি রাতে কালো কুকুরকে রুটি খাওয়ান।

advertisement

আরও পড়ুন: ঝমঝমিয়ে বৃষ্টি…? একলাফে চড়বে পারদ…? দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ‘নতুন’ সতর্কতা! কী হবে উত্তরে? জানিয়ে দিল আলিপুর

মিথুন: মে ২১ থেকে জুন ২০।

হঠাত হাতে টাকা আসতে পারে, তবে আয় ও ব্যয় নিয়ন্ত্রণে রাখতে হবে।

প্রতিকার – মঙ্গলবার উপবাস করে হনুমানজিকে পান পাতা অর্পণ করুন।

advertisement

কর্কট: জুন ২১ থেকে জুলাই ২২।

ব্যবসায় নতুন প্রচেষ্টা সফল হবে। সন্ধ্যায় খরচ বাড়তে পারে।

প্রতিকার – অনুগ্রহ করে হনুমানজিকে ছোলা নিবেদন এবং হনুমান চালিশা পাঠ করুন।

সিংহ: জুলাই ২৩ থেকে অগাস্ট ২২।

দৈনন্দিন চাহিদা মেটাতে অতিরিক্ত খরচের সম্ভাবনা। ব্যবসায়িক সমস্যা ভাইয়ের সঙ্গে ভাগ করে নেওয়া লাভজনক।

advertisement

প্রতিকার – অনুগ্রহ করে মঙ্গলবার উপবাস রেখে হনুমানজিকে সিঁদুর অর্পণ করুন।

কন্যা: অগাস্ট ২৩ থেকে সেপ্টেম্বর ২২।

ব্যবসায় বড় লাভ হতে চলেছে। কিন্তু আয়ের থেকে ব্যয় বেশি হলে ভবিষ্যতে ক্ষতির সম্ভাবনা।

প্রতিকার – অনুগ্রহ করে বজরং বান পাঠ এবং ভোগ হিসেবে হনুমানজিকে বুন্দি নিবেদন করুন।

তুলা: সেপ্টেম্বর ২৩ থেকে অক্টোবর ২২।

advertisement

সব কাজে সফলতা মিলবে। সম্পত্তি কেনার আগে সব দিক খতিয়ে দেখা উচিত।

প্রতিকার – অনুগ্রহ করে পিঁপড়েকে ময়দা খাওয়ান এবং পিপল গাছের নীচে ঘিয়ের প্রদীপ জ্বালান।

বৃশ্চিক: অক্টোবর ২৩ থেকে নভেম্বর ২১।

ব্যবসায় লাভের চেয়ে বেশি খরচ চিন্তা বাড়াবে। শত্রুদের থেকে সাবধান।

প্রতিকার – অনুগ্রহ করে হনুমানজির পুজো শেষে পাঁচটি জেসমিন তেলের প্রদীপ জ্বালান।

ধনু: নভেম্বর ২২ থেকে ডিসেম্বর ২১।

আর্থিক পরিস্থিতি আগের চেয়ে ভাল হবে। আটকে থাকা কাজও সম্পন্ন হবে।

প্রতিকার – অনুগ্রহ করে দুঃস্থকে খাদ্য ও বস্ত্র দান করুন।

মকর: ডিসেম্বর ২২ থেকে জানুয়ারি ১৯।

ব্যবসায় বিরোধের সম্ভাবনা। ছাত্রদের অর্থের অভাব ভোগাতে পারে।

প্রতিকার – অনুগ্রহ করে ১১ বার হনুমান চালিশা পাঠ করুন।

কুম্ভ: জানুয়ারি ২০ থেকে ফেব্রুয়ারি ১৮।

ব্যবসায় ক্রমাগত লাভ হবে। ব্যবসায়িক ভ্রমণেও লাভের সম্ভাবনা। বকেয়া টাকা হাতে আসতে পারে।

প্রতিকার – অনুগ্রহ করে হনুমানজিকে বেসনের লাড্ডু নিবেদন করুন।

মীন: ফেব্রুয়ারি ১৯ থেকে মার্চ ২০।

কাজের চাপ বাড়বে, সমস্যাও হতে পারে।

সেরা ভিডিও

আরও দেখুন
কালীপুজোর রাতে পুড়ে ছাই হয়ে গেল বাড়ি! বিধ্বংসী অগ্নিকাণ্ডে ২ পরিবারের সর্বনাশ
আরও দেখুন

প্রতিকার – অনুগ্রহ করে মঙ্গলবার উপবাস করে সুন্দরকাণ্ড পাঠ করুন।

বাংলা খবর/ খবর/জ্যোতিষকাহন/
Money Mantra: ১১ মার্চ হাতে টাকা আসবে? না জলের মতো খরচ হবে? নিজের রাশি মিলিয়ে জানুন বিশদে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল