TRENDING:

Money Mantra: ৩০ জুন হাতে টাকা আসবে? না জলের মতো খরচ হবে? নিজের রাশি মিলিয়ে জানুন বিশদে!

Last Updated:

Money Mantra: জন্মদিন মিলিয়ে বেছে নিতে হবে নিজের রাশি এবং সেই অনুযায়ী আর্থিক পদক্ষেপ কাম্য; জানাচ্ছেন ভূমিকা কালাম!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: আমাদের দেশের বৈদিক জ্যোতিষশাস্ত্র বলছে যে আমাদের রাশিচক্রের ১২টি রাশি মানবজীবনের বিভিন্ন দিক সম্পর্কে বিস্তারিত বর্ণনা দিতে সক্ষম। প্রত্যেকটি রাশি তাদের প্রতিদিনের গ্রহের ভিন্ন ভিন্ন অবস্থানের কারণে জীবনে ভিন্ন ভিন্ন ঘটনার সম্মুখীন হয়ে থাকে। সেই কারণেই প্রতিটি রাশির জাতক-জাতিকাদের জীবনের বিভিন্ন দিক নিয়ে জ্যোতিষশাস্ত্র ভবিষ্যদ্বাণী করতে সক্ষম। এবারে দেখে নেওয়া যাক আজকের রাশিফল আমাদের অর্থভাগ্য নিয়ে কী কী গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছে। জন্মদিন মিলিয়ে বেছে নিতে হবে নিজের রাশি এবং সেই অনুযায়ী আর্থিক পদক্ষেপ কাম্য; জানাচ্ছেন ভূমিকা কালাম!
Money Mantra
Money Mantra
advertisement

মেষ: মার্চ ২১ থেকে এপ্রিল ১৯।

খ্যাতি-প্রতিপত্তি বৃদ্ধি পাবে। যাঁরা চাকরি খুঁজছেন, তাঁরা নতুন সুযোগ পেতে চলেছেন।

প্রতিকার: অনুগ্রহ করে ভগবান গণেশের উদ্দেশ্যে লাড্ডু নিবেদন করুন।

বৃষ: এপ্রিল ২০ থেকে মে ২০।

ব্যবসার ক্ষেত্রে বন্ধুদের পরামর্শ উপযোগী প্রমাণিত হতে পারে। পারিবারিক প্রয়োজনে ব্যয় হতে পারে।

প্রতিকার: অনুগ্রহ করে মা সরস্বতীর উদ্দেশ্যে পূজা নিবেদন করুন।

advertisement

আরও পড়ুন: কালীঘাটের বাড়িতে ২ ঘণ্টা চলল ‘প্রাইস থেরাপি’! কবে ফিট হবেন মমতা? মুখ্যমন্ত্রীর চিকিৎসার আপডেট দিল এসএসকেএম

মিথুন: মে ২১ থেকে জুন ২০।

কার্যক্ষেত্রে সময়টা ভাল যাবে। কোনও সিদ্ধান্ত নিতে হলে তা বুঝেশুনে গ্রহণ করতে হবে।

প্রতিকার: অনুগ্রহ করে হলুদ সামগ্রী দান করুন।

কর্কট: জুন ২১ থেকে জুলাই ২২।

advertisement

ঘরের সমস্ত অসম্পূর্ণ কাজ শেষ করতে পারবেন। আয় এবং ব্যয়ের মধ্যে ভারসাম্য বজায় রাখা আবশ্যক।

প্রতিকার: অনুগ্রহ করে পিতা-মাতার আশীর্বাদ গ্রহণ করুন।

সিংহ: জুলাই ২৩ থেকে অগাস্ট ২২।

কাজের ক্ষেত্রে শত্রুদের থেকে সতর্ক থাকতে হবে। নতুন সম্পত্তি কেনার পরিকল্পনা থাকলে এটাই তার সেরা সময়।

প্রতিকার: অনুগ্রহ করে দেবী লক্ষ্মীর উদ্দেশ্যে পূজা নিবেদন করুন।

advertisement

আরও পড়ুন: ‘এল নিনো’-র রক্তচক্ষু…! জুলাইয়ের শুরুতেই আমূল ভোলবদল আবহাওয়ার! বর্ষায় গরম হবে চরম? খেল শুরু

কন্যা: অগাস্ট ২৩ থেকে সেপ্টেম্বর ২২।

ব্যবসায় মুনাফা লাভের সম্ভাবনা রয়েছে। এর ফলে আর্থিক পরিস্থিতি মজবুত হতে পারে।

প্রতিকার: অনুগ্রহ করে মাছেদের ময়দা খেতে দিন।

তুলা: সেপ্টেম্বর ২৩ থেকে অক্টোবর ২২।

advertisement

কাজের জায়গায় ঝামেলা চললে তার সমাধান হওয়ার সম্ভাবনা রয়েছে। নতুন প্রোজেক্টে কাজের সুযোগ মিলতে পারে।

প্রতিকার: অনুগ্রহ করে ভগবান হনুমানজির উদ্দেশ্যে সিঁদুর নিবেদন করুন।

বৃশ্চিক: অক্টোবর ২৩ থেকে নভেম্বর ২১।

কাজের ক্ষেত্রে উদ্ভাবনী চিন্তা করতে হবে। তবে কারওর সঙ্গে অহেতুক বিবাদে জড়িয়ে পড়া চলবে না।

প্রতিকার: অনুগ্রহ করে ভগবান বিষ্ণুর সহস্রনাম জপ করুন।

আরও পড়ুন: ঝকঝকে রুপোলি ইলিশ মাত্র ৪০০ টাকায়! বাজারে এখন কত দর ইলিশের, দেখুন তালিকা

ধনু: নভেম্বর ২২ থেকে ডিসেম্বর ২১।

কাজের জায়গায় শত্রুর থেকে সতর্ক থাকা আবশ্যক। ব্যবসায় ঝুঁকি নেওয়ার আগে পিতার পরামর্শ গ্রহণ করতে হবে।

প্রতিকার: অনুগ্রহ করে অভাবী ব্যক্তিদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিন।

মকর: ডিসেম্বর ২২ থেকে জানুয়ারি ১৯।

পার্টনারশিপে ব্যবসা করলে মুনাফা লাভের সম্ভাবনা প্রবল। সরকারি চাকরিজীবীদের সততা বজায় রাখা আবশ্যক।

প্রতিকার: অনুগ্রহ করে ভগবান গণেশের উদ্দেশ্যে লাড্ডু নিবেদন করুন।

কুম্ভ: জানুয়ারি ২০ থেকে ফেব্রুয়ারি ১৮।

তাড়াহুড়ো করে কোনও কাজ করা চলবে না। তাহলে কাজে ভুল হয়ে যেতে পারে।

প্রতিকার: অনুগ্রহ করে ভগবান শিবের মন্ত্র জপ করুন।

মীন: ফেব্রুয়ারি ১৯ থেকে মার্চ ২০।

ব্যবসায় ঝুঁকি নিতে চাইলে এই সময়টা তার জন্য আদর্শ। আয় কমে ব্যয় বাড়তে পারে। তবে আর্থিক অবস্থা স্বাভাবিকই থাকবে।

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

প্রতিকার: অনুগ্রহ করে অশ্বত্থ গাছে জল অর্পণ করুন এবং শনি চালিসা পাঠ করুন।

বাংলা খবর/ খবর/জ্যোতিষকাহন/
Money Mantra: ৩০ জুন হাতে টাকা আসবে? না জলের মতো খরচ হবে? নিজের রাশি মিলিয়ে জানুন বিশদে!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল