TRENDING:

Money Mantra: আজ, ১৪ মার্চেও হুহু করে টাকা বেরিয়ে যাচ্ছে? কারা হবেন কাঙাল, কারা রাজা? নিজের রাশি মিলিয়ে জানুন অর্থভাগ্য

Last Updated:

Money Mantra: জন্মদিন মিলিয়ে বেছে নিতে হবে নিজের রাশি এবং সেই অনুযায়ী আর্থিক পদক্ষেপ কাম্য; জানাচ্ছেন ভূমিকা কালাম!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আমাদের দেশের বৈদিক জ্যোতিষশাস্ত্র বলছে যে আমাদের রাশিচক্রের ১২টি রাশি মানবজীবনের বিভিন্ন দিক সম্পর্কে বিস্তারিত বর্ণনা দিতে সক্ষম। প্রত্যেকটি রাশি তাদের প্রতিদিনের গ্রহের ভিন্ন ভিন্ন অবস্থানের কারণে জীবনে ভিন্ন ভিন্ন ঘটনার সম্মুখীন হয়ে থাকে। সেই কারণেই প্রতিটি রাশির জাতক-জাতিকাদের জীবনের বিভিন্ন দিক নিয়ে জ্যোতিষশাস্ত্র ভবিষ্যদ্বাণী করতে সক্ষম। এবারে দেখে নেওয়া যাক রাশিফল আমাদের অর্থভাগ্য নিয়ে কী কী গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছে। জন্মদিন মিলিয়ে বেছে নিতে হবে নিজের রাশি এবং সেই অনুযায়ী আর্থিক পদক্ষেপ কাম্য; জানাচ্ছেন ভূমিকা কালাম!
আজও হুহু করে টাকা বেরিয়ে যাচ্ছে? কারা হবেন কাঙাল, কারা রাজা? রাশিগুলির অর্থভাগ্য
আজও হুহু করে টাকা বেরিয়ে যাচ্ছে? কারা হবেন কাঙাল, কারা রাজা? রাশিগুলির অর্থভাগ্য
advertisement

মেষ: মার্চ ২১ থেকে এপ্রিল ১৯।

পরিবর্তনের সঙ্গে মানিয়ে নিলে আর্থিক বিষয়ে লাভ হবে।

প্রতিকার – অনুগ্রহ করে শ্রীগণেশের আরাধনা করুন।

বৃষ: এপ্রিল ২০ থেকে মে ২০।

একই সঙ্গে দুই প্রকল্পে কাজ আর্থিক ঝুঁকিতে ফেলতে পারে।

প্রতিকার – অনুগ্রহ করে হনুমান মন্দিরে বসে বজরঙ্গ বান পাঠ করুন।

advertisement

মিথুন: মে ২১ থেকে জুন ২০।

অহেতুক খরচ যথাসম্ভব এড়িয়ে চলতে হবে।

প্রতিকার – অনুগ্রহ করে সূর্যদেবের আরাধনা করুন।

কর্কট: জুন ২১ থেকে জুলাই ২২।

আটকে থাকা কাজ শুরু হবে, সেই সূত্রে সম্পদ বাড়বে।

প্রতিকার – অনুগ্রহ করে শ্রীগণেশকে সিঁদুর নিবেদন করুন।

সিংহ: জুলাই ২৩ থেকে অগাস্ট ২২।

advertisement

আর্থিক কোনও চুক্তিতে এখন না যাওয়াই উচিত হবে।

প্রতিকার – অনুগ্রহ করে গোশালায় দান করুন।

কন্যা: অগাস্ট ২৩ থেকে সেপ্টেম্বর ২২।

অপরিচিত কাউকে আর্থিক বিষয়ে বিশ্বাস করা ঠিক হবে না।

প্রতিকার – অনুগ্রহ করে বুধ গ্রহ সম্পর্কিত সামগ্রী দান করুন।

তুলা: সেপ্টেম্বর ২৩ থেকে অক্টোবর ২২।

advertisement

ক্রমবর্ধমান ব্যয় এখন কিছু দুশ্চিন্তায় ফেলতে পারে।

প্রতিকার – অনুগ্রহ করে পিঁপড়েদের চিনি-ময়দা নিবেদন করুন।

বৃশ্চিক: অক্টোবর ২৩ থেকে নভেম্বর ২১।

কর্মক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধি, সেই সূত্রে আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে।

প্রতিকার – অনুগ্রহ করে পশুদের সেবা করুন।

ধনু: নভেম্বর ২২ থেকে ডিসেম্বর ২১।

আর্থিক লাভের পরিমাণ বাড়বে, দিনটি নানা বৈঠকে কাটবে।

advertisement

প্রতিকার – অনুগ্রহ করে দেবী সরস্বতীর আরাধনা করুন।

মকর: ডিসেম্বর ২২ থেকে জানুয়ারি ১৯।

আর্থিক জটিলতা থেকে এখনই মুক্তি মিলবে না।

প্রতিকার – অনুগ্রহ করে শিবলিঙ্গের জলাভিষেক করুন।

কুম্ভ: জানুয়ারি ২০ থেকে ফেব্রুয়ারি ১৮।

আর্থিক বিষয়ে হতাশার মুখে পড়তে হতে পারে।

প্রতিকার – অনুগ্রহ করে ভৈরব মন্দিরে ধ্বজা নিবেদন করুন।

মীন: ফেব্রুয়ারি ১৯ থেকে মার্চ ২০।

বিনিয়োগের সুবর্ণ সুযোগ মিলবে, আর্থিক লাভও অনিবার্য।

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

প্রতিকার – অনুগ্রহ করে শ্রী সূক্ত পাঠ করুন।

বাংলা খবর/ খবর/জ্যোতিষকাহন/
Money Mantra: আজ, ১৪ মার্চেও হুহু করে টাকা বেরিয়ে যাচ্ছে? কারা হবেন কাঙাল, কারা রাজা? নিজের রাশি মিলিয়ে জানুন অর্থভাগ্য
Open in App
হোম
খবর
ফটো
লোকাল