সেই কারণেই প্রতিটি রাশির জাতক-জাতিকাদের জীবনের বিভিন্ন দিক নিয়ে জ্যোতিষশাস্ত্র ভবিষ্যদ্বাণী করতে সক্ষম। এবারে দেখে নেওয়া যাক রাশিফল আমাদের অর্থভাগ্য নিয়ে কী কী গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছে। জন্মদিন মিলিয়ে বেছে নিতে হবে নিজের রাশি এবং সেই অনুযায়ী আর্থিক পদক্ষেপ কাম্য; জানাচ্ছেন ভূমিকা কালাম!
মেষ: মার্চ ২১ থেকে এপ্রিল ১৯।
advertisement
অতীতের কোনও পদক্ষেপে বর্তমানে আর্থিক শ্রীবৃদ্ধির ইঙ্গিত রয়েছে।
প্রতিকার – অনুগ্রহ করে দেবী সরস্বতীকে শ্বেতমাল্য নিবেদন করুন।
বৃষ: এপ্রিল ২০ থেকে মে ২০।
আর্থিক ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বিতা থাকলেও ইচ্ছানুরূপ ফল লাভ হবে।
প্রতিকার – অনুগ্রহ করে রামমন্দিরে ধ্বজা নিবেদন করুন।
আরও পড়ুন: ‘মণীষা কৈরালা প্রয়াত’, মহেশ ভাটের লেখায় তোলপাড় বলিউড! অবিশ্বাস্য এক কাহিনি
মিথুন: মে ২১ থেকে জুন ২০।
ধার দেওয়া-নেওয়া থেকে বিরত থাকতে হবে, টাকাপয়সা নিয়ে সুবিবেচনা প্রয়োজন।
প্রতিকার – অনুগ্রহ করে হনুমানমন্দিরে প্রজ্জ্বলিত ঘৃতদীপ নিবেদন করুন।
কর্কট: জুন ২১ থেকে জুলাই ২২।
আর্থিক সমস্যা মিটবে, ভবিষ্যতের আর্থিক সমৃদ্ধিরও সূচনা হবে।
প্রতিকার – অনুগ্রহ করে শিবলিঙ্গের জলাভিষেক করুন।
সিংহ: জুলাই ২৩ থেকে অগাস্ট ২২।
সম্পদ বৃদ্ধি পাবে, আর্থিক যাবতীয় বিষয়ের রাশ থাকবে নিজের হাতে।
প্রতিকার – অনুগ্রহ করে ভৈরবমন্দিরে নারকেল নিবেদন করুন।
কন্যা: অগাস্ট ২৩ থেকে সেপ্টেম্বর ২২।
দ্বিধা ঝেড়ে ফেলতে পারলে আর্থিক উন্নতির পথ সুগম হবে।
প্রতিকার – অনুগ্রহ করে গোমাতাকে সবুজ ঘাস নিবেদন করুন।
তুলা: সেপ্টেম্বর ২৩ থেকে অক্টোবর ২২।
বিনিয়োগের প্রলোভনে ভুললে আর্থিক ক্ষতির সমূহ সম্ভাবনা।
প্রতিকার – অনুগ্রহ করে হলুদ কোনও ভোজ্য বস্তু দান করুন।
আরও পড়ুন: ‘এটা কি জন্মদিনের উপহার?’ ইডির জন্য কাল বড় পরিকল্পনা অভিষেকের! জানিয়ে দিলেন শশী
বৃশ্চিক: অক্টোবর ২৩ থেকে নভেম্বর ২১।
আর্থিক দিক শক্তিশালী থাকবে, আত্মবিশ্বাস সহায়ক হবে সাফল্য অর্জনে।
প্রতিকার – অনুগ্রহ করে কৃষ্ণমন্দিরে বাঁশি নিবেদন করুন।
ধনু: নভেম্বর ২২ থেকে ডিসেম্বর ২১।
আর্থিক বিষয়ে অচেনা বা সদ্যপরিচিত কাউকে বিশ্বাস করা উচিত হবে না।
প্রতিকার – অনুগ্রহ করে হনুমান চালিসা পাঠ করুন।
মকর: ডিসেম্বর ২২ থেকে জানুয়ারি ১৯।
আর্থিক সৌভাগ্যের সূচনা হবে, বড় কোনও সংস্থায় কাজের সুযোগ মিলবে।
প্রতিকার – অনুগ্রহ করে পঞ্চামৃত সহযোগে শিবলিঙ্গের অভিষেক করুন।
কুম্ভ: জানুয়ারি ২০ থেকে ফেব্রুয়ারি ১৮।
কাউকে টাকা ধার দেওয়ার আগে পরিস্থিতি এবং ব্যক্তির সত্যতা যাচাই প্রয়োজন।
প্রতিকার – অনুগ্রহ করে কৃষ্ণমন্দিরে বাঁশি নিবেদন করুন।
মীন: ফেব্রুয়ারি ১৯ থেকে মার্চ ২০।
নতুন কাজ হাতে আসবে, সেখান থেকেই খুলবে আর্থিক সৌভাগ্যের দ্বার।
প্রতিকার – অনুগ্রহ করে গুরুজনদের আশীর্বাদ নিয়ে ঘর থেকে বের হন।
