TRENDING:

Mangal Gochar: বৃষে গোচর, জীবন মঙ্গলময় হবে না ভরে যাবে আশঙ্কায়? দেখে নিন রাশি মিলিয়ে

Last Updated:

গত  ১৩ নভেম্বর, ২০২২ তারিখে রাত ৮টা বেজে ৩৮ মিনিটে মঙ্গল বক্রী অবস্থা ধারণ করে বৃষ রাশিতে প্রবেশ করেছে। এই রাশিতেই মঙ্গল আগামী ১৩ মার্চ, ২০২৩ তারিখ পর্যন্ত অবস্থান করবে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: ভারতীয় জ্যোতিষশাস্ত্র অনুসারে, প্রতিটি রাশি নিজেদের নির্দিষ্ট সময় ও তিথি অনুসারে অবস্থান পরিবর্তন করে থাকে। ইতিমধ্যেই যেমন মঙ্গল বক্রী অবস্থায় নিজের স্থান পরিবর্তন করেছেন। জ্যোতিষশাস্ত্রে, মঙ্গলকে গ্রহের সেনাপতি বলা হয়। গত  ১৩ নভেম্বর, ২০২২ তারিখে রাত ৮টা বেজে ৩৮ মিনিটে মঙ্গল বক্রী অবস্থা ধারণ করে বৃষ রাশিতে প্রবেশ করেছে। এই রাশিতেই মঙ্গল আগামী ১৩ মার্চ, ২০২৩ তারিখ পর্যন্ত অবস্থান করবে। ১৩ মার্চ, ২০২৩ তারিখে সকাল ৫টা বেজে ২ মিনিটে মঙ্গল মিথুন রাশিতে প্রবেশ করবে।
বৃষে গোচর, জীবন মঙ্গলময় হবে না ভরে যাবে আশঙ্কায়? দেখে নিন রাশি মিলিয়ে
বৃষে গোচর, জীবন মঙ্গলময় হবে না ভরে যাবে আশঙ্কায়? দেখে নিন রাশি মিলিয়ে
advertisement

গ্রহ সেনাপতি মঙ্গলের এই অবস্থান পরিবর্তনে বৃষ-সহ অন্যান্য রাশির জাতক-জাতিকাদের ওপরেও প্রভাব পড়তে চলেছে। দেখে নেওয়া যাক তা এক ঝলকে।

মেষ রাশি:

এই রাশির দ্বিতীয় স্থানে মঙ্গলের প্রবেশের কারণে জাতক-জাতিকাদের জীবনে মঙ্গল গোচরের মাঝারি প্রভাব পড়তে চলেছে। মেষ জাতক-জাতিকা এই সময় আর্থিক ক্ষেত্রে লাভবান হবেন। জাতক-জাতিকাদের দীর্ঘদিনের আটক থাকা অর্থ ফেরত পাওয়ার সম্ভাবনাও তৈরি হচ্ছে। এই সময় জাতক-জাতিকারা আইনি মামলাতেও সাফল্য পাবেন।

advertisement

আরও পড়ুন- পড়তে হবে না ভিসা-জটে! এই সব দেশে পৌঁছনো মাত্রই ভিসা পাবেন ভারতীয় পর্যটকরা

বৃষ রাশি:

বৃষ রাশিতে মঙ্গলের বক্রী অবস্থান জাতক-জাতিকাদের জন্য অশভ ফল বয়ে আনতে চলেছে। এই সময় ধন হারানোর পরিস্থিতি তৈরি হতে পারে। যে কোনও স্থানে যাত্রাকালে জাতক-জাতিকাদের সাবধান থাকতে হবে। যে সকল শিক্ষার্থীরা প্রতিযোগীতামূলক পরীক্ষায় অংশ নেবেন তাঁদের সফল হতে গেলে অতিরিক্ত পরিশ্রম করতে হবে।

advertisement

মিথুন রাশি:

এই রাশিতে মঙ্গলের প্রবেশ ঘটবে দ্বাদশ ভাগে। ফলে জাতক-জাতিকাদের আর্থিক বিষয়ে পরিস্থিতি খানিকটা বদল হতে পারে। এই সময়ে জাতক-জাতিকাদের আর্থিক খরচ বৃদ্ধি পাবে, জাতক-জাতিকাদের ঋণ নেওয়ার মতো পরিস্থিতি তৈরি হবে, ভবিষ্যতে তাঁরা ঋণে জর্জরিতও হতে পারেন। তাই আর্থিক বিষয়ে জাতক-জাতিকাদের সতর্কতা অবলম্বন করতে হবে।

কর্কট রাশি:

advertisement

কর্কট জাতক-জাতিকারা এই সময় অপ্রত্যাশিত পরিস্থিতির সম্মুখীন হবেন। আর্থিক পরিস্থিতি ভাল হবে। আবেগের দ্বারা চালিত হয়ে কোনও সিদ্ধান্ত না নেওয়াই ভাল। পরিবারের সদস্যদের সঙ্গে এই সময়ে মতভেদ হতে পারে।

আরও পড়ুন- আজ থেকে গুজরাতের ভোট প্রচারে বাংলার পদ্ম সভাপতি সুকান্ত মজুমদার

সিংহ রাশি:

সিংহ রাশিতে দশম স্থানে মঙ্গলের অনুপ্রবেশ জাতক-জাতিকাদের শুভ ফলাফল দিতে চলেছে। তবে তাঁদের কর্মক্ষেত্রে সতর্ক থাকতে হবে। জাতক-জাতিকারা কর্মক্ষেত্রে সাফল্য পেতে পারেন। গ্রহের ফেরের কারণে কাছের কোনও ব্যক্তির থেকে দুঃখজনক খবর প্রাপ্তি ঘটতে চলেছে।

advertisement

কন্যা রাশি:

এই রাশির নবম স্থানে মঙ্গলের প্রবেশের কারণে জাতক-জাতিকাদের জীবনে মোটামুটি প্রভাব পড়তে পারে। কার্যে নিরাশা প্রাপ্তি ঘটতে পারে, তবে চিন্তার কারণ নেই, দেরিতে হলেও ক্রমে ক্রমে সাফল্য মিলবে। শিক্ষার্থীদের সাফল্য পেতে হলে কঠোর পরিশ্রম করতে হবে।

তুলা রাশি:

তুলা রাশিতে অষ্টম স্থানে মঙ্গলের প্রবেশ জাতক-জাতিকাদের অশুভ ফলাফল দিতে চলেছে। এই সময় তাই জাতক-জাতিকাদের স্বাস্থ্যের দিকে বিশেষ নজর দিতে হবে, যানবাহন ব্যবহারের সময় বিশেষ করে সতর্ক থাকতে হবে। আর্থিক বিষয়েও একই সঙ্গে সতর্ক থাকতে হবে।

বৃশ্চিক রাশি:

বৃশ্চিক রাশিতে মঙ্গল সপ্তম স্থানে প্রবেশ করেছেন, ফলে এই সময় ব্যবসায়ীরা নানা ভাবে লাভবান হবেন। জাতক-জাতিকাদের সম্পত্তিজনিত বিবাদ থেকে মুক্তি মিলবে। যাঁরা ইতিমধ্যে যানবাহন ক্রয় করার পরিকল্পনা করেছেন তাঁরা এই সময় যানবাহন ক্রয় করতে পারেন।

ধনু রাশি:

মঙ্গল এই রাশিতে ষষ্ঠ ভাগে প্রবেশ করেছেন। জাতক-জাতিকারা এই সময় অত্যন্ত লাভবান হবেন। এই সময় জাতক-জাতিকাদের ভাগ্য বদলে যেতে পারে। যদিও বা অত্যধিক খরচের কারণে পরবর্তীতে জাতক-জাতিকাদের অসুবিধেয় পড়তে হবে। তবে এতে চিন্তার কিছু নেই কারণ জাতক-জাতিকারা নানা উৎস থেকে আয়ের সুযোগ পাবেন।

মকর রাশি:

পঞ্চম স্থানে মঙ্গলের প্রবেশে জাতক-জাতিকাদের অপ্রত্যাশিত পরিস্থিতির সম্মুখীন হতে হবে। তবে শিক্ষার্থীদের ক্ষেত্রে বিশেষ করে যাঁরা প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশ নেবেন তাঁদের জন্য সময়টি অত্যন্ত শুভ। জাতক-জাতিকাদের সন্তান সম্পর্কিত সমস্যা হতে পারে।

কুম্ভ রাশি:

চতুর্থ ভাগে মঙ্গলের প্রবেশের কারণে জাতক-জাতিকারা মানসিক সমস্যার সম্মুখীন হতে পারেন। এই সময় কারও সঙ্গে অপ্রিয় ভাবে কথাবার্তা বলা উচিত নয়। কোনও স্থানে যাত্রাকালে সতর্ক থাকতে হবে, বাবা-মায়ের স্বাস্থ্যের খেয়াল রাখতে হবে।

মীন রাশি:

এই রাশির তৃতীয় স্থানে মঙ্গলের প্রবেশের কারণে জাতক-জাতিকাদের মধ্যে শক্তি ও সাহসের সঞ্চার হবে। জাতক-জাতিকারা কেরিয়ার ও ব্যবসায় প্রভূত উন্নতি করবেন। তবে জাতক-জাতিকাদের সম্পর্কের ক্ষেত্রে বিশেষ নজর দিতে হবে। পরিবারে ভাই-বোনদের সঙ্গে চূড়ান্ত মতভেদ তৈরি হতে পারে।

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

(Disclaimer:প্রতিবেদনের লেখা তথ্য News18 Bangla-র নিজস্ব মত নয়৷ সঠিক ফল পাওয়ার জন্য বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করুন৷ )

বাংলা খবর/ খবর/জ্যোতিষকাহন/
Mangal Gochar: বৃষে গোচর, জীবন মঙ্গলময় হবে না ভরে যাবে আশঙ্কায়? দেখে নিন রাশি মিলিয়ে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল