আগামী ১৬ অক্টোবর, রবিবার ভারতীয় সময় সকাল ৬টা ৩৫ মিনিটে শত্রু রাশি বৃষ ছেড়ে দেবসেনাপতি মঙ্গল তাঁর পরাক্রমশালী শত্রু বুধের নিজস্ব রাশি মিথুনে প্রবেশ করবে। ৩০ অক্টোবর বক্রী হওয়ার পর, মঙ্গল আবার ১৪ নভেম্বর বৃষ রাশিতে প্রবেশ করবে। তার পরে ২০২৩ সালের ১২ জানুয়ারি মঙ্গল মার্গী অবস্থানে থাকবে। ২০২৩ সালের ১৩ মার্চ সকালে মঙ্গল আবার মিথুন রাশিতে প্রবেশ করবে।
advertisement
আরও পড়ুন- শুক্র প্রবেশ করবেন তাঁর আদি ত্রিভুজ রাশিতে; এই তিন রাশির জীবনে আসতে চলছে বড় পরিবর্তন!
মঙ্গলের এই বিশেষ অবস্থানের ফলে ১২টি রাশিতে কী প্রভাব পড়বে তা দেখে নেওয়া যাক—
মেষ রাশি:
এই সময় মেষ রাশির জাতক-জাতিকা সাফল্য পেতে থাকবেন। প্রভূত প্রশংসা মিলবে। আটকে থাকা টাকা পাওয়ার সম্ভাবনা আছে।
বৃষ রাশি:
এই রাশির জাতক-জাতিকাদের মধ্যে অহেতুক ভয় কাজ করতে পারে। অপ্রয়োজনীয় কাজে অর্থের ক্ষতির সম্ভাবনা। উগ্র ভাষণ ও অনমনীয় ব্যবহারের কারণে বাড়িতে ও কর্মক্ষেত্রে বিরোধিতা সম্মুখীন হতে হবে।
মিথুন রাশি:
বন্ধুবান্ধব, পরিবারের সদস্যদের থেকে মিথুন জাতক-জাতিকাদের দূরত্ব বাড়তে পারে। রক্ত বা আগুন সম্পর্কিত অসুস্থতার সম্ভাবনা। রাস্তাঘাটে চলা ফেরা করতে সাবধান। যানবাহন থেকে আঘাতের সম্ভাবনা থাকছে।
কর্কট রাশি:
অহেতুক দুশ্চিন্তা স্বাস্থ্য খারাপ করতে পারে এই রাশির জাতক-জাতিকাদের। টাকা হারানোর ভয়। মানসিক বিভ্রান্তির সম্ভাবনা।
সিংহ রাশি:
সিংহ রাশির জাতক-জাতিকারা হঠাৎ অর্থ লাভ করতে পারেন। সন্তানের সাফল্যে খুশি আসবে জীবনে। সম্পত্তি ইত্যাদি ক্রয় করার সম্ভাবনা। কোনও পুরস্কারও লাভ হতে পারে।
আরও পড়ুন-রান্নাঘরের নীচেই মিলল গুপ্তধনের সন্ধান! ভাগ্যের ফেরে রাতারাতি কোটিপতি হয়ে গেল এক পরিবার
কন্যা রাশি:
এই রাশির জাতক-জাতিকাদের কর্ম পরিকল্পনায় বাধা আসতে পারতে। সরকারের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। সংসারে উত্তেজনা তৈরি হতে পারে।
তুলা রাশি:
এই রাশির জাতক-জাতিকাদের মধ্যে পরাজয়ের ভয় কাজ করতে পারে। অনর্থক কাজে অর্থের অপচয়ের আশঙ্কা। ক্লান্তি অনুভব করতে পারেন। সম্পত্তি নিয়ে বিবাদের সম্ভাবনা।
বৃশ্চিক রাশি:
অকারণ অর্থ ব্যয়ের আশঙ্কা থেকে যাচ্ছে এই রাশির জাতক-জাতিকাদের মধ্যে। ভুল মানুষের সঙ্গে নাম জড়ালে নিজের সুনাম নষ্ট হতে পারে। জ্বালাময়ী বক্তব্যের কারণে উত্তেজনা থাকবে।
ধনু রাশি:
স্ত্রী বা অংশীদারদের সঙ্গে বিবাদের সম্ভাবনা। চোখের চিকিৎসা করাতে হবে। অতিরিক্ত ক্ষোভের কারণে আত্মীয়স্বজনের সঙ্গে বিবাদ এমনকী কর্মক্ষেত্রেও উত্তেজনা তৈরি হতে পারে।
মকর রাশি:
মকর রাশির জাতক-জাতিকারা কোনও দুরারোগ্য ব্যাধি থেকে মুক্তি পেতে পারেন। বিতর্কে জড়ালেও জয় নিশ্চিত। সকল প্রচেষ্টায় সাফল্য আসবে। অর্থ লাভের সম্ভাবনা রয়েছে।
কুম্ভ রাশি:
এই রাশির জাতক-জাতিকাদের জ্বর ইত্যাদির সম্ভাবনা। অপ্রয়োজনীয় উদ্বেগ কাজ করবে। শিশুদের সমস্যা থেকে মানসিক চাপ। বন্ধুবান্ধব ও আত্মীয়দের সঙ্গে মতবিরোধের সম্ভাবনা।
মীন রাশি:
এই রাশির জাতক-জাতিকাদের চাকরি হারানোর ভয় বা স্থানান্তরের ভয় থাকতে পারে। আক্রমণাত্মক আচরণের কারণে সমস্যা তৈরি হতে পারে নানা কারণে।