মূলত ডাকের সাজে সাজানো হয় মা মনসাকে। একেবারেই অন্যরকম দেখতে হয় পুরুলিয়া বাঁকুড়ার মনসা মূর্তি। একচালা মা মনসার প্রতিমা গড়েন শিল্পীরা সাজানো হয় ডাকের সাজ দিয়ে। রাজ্যের অন্যান্য জেলায় মনসা পুজো হলেও সেই মূর্তি সঙ্গে পুরুলিয়া বাঁকুড়ার মনসা মূর্তি অনেকখানি অন্যরকম দেখতে হয়। খানিকটা দুর্গা প্রতিমার আদলে সাজানো হয় মা মনসাকে।
advertisement
এ বিষয়ে এক মৃৎশিল্পী বলেন , তিনি দীর্ঘদিন ধরে মূর্তি তৈরি করছেন। অন্যান্য মূর্তিতে চালা না থাকলেও চলে কিন্তু পুরুলিয়া বাঁকুড়ায় এই মনসা পুজোয় মা মনসার মূর্তি চালা থাকতেই হবে এবং তা ডাকের সাজে সাজানো হবে।। তা না হলে এই মূর্তি পূজিত হবে না। এটা পুরুলিয়া বাঁকুড়ার নিয়ম। সেই নিয়মেই পুজো হয়ে আসছে বহু বছর ধরে।
দেবী মা মনসা এই সময় মহা ধুমধাম এর সঙ্গে পূজিত হন জঙ্গলমহলের এই জেলায়। যেন উৎসবের চেহারা নেয় গোটা পুরুলিয়া বাঁকুড়া জেলা। দুর্গাপুজোর থেকেও বেশি ধুমধাম হয় পুরুলিয়ার এই মনসা পুজোয়। জঙ্গলমহলের ঐতিহ্য এই মনসা পুজো।
শর্মিষ্ঠা ব্যানার্জি