পিতৃপক্ষের দ্বিতীয় দিনে চন্দ্রগ্রহণের ছায়া থাকবে। চন্দ্রগ্রহণের মধ্য দিয়েই শুরু হচ্ছে পিতৃপক্ষ। যেখানে তা শেষ হবে সূর্যগ্রহণের মাধ্যমে। অর্থাৎ ১৫ দিনের মধ্যে দু’বার গ্রহণ হতে চলেছে। রীতি অনুসারে, পিতৃপক্ষ ভাদ্র মাসের পূর্ণিমা তিথি থেকে শুরু হয় এবং আশ্বিন অমাবস্যার তিথিতে তা শেষ হয়। অযোধ্যার জ্যোতিষী পণ্ডিত কল্কি রাম বলেন যে, আগামী ১৮ সেপ্টেম্বর ঘটতে চলেছে বছরের দ্বিতীয় এবং শেষ চন্দ্রগ্রহণ । তবে এই চন্দ্রগ্রহণ অবশ্য ভারতে দেখা যাবে না। তাই এর সূতক সময় ভারতে বৈধ হবে না।
advertisement
আবার সূর্যগ্রহণ শুরু হবে আগামী ২ অক্টোবর রাত ৯টা ১৩ মিনিটে এবং তা শেষ হবে রাত ৩টে ১৭ মিনিটে। এই সূর্যগ্রহণও অবশ্য ভারতে দেখা যাবে না। ফলে সূতককালও বৈধ হবে না। তাই শ্রাদ্ধ, তর্পণ প্রভৃতিতে কোনও রকম বাধাই থাকবে না। পণ্ডিত কল্কি রামের বক্তব্য, ১৫ দিনের মধ্যে দু’টি গ্রহণ অর্থাৎ একই সঙ্গে চন্দ্র এবং সূর্যগ্রহণ ভাল লক্ষণ নয়। তাই এই সময়ে সাবধানতা অবলম্বন করা প্রয়োজন।