TRENDING:

Lunar & Solar Eclipse Within 15 Days Rituals: পুজোর আগে ১৫ দিনের মধ্যে একবার চন্দ্রগ্রহণ, একবার সূর্যগ্রহণ! শুভ নাকি অশুভ? জানুন কী করবেন

Last Updated:

Lunar & Solar Eclipse Within 15 Days Rituals: রীতি অনুসারে, পিতৃপক্ষ ভাদ্র মাসের পূর্ণিমা তিথি থেকে শুরু হয় এবং আশ্বিন অমাবস্যার তিথিতে তা শেষ হয়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বৈদিক ক্যালেন্ডার অনুসারে, এই বছর পিতৃপক্ষ আগামী ১৭ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে এবং তা শেষ হবে আগামী ২ অক্টোবর।  এই ১৬ দিনে সকলে নিজেদের পূর্বপুরুষকে স্মরণ করেন এবং তাঁদের জন্য তর্পণ, শ্রাদ্ধ এবং পিণ্ডদান করে থাকেন। এদিকে এ বার আবার পিতৃপক্ষের দ্বিতীয় দিনে একটি চন্দ্রগ্রহণ পড়েছে। আর পিতৃপক্ষের সমাপ্তি ঘটবে একটি সূর্যগ্রহণের মাধ্যমে।
পিতৃপক্ষের দ্বিতীয় দিনে চন্দ্রগ্রহণের ছায়া থাকবে
পিতৃপক্ষের দ্বিতীয় দিনে চন্দ্রগ্রহণের ছায়া থাকবে
advertisement

পিতৃপক্ষের দ্বিতীয় দিনে চন্দ্রগ্রহণের ছায়া থাকবে। চন্দ্রগ্রহণের মধ্য দিয়েই শুরু হচ্ছে পিতৃপক্ষ। যেখানে তা শেষ হবে সূর্যগ্রহণের মাধ্যমে। অর্থাৎ ১৫ দিনের মধ্যে দু’বার গ্রহণ হতে চলেছে। রীতি অনুসারে, পিতৃপক্ষ ভাদ্র মাসের পূর্ণিমা তিথি থেকে শুরু হয় এবং আশ্বিন অমাবস্যার তিথিতে তা শেষ হয়। অযোধ্যার জ্যোতিষী পণ্ডিত কল্কি রাম বলেন যে, আগামী ১৮ সেপ্টেম্বর ঘটতে চলেছে বছরের দ্বিতীয় এবং শেষ চন্দ্রগ্রহণ । তবে এই চন্দ্রগ্রহণ অবশ্য ভারতে দেখা যাবে না। তাই এর সূতক সময় ভারতে বৈধ হবে না।

advertisement

আরও পড়ুন : তারাপীঠের মন্দিরে পঞ্চপ্রদীপের বদলে আরতি শুরু হয় ধূপকাঠি দিয়ে! কিন্তু কেন? সেবায়েতের মুখে কারণ জানলে চমকে যাবেন!

সেরা ভিডিও

আরও দেখুন
যেন ছোট্ট মীনাক্ষী! বক্তৃতায় সে কী তেজ! রাজনীতির সংজ্ঞা যেন বদলে গেল ইশিকার ভাষায়
আরও দেখুন

আবার সূর্যগ্রহণ শুরু হবে আগামী ২ অক্টোবর রাত ৯টা ১৩ মিনিটে এবং তা শেষ হবে রাত ৩টে ১৭ মিনিটে। এই সূর্যগ্রহণও অবশ্য ভারতে দেখা যাবে না। ফলে সূতককালও বৈধ হবে না। তাই শ্রাদ্ধ, তর্পণ প্রভৃতিতে কোনও রকম বাধাই থাকবে না। পণ্ডিত কল্কি রামের বক্তব্য, ১৫ দিনের মধ্যে দু’টি গ্রহণ অর্থাৎ একই সঙ্গে চন্দ্র এবং সূর্যগ্রহণ ভাল লক্ষণ নয়। তাই এই সময়ে সাবধানতা অবলম্বন করা প্রয়োজন।

advertisement

বাংলা খবর/ খবর/জ্যোতিষকাহন/
Lunar & Solar Eclipse Within 15 Days Rituals: পুজোর আগে ১৫ দিনের মধ্যে একবার চন্দ্রগ্রহণ, একবার সূর্যগ্রহণ! শুভ নাকি অশুভ? জানুন কী করবেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল