TRENDING:

Lucky Plant Astro Tips: আপনার বাড়িতে বা আশপাশে এই গাছটি রয়েছে? সর্বনাশ হতে পারে! জানুন জ্যোতিষীর মত

Last Updated:

Lucky Plant Astro Tips: তবে কোন গাছ লাগাবেন, কোন গাছ লাগাবেন না, তা অনেকেই জানেন না। জ্যোতিষ মতে, কিছু গাছ আছে যারা বাড়ির পরিবেশকে অনেকটাই উন্নত করতে সাহায্য করে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কোচবিহার: জ্যোতিষ মতে বাড়িতে গাছ লাগানো খুব শুভ। এমন কিছু গাছ আছে যা বাড়িতে থাকলে সুখ-সমৃদ্ধি আসে, টাকার কোনও অভাব থাকে না। বাড়িতে সামান্য জায়গা থাকলেই গাছ লাগিয়ে ফেলেন অনেকেই। বাগান তৈরি করা বহু মানুষেরই পছন্দের বিষয়। ছাদেও অনেকে বাগান বানিয়ে ফেলেন শখ পূরণের জন্য।
advertisement

গাছপ্রেমীরা বাড়ির ছাদ, বারান্দা কোথাও একটু জায়গা পেলেও গাছ লাগিয়ে দেন। গাছের পরিচর্যা বা গাছ লাগানোর শখ মানসিক অবসাদ দূর করে। তবে কী গাছ লাগাবেন, কী গাছ লাগাবেন না, তা অনেকেই জানেন না। জ্যোতিষ মতে, কিছু গাছ আছে যারা বাড়ির পরিবেশকে অনেকটাই উন্নত করতে সাহায্য করে।

আরও পড়ুন: দামি দামি মশার তেল-ধূপ বাদ দিন, পাতিলেবুতে ‘এই’ জিনিসটি জ্বালান! মশার বংশ খুঁজে পাবেন না

advertisement

জ্যোতিষ বিশারদ শুভাশিস গোস্বামী জানান, “প্রতিটি বাড়িতে সর্বপ্রথম একটি গাছ রাখতেই হবে যেটি হলো তুলসী গাছ। কেন না তুলসীর গন্ধযুক্ত হওয়া বাড়ির মধ্যে যত ঘুরবে ততই মঙ্গলজনক। এতে বাড়ির বাস্তুদোষ অনেকাংশে নেমে যায়। বাড়ির উত্তর-পূর্ব দিকে তুলসী গাছটি রাখা উচিত। বাড়িতে যদি পর্যাপ্ত জায়গা থাকে সেক্ষেত্রে বেল, নারকেল, ডালিম, আমলকি, বকুল, অশোক এবং টহর গাছ এই গাছ গুলি বাড়িতে রাখা উচিত। এবং যে গাছ গুলি বাড়িতে রাখা উচিত নয় সেগুলি হল পলাশ, খেজুর, তেঁতুল, কাঞ্চন বয়রা, ধুতরা এবং হরতকি। এই গাছ গুলো বাড়িতে রাখা যাবে না একেবারেই।”

advertisement

View More

আরও পড়ুন: গাছও হয় ‘অলরাউন্ডার’! পা থেকে মাথা পর্যন্ত ‘চকচক’ করবে এটি ব্যবহার করলে, জানুন

তিনি আরও জানান, “বাঁশের চারা বাড়িতে থাকলে বাড়িয়ে পরিবেশের উন্নতি ঘটবে। বাস্তু মতে এটি রাখতে হবে বাড়ির উত্তর-পূর্ব দিকে। এছাড়াও বাড়ির সামনে বাঁশঝাড় থাকলে অর্থের অভাব হয় না। ডালিম গাছ সুখ-সমৃদ্ধি-অর্থ ভাগ্য খুলে দেয়। এছাড়া বেল গাছকে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এতে বাড়িতে লক্ষ্মী ভাব বিরাজ করবে অনেকটাই। এছাড়াও বাড়িতে লতানো গাছ রাখা অনেকটাই উপকারী বলে প্রমাণিত। এতে মানসিক অবসাদ ও মানসিক সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় অনেকটা।” জ্যোতিষ শাস্ত্র ও বাস্তু শাস্ত্রের এই বিষয়গুলি মেনে চললে উপকার পাওয়া সম্ভব। তাই যে গাছগুলি বাড়িতে লাগালে শুভ ফল দেবে সেই গাছগুলি লাগানো উচিত।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
সানশেড ভেঙে সাংঘাতিক দুর্ঘটনা! চাপা পড়ল শিশু-সহ ৫
আরও দেখুন

Sarthak Pandit

বাংলা খবর/ খবর/জ্যোতিষকাহন/
Lucky Plant Astro Tips: আপনার বাড়িতে বা আশপাশে এই গাছটি রয়েছে? সর্বনাশ হতে পারে! জানুন জ্যোতিষীর মত
Open in App
হোম
খবর
ফটো
লোকাল