এই দিনই বিবাহযোগ্য মেয়েরা বা বিবাহিতারা স্বামীর কল্যাণে ব্রত পালেন করেন ৷ স্বামী দীর্ঘায়ুর কথা মাথায় রেখেই কঠিন নিয়ম পালন করে থাকেন ৷ জ্যোতিষ শাস্ত্রমতে এই দিন সিদ্ধিদাতা গণেশ, মহাদেব ও মা দুর্গার পুজো করা হয় ৷ পুজোর শুরুই হয়ে থাকে গণেশ পুজো দিয়ে ৷ যাতে সমস্ত কাজ নির্বিঘ্নে শেষ হয়ে থাকে ৷ সঠিক ভাবে পুজো করতকে পারলে মনের সমস্ত কামনা বাসনা পূরণ হয়ে থাকে ৷
advertisement
সিদ্ধিদাতা গণেশের মন্ত্র জপ, দেবাদিদেব মহাদেহবের মন্ত্র জপ, একই সঙ্গে মা দুর্গার মন্ত্র আছে যা জপ করলে মন্ত্র জপ করলে সমস্ত ধরনের মনষ্কামনা পূরণ হয়ে থাকে ৷ সুখে শান্তিতে জীবন আরও সুন্দর হয়ে ওঠে ৷
১. সুখ ও সৌভাগ্যের মন্ত্র: দেহি সৌভাগ্য আরোগ্য দেহি পরম সুখম ৷ পুত্র পৌত্রাদি সমৃদ্ধি দেহি মে পরমেশ্বরী ৷
২. মা দুর্গাকে সিঁদুর অর্পণ করার মন্ত্র: সিঁদুরং শোভনং রতঙ্ক! সৌভাগ্য সুখবর্ধনম! শুভন্দ কামন্দ চেব সিঁদুরং প্রতিগৃহতাম্ ৷
৩. সিদ্ধিদাতা গণেশমন্ত্র জপ: বক্রতুন্ড মহাকায়ঃ সূর্যকোটি সমপ্রভ: ৷ নির্বিঘ্ন কুরুমে দেব, সর্ব কায়ষু সর্বদা: ৷ ৷
৪. মা দুর্গার মন্ত্র: ওমঃ পর্বত্যয় নমঃ, ওমঃ উমায়ে নমঃ, যা দেবী সর্বভূতেষু মা গৌরি রূপেণ সংস্থিতা ? নমস্তসৈ নমস্তসৈ নমস্তসৈ নমঃ নমঃ ৷
৫. শিবের মহামন্ত্র জপ: ওমঃ নমঃ শিবায়, ওমঃ মহেশ্বরায় নমঃ
৬. মনের মত বর প্রাপ্তির মন্ত্র: হে গৌরি শঙ্কর অর্ধাঙ্গিনী য়থা ত্ব শঙ্কর প্রিয়া, তথা মামা কুরু কল্যাণী ক্নাতকান্তা সুদূর্লাভাম্ ৷ ৷
৭. স্বামীর দীর্ঘায়ুর জন্য মন্ত্র: নমস্তে শিবায় শবার্ণয় সন্ততি শুভা ৷ প্রয়চ্ছ ভক্য়িয়ুক্তানাঁ হরবল্লভে ৷
এই মন্ত্রগুলি উচ্চারণ করার সময়ে কোনও সমস্যা হলে বা অনেকের সংস্কৃত মন্ত্রের উচ্চারণের ক্ষেত্রে সমস্যা হতে পারে , সেক্ষেত্রে কোনও শাস্ত্রজ্ঞ, পণ্ডিত বা পুরোহিত মহাশয়কে দিয়ে জপ করানো য়েতে পারে ৷ তেমন সম্ভব না হলেও শিব, গণেশ ও দুর্গা চল্লিশা পাঠ করতে পারেন ৷ এই দিনে হরতালিকা তিজ ব্রত কথা শুনে অবশেষে মা দুর্গা, গণেশ ও শিবের আরতি করলে সমস্ত ইচ্ছাপূরণ হয়ে থাকে ৷ হাতজোড় করে সমস্ত প্রার্থনা করলে সমস্ত ইচ্ছাপূরণ হয়ে থাকে ৷
Disclaimer: উপরোক্ত বিষয়গুলি মানতে নিউজ ১৮ বাংলা কোনও প্রকারের বাধ্য বা অনুরোধ করেনা ৷ তাই ব্যবহারিক প্রয়োগের আগে অবশ্যই বিচার বুদ্ধি দিয়ে আলোচনা করুন ৷ প্রতীকী ছবি ৷