TRENDING:

Numerology: বিদেশে প্রতিষ্ঠিত হতে চাইছেন? দেখে নিন কোন সংখ্যায় ভাগ্য খুলবে!

Last Updated:

জাতক-জাতিকার জন্মতারিখে এই তিন সংখ্যার মধ্যে যে কোনও একটি থাকে, তবে ভবিষ্যতের দিন স্বর্ণময় হয়ে উঠবে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: ভারতীয় মতে সংখ্যাতত্ত্বের উপর ভিত্তি করেও ভাগ্যফল নির্ধারণ করা হয়। সাধারণত জন্মতারিখ অনুযায়ী হিসেব-নিকেশ করে সংখ্যাতত্ত্বের ক্ষেত্রে ভাগ্যগণনা করা হয়ে থাকে। যেমন ধরে নেওয়া যাক, কারও জন্মতারিখ ১১। এক্ষেত্রে তাঁর জন্মগত সংখ্যা হবে ১+১= ২। ফলে তাঁকে সংখ্যাতত্ত্বের #২-এর গণনা দেখতে হবে। অর্থাৎ নিজের জন্মতারিখের যোগফল হিসেব করে সংখ্যাতত্ত্বের গণনা করা হয়।
advertisement

এই হিসেবের দিকে যদি চোখ রাখতে হয়, তাহলে দেখা যাচ্ছে যে বিশেষজ্ঞরা বিদেশে কাজ করতে বা সেটল হতে চান, তাঁদের জন্য বিশেষ তিনটি সংখ্যাকে অতীব শুভ বলে নির্ধারণ করেছেন। তাঁরা বলছেন যে, বিদেশে বসবাস করতে চাইলে এই তিন সংখ্যার সম্পর্ক অঙ্গাঙ্গী, যদি জাতক-জাতিকার জন্মতারিখে এই তিন সংখ্যার মধ্যে যে কোনও একটি থাকে, তবে ভবিষ্যতের দিন স্বর্ণময় হয়ে উঠবে।

advertisement

আরও পড়ুন: চাকরি ছেড়ে এক একর জমিতে পেয়ারা বাগান, রোজগার শুনলে আপনিও শুরু করবেন চাষ করা!

এই তিন সংখ্যা হল- ৯, ৫, এবং ১। হয় এই তিনটি সংখ্যার যে কোনও একটি সরাসরি থাকা বাঞ্ছনীয় অথবা এর যোগফল থাকলে ভাল হয়। কী ভাবে, তা হিসেব কষে নির্ধারণ করতে হবে, সেই তথ্যের আভাস পূর্বেই দেওয়া হয়েছে।

advertisement

সংখ্যা ৯ কেন বিদেশে চাকরি বা বসবাসের জন্য গুরুত্বপূর্ণ:

৯ সংখ্যাটি বুদ্ধিমত্তাকে বোঝায়। যাঁদের ৯ তারিখে জন্ম বা জন্মদিনের যোগফল ৯, তাঁদের ইচ্ছাশক্তি প্রবল। এটাই তাঁদের সাফল্যের দিকে নিয়ে যায়। এই ধরনের ব্যক্তিরা সাধারণত যোদ্ধা প্রকৃতির হন। নিজের স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য যে কোনও পরিস্থিতির সঙ্গে লড়াই করতে পারেন। ৯ সংখ্যার জোরে তিনি হয়ে উঠতে পারেন সম্পদশালী।

advertisement

আরও পড়ুন: মিউচুয়াল ফান্ডে আপনার টাকা নিরাপদ তো? বিনিয়োগে কী কী ঝুঁকি থাকতে পারে?

সংখ্যা ৫ কেন বিদেশে চাকরি বা বসবাসের জন্য গুরুত্বপূর্ণ:

৫ সংখ্যাটি একটি ভারসাম্যকে নির্দেশ করে। সহজেই অন্যদের বিশ্বাস অর্জন করতে পারেন এই সংখ্যার জাতক-জাতিকা। ৫ সংখ্যা স্বাধীনতার অনুভূতি দেয়। আবার অন্যের জীবনে অনুপ্রেরণাও জোগাতে পারে। বিশেষজ্ঞরা বলেন, ৫ প্রবাহের সংখ্যা। এই ধরনের ব্যক্তিরা খুব বেড়াতেও পছন্দ করেন।

advertisement

সংখ্যা ১ কেন বিদেশে চাকরি বা বসবাসের জন্য গুরুত্বপূর্ণ:

জীবনে সাফল্য পেতে চাই দৃঢ় সংকল্প। আর ১ সংখ্যা সেই সংকল্প জোগায়। নিজের উপর ভরসা করতে শেখায়। এই তিন সংখ্যা একত্রিত হয়ে বাস্তব জগতে কাঙ্খিত জায়গায় বসতি স্থাপনের স্বপ্নকে সত্য করে তোলে। কিন্তু এই ৩ সংখ্যা না-থাকলে এই সত্যটা মেনে নিতে হবে যে, বিদেশ আপনার জন্য ভ্রমণের জায়গা, পেশাদার কাজের জন্য নয়।

কথা হল, ৯, ৫, ১ যে বিদেশ যেতে চান এমন সব ব্যক্তির জন্মতারিখে থাকবেই, তার তো কোনও মানে নেই! তা হলে? এক্ষেত্রে নিজেদের মোবাইল নম্বরে এই তিন সংখ্যার যে কোনও একটিকে রাখতে হবে।

এর সঙ্গে যুক্ত শুভ যা কিছু-

অনুদান – অনুগ্রহ করে গবাদি পশুকে সবুজ শাক-সবজি খাওয়ান।

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

শুভ কাজ – অনুগ্রহ করে প্রভু বালাজিকে প্রদক্ষিণ করে জপ করুন।

বাংলা খবর/ খবর/জ্যোতিষকাহন/
Numerology: বিদেশে প্রতিষ্ঠিত হতে চাইছেন? দেখে নিন কোন সংখ্যায় ভাগ্য খুলবে!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল