TRENDING:

Ketu Gochar 2022: ২০২৩ পর্যন্ত ফাঁড়া কাটবে না! কেতুর গোচর কী বিপদ ডেকে আনছে জেনে সতর্ক হন

Last Updated:

জেনে নেওয়া যাক বিশেষ ভাবে কোন কোন রাশির মানুষদের আগামী কয়েকটি মাস সতর্কতার প্রয়োজন রয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: জ্যোতিষশাস্ত্র অনুসারে, প্রতিটি গ্রহই একটি নির্দিষ্ট সময়ে রাশি পরিবর্তন করে এবং সেই রাশি পরিবর্তনের প্রভাব মানুষের জীবনে পড়ে। বর্তমানে কেতু (Lord Ketu) অবস্থান করছেন তুলা রাশিতে এবং আগামী ২০২৩ সাল পর্যন্ত কেতু তুলা রাশিতেই অবস্থান করবেন। রাশি গণনা বলছে কেতুর অবস্থান পরিবর্তনের (Ketu Gochar 2022) কারণে কিছু রাশির মানুষকে দুর্ভাগ্যের মধ্যে দিয়ে যেতে হবে। এবারে জেনে নেওয়া যাক বিশেষ ভাবে কোন কোন রাশির মানুষদের আগামী কয়েকটি মাস সতর্কতার প্রয়োজন রয়েছে।
২০২৩ পর্যন্ত ফাঁড়া কাটবে না! কেতুর গোচর কী বিপদ ডেকে আনছে জেনে সতর্ক হন
২০২৩ পর্যন্ত ফাঁড়া কাটবে না! কেতুর গোচর কী বিপদ ডেকে আনছে জেনে সতর্ক হন
advertisement

মীন:

এই রাশির জাতক-জাতিকাদের আগামী ৪ মাসে স্বাস্থ্য সংক্রান্ত সমস্যার সম্মুখীন হওয়ার সম্ভাবনা রয়েছে। তাঁদের চর্মরোগ বা ভাইরাল যে কোনও সংক্রমণ হতে পারে। জাতক-জাতিকারা প্রতারণারও সম্মুখীন হতে পারেন। তাই কাউকে টাকা ধার দেওয়া থেকে বিরত থাকা ভাল। কর্মক্ষেত্রে ক্ষতি হতে পারে। নিজেকে প্রমাণ করতে এঁদের কঠোর পরিশ্রম করতে হবে। অতিরিক্ত লোভী না হওয়াই ভাল। নিজের কাছে যা আছে তাই নিয়ে খুশি থাকার চেষ্টা করতে হবে।

advertisement

আরও পড়ুন- ১৭ সেপ্টেম্বরের পর থেকে সূর্যদেবের প্রভাবে জীবনে কী ঘটতে চলেছে? সূর্য গোচর কি মঙ্গলদায়ক সাব্যস্ত হবে?

মকর:

এই বছরের শেষ নাগাদ জাতক-জাতিকাদের আদালতের কোনও মোকদ্দমায় পড়তে হতে পারে। সম্পত্তিতে বিনিয়োগ করলেও ক্ষতির সম্মুখীন হওয়ার সম্ভাবনা রয়েছে। এঁদের সহকর্মীদের মধ্যে নেতিবাচক অনুভূতি থাকবে। তাই সংযমের সঙ্গে কাজ করা উচিত। এই কঠিন সময় শান্তিপূর্ণ মনোভাব বজায় রেখে চলার চেষ্টা করা উচিত। ব্যবসায় অর্থ লগ্নি করলে তাতে ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই অতিরিক্ত অর্থ বিনিয়োগ এড়িয়ে চলা উচিত।

advertisement

আরও পড়ুন- বদলে যাচ্ছে ব্যান্ডেল স্টেশন, কেমন হবে নয়া লুক

তুলা:

সেরা ভিডিও

আরও দেখুন
ইউটিউব দেখেই কামাল করছে এই কিশোর, দেখলে আপনিও চোখ সরাতে পারবেন না
আরও দেখুন

এই রাশির জাতক-জাতিকাদের পারিবারিক কলহের সম্মুখীন হতে হবে। পরিবারের সদস্যদের মধ্যে পারস্পরিক ঝগড়া বাড়বে এবং একে অপরের প্রতি দোষারোপ করার প্রবণতা বাড়বে। প্রেমের সম্পর্কে হ্রাস ঘটবে এবং বিচ্ছিন্নতার পরিস্থিতি তৈরি হতে পারে। এই সময়ে জীবনে নতুন কিছু করা এড়িয়ে চলাই ভাল, জাতক-জাতিকারা ব্যর্থতার সম্মুখীন হতে পারেন। ঘরে আর্থিক টানাপোড়েন বাড়বে এবং বাইরে থেকে ঋণ নেওয়ার পরিস্থিতিও তৈরি হতে পারে।

advertisement

বাংলা খবর/ খবর/জ্যোতিষকাহন/
Ketu Gochar 2022: ২০২৩ পর্যন্ত ফাঁড়া কাটবে না! কেতুর গোচর কী বিপদ ডেকে আনছে জেনে সতর্ক হন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল