TRENDING:

Kaal Bhairav Ashtami 2023: কালাষ্টমীতে কাল ভৈরবকে তুষ্ট করলেই সংসারে সুখ! টাকাই টাকা! জানুন নিয়ম

Last Updated:

Kaal Bhairav Ashtami 2023: কাল ভৈরবকে নিষ্ঠাভরে পুজো করে সন্তুষ্ট করতে পারলে পরিবার থেকে নেতিবাচক শক্তি দূর করা যায়। জানুন সঠিক নিয়ম

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়া দিল্লি:  ভারতীয় ধর্মশাস্ত্র অনুসারে, কাল ভৈরব বৈশাখ মাসের অষ্টমী তিথিতে ভগবান শিবের অংশ থেকে উদ্ভূত হয়েছিলেন। তাই এই অষ্টমী তিথিকে কালাষ্টমী তিথি বা কাল ভৈরব অষ্টমী বা ভৈরব অষ্টমী নামে অবহিত করা হয়। এই বছরের কালাষ্টমী তিথি শুরু হবে আগামী ১২ মে থেকে। কাল ভৈরবকে নিষ্ঠাভরে পুজো করে সন্তুষ্ট করতে পারলে পরিবার থেকে নেতিবাচক শক্তি দূর করা যায়। পাশাপাশি পরিবারের ওপর কোনও তন্ত্র-মন্ত্রের প্রভাব থাকলে তাও ব্যর্থ হয়। কাল ভৈরবের বাহন কুকুর, তাই এই দিনে কুকুরকে দুধ খাওয়ালে করলে পুণ্য অর্জন করা সম্ভব হয়।
advertisement

প্রতি মাসে অষ্টমী তিথির সঙ্গে বৈশাখ মাসের অষ্টমী তিথির পার্থক্য রয়েছে। শিব ভক্তদের কাছে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। কারণ এই দিনে ভগবান শিব কালভৈরব রূপে অবতীর্ণ হন। তার উৎপত্তির কারণে এই দিনটিকে বলা হয় কালাষ্টমী বা ভৈরব অষ্টমী।

আরও পড়ুন:

পণ্ডিত উদয় শঙ্কর ভট্ট জানিয়েছেন যে এই দিনে ভক্তরা কাল ভৈরবকে খুশি করার জন্য কালাষ্টমী উপবাস করেন। লোকবিশ্বাস মতে, কোনও ব্যক্তি উপবাস রাখলে সারাদিন সত্য কথা বলা উচিত, অর্থাৎ উপবাসের সময় মনে কোনও নেতিবাচক চিন্তা রাখা উচিত নয়।

advertisement

ভৈরবকে খুশি করার উপায়

যে ব্যক্তি কালাষ্টমীর উপবাস পালন করবেন তাঁকে সকালে স্নান সেরে পুজো করতে হবে। এরপর সারাদিন উপবাসের পর সন্ধ্যায় কালভৈরবের পুজো করতে হবে। উদয়শঙ্কর ভট্ট জানিয়েছেন যে, ভক্ত যদি কাল ভৈরবকে খুশি করতে চান তবে ভগবানকে সর্ষের তেল দিয়ে অভিষেক করাতে হবে। যাঁদের মনে হয় কেউ তাঁদের উপর তন্ত্র-মন্ত্র বা জাদুবিদ্যা প্রয়োগ করেছে, তাঁরা এই পুজোয় মদ ব্যবহার করতে পারেন।

advertisement

আরও পড়ুন:  “বাবা বলেই ডাকি!” প্রিন্সিপালের সঙ্গে ছাত্রীর অন্তরঙ্গ ছবি ভাইরাল! চর্চায় ঠাকুরনগর!

সেরা ভিডিও

আরও দেখুন
আলোর উৎসবে শক্তির আরাধনা! Kali Puja 2025: আলোর উৎসবে শক্তির আরাধনা!
আরও দেখুন

নিষ্ঠা সহকারে পুজো করার পরে ময়দার তৈরি মিষ্টি কাল ভৈরবকে ভোগ হিসেবে নিবেদন করতে হয় এবং এর দ্বারাই ভক্তরাও উপবাস ভাঙেন। পণ্ডিতজি জানিয়েছেন যাঁরা সত্যিই কাল ভৈরবকে খুশি করতে চান, তাঁরা কালাষ্টমীর দিন শুদ্ধ চিত্তে ও মনে পূর্ণ বিশ্বাস নিয়ে তাঁর পুজো করুন। পুজো করার সময় মনে রাখতে হবে যে ভক্তদের নিজের আসনে বসেই পুজো সম্পন্ন করা উচিত।

advertisement

বাংলা খবর/ খবর/জ্যোতিষকাহন/
Kaal Bhairav Ashtami 2023: কালাষ্টমীতে কাল ভৈরবকে তুষ্ট করলেই সংসারে সুখ! টাকাই টাকা! জানুন নিয়ম
Open in App
হোম
খবর
ফটো
লোকাল