Saraswati Favorite Zodiac Sign: বিদ্যা বুদ্ধিতে তুঙ্গে, সবার আগেই থাকেন, মা সরস্বতীর ঢালাও আশীর্বাদে সব যুদ্ধেই জয়ী
- Published by:Arjun Neogi
- news18 bangla
Last Updated:
Saraswati Favorite Zodiac Sign: মা সরস্বতীর কৃপায় জীবন তুঙ্গে, মা সরস্বতীর কৃপায় জীবন আরও সুন্দর ও সুরক্ষিত হয়, মা ঢাল হয়ে দাঁড়ান সর্বদাই
advertisement
1/12

হাতে মাত্র ১০দিন তারপরেই বসন্ত পঞ্চমী অর্থাৎ সরস্বতী পুজো, এই বছর সরস্বতী পুজো পড়েছে জ্ঞান, বুদ্ধি, বিদ্যা, শিল্পকলার সঙ্গে যাঁরা যুক্তি আছেন ৷ তাঁদের জন্য মা সরস্বতীর আরাধনা অত্যন্ত ভাল ৷ প্রতীকী ছবি ৷
advertisement
2/12
মাঘ মাসের পঞ্চমী তিথিতেই মা সরস্বতীর আরাধনা করা হয়ে থাকে ৷ চার রাশির জাতক-জাতিকার জন্য অত্যন্ত বড়সড় সংযোগ তৈরি হতে চলেছে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
3/12
কেননা এই চার রাশিকে মা সরস্বতী অত্যন্ত পরিমাণে পছন্দ করেন ৷ সেই চার রাশিগুলি হল মেষ, বৃষ, কর্কট, মিথুন রাশির জাতক-জাতিকার জন্য আরও ভাল মুহূর্ত আসতে চলেছে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
4/12
মা সরস্বতীর কৃপায় ভাল সময় আসতে চলেছে ৷ কেননা বৃষ রাশির স্বামী শুক্র, শুক্রের কৃপায় মোটা টাকার সঙ্গে সঙ্গে বাড়ি, গাড়ি পাবেন ৷ প্রতীকী ছবি ৷
advertisement
5/12
প্রচুর পরিশ্রম হতে চলেছে, নতুন করে জীবন শুরু করতে পারবেন ৷ জীবনের সব থেকে ভাল সময়ের মধ্যে দিয়ে যাবেন ৷ আরও ভাল সময় আসতে চলেছে এবার ৷ প্রতীকী ছবি ৷
advertisement
6/12
মেষ রাশির জাতক-জাতিকারা বর্তমানে সাড়ে সাতির প্রথম পর্যায়ে আছেন, কিন্তু মা সরস্বতীর প্রিয় রাশি হওয়ার ফলে চাপ কমবে ৷ মা সরস্বতীকে যিনি প্রেম করেন তিনি মা লক্ষ্মীর কৃপা পেয়ে থাকেন ৷ প্রতীকী ছবি ৷
advertisement
7/12
টাকা, পয়সার সঙ্গে সঙ্গে বাড়ি, গাড়ি পাবেন, নতুন করে জীবন শুরু করতে পারবেন ৷ এবার আরও ভাল সময় আসতে চলেছে ৷ সব থেকে ভাল পরিস্থিতি তৈরি হবে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
8/12
কর্কট রাশির স্বামী হলেন স্বয়ং চন্দ্র তিনি জল ও মনের কারকও বটে ৷ এবার আরও ভাল সময়ের মধ্যে দিয়ে যেতে চলেছেন ৷ সব থেকে ভাল সময়ের মধ্যে দিয়ে যাবেন ৷ প্রতীকী ছবি ৷
advertisement
9/12
শিক্ষা, সমৃদ্ধিতে আরও উন্নত হবেন, এবার উড়ার আরও তীব্র হবে, জীবনের নানান সমস্ত অভিজ্ঞতার হাত থেকে এবার পাবেন ভাল কিছু করার ছাড় ৷ প্রতীকী ছবি ৷
advertisement
10/12
মিথুন অর্থাৎ বুধের রাশি গ্রহের রাজকুমার বুধের বিশেষ পরিমাণে কৃপা থাকে, ভবিষ্যতের রাজার সঙ্গে সঙ্গে মা সরস্বতীর কৃপায় নানান গতিপথ ভাল করে পাড়ি দিতে পারেন ৷ প্রতীকী ছবি ৷
advertisement
11/12
মিথুন রাশির জন্য অত্যন্ত ভাল সময় আসতে পারে, পুরনো আটকে থাকা কাজ এবার সম্পন্ন হবে, সব থেকে ভাল সময়ের মধ্যে দিয়ে যাবেন ৷ প্রতীকী ছবি ৷
advertisement
12/12
<strong>Disclaimer: উপরোক্ত বিষয়গুলি মানতে নিউজ ১৮ বাংলা মানতে বাধ্য বা অনুরোধ করেনা, নিজের বিচার বুদ্ধি সহযোগে সিদ্ধান্ত নিন ৷ প্রতীকী ছবি ৷</strong>
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Saraswati Favorite Zodiac Sign: বিদ্যা বুদ্ধিতে তুঙ্গে, সবার আগেই থাকেন, মা সরস্বতীর ঢালাও আশীর্বাদে সব যুদ্ধেই জয়ী