হিন্দু পঞ্জিকা অনুসারে, ৪ সেপ্টেম্বর, ২০২৩ তারিখে, বৃহস্পতি মেষ রাশিতে বক্রী হচ্ছেন। ভারতীয় জ্যোতিষশাস্ত্রে বৃহস্পতি গ্রহকে সৌভাগ্যদাতা বলে মনে করা হয়। কোনও ব্যক্তি গুরুর কৃপা পেলে জ্ঞান, সুখ ও সমৃদ্ধি লাভ করেন। সেই সঙ্গে দাম্পত্য জীবনও সুখের হয়।
আরও পড়ুন: রাশিফল ৮ অগাস্ট; দেখে নিন কেমন যাবে আজকের দিন
advertisement
মনে করা হয়, কোনও জাতক বা জাতিকার কুণ্ডলীতে গুরু শক্তিশালী হলে তাঁর জীবনে কেবল সুখ থাকে। বৃহস্পতি এক বছরে নিজের রাশি পরিবর্তন করেন। কিন্তু তারই মাঝখানে আগামী ৪ সেপ্টেম্বর এই গ্রহের বক্রী চলন শুরু হচ্ছে। বৃহস্পতির এই বিপরীতমুখী গতির কারণে কিছু রাশির জাতক-জাতিকা শুভ ফল পাবেন।
দেখে নেওয়া যাক এক নজরে—
অযোধ্যার জ্যোতিষী পণ্ডিত নীরজ ভরদ্বাজ বলেছেন, ৪ সেপ্টেম্বর দেবগুরু বৃহস্পতি মেষ রাশিতে বক্রী হতে চলেছেন। জ্যোতিষশাস্ত্র অনুসারে বৃহস্পতিকে শিক্ষা ও বংশের কারক বলে মনে করা হয়। শুধু তাই নয়, এই গ্রহ সৌভাগ্যের কারণও বটে। আগামী ৪ সেপ্টেম্বর মেষ রাশিতে বৃহস্পতির বক্রী গতির ফলে ১২টি রাশির জাতক-জাতিকাই প্রভাবিত হবেন। তবে এদের মধ্যে তিনটি রাশির জাতক-জাতিকারা বৃহস্পতির পূর্ণ আশীর্বাদ পাবেন।
মেষ:
বৃহস্পতির বক্রী গতির ফলে এই রাশির জাতক-জাতিকাদের ধর্মের প্রতি আগ্রহ বাড়তে পারে। এরই পাশাপাশি আর্থিক লাভের যোগও প্রবল হতে চলেছে। কর্মজীবনে সাফল্য আসতে পারে। আটকে থাকা কাজ শীঘ্রই সম্পন্ন হবে। সঞ্চয়ের ক্ষেত্রেও সাফল্য আসবে। আয় বৃদ্ধি পাবে।
কর্কট:
কর্কট রাশির জাতক-জাতিকারাও এই সময় প্রচুর সুবিধা পাবেন। নতুন চাকরি বা কর্মজীবনে অগ্রগতি হতে পারে। জীবনে আসা সমস্ত সমস্যা শেষ হয়ে যাবে। ব্যবসায় বৃদ্ধি হবে। পরিবারিক জীবন সুখের হবে।
ধনু:
বৃহস্পতির বক্রী চলনের ফলে, ধনু রাশির জাতক-জাতিকারা খুব ভাল কোনও খবর পেতে পারেন। সন্তানসুখ লাভ হতে পারে। শিক্ষা, জমি ও সম্পত্তি সংক্রান্ত সুবিধা পাওয়ার সম্ভাবনা বাড়বে। ধনু রাশির জাতক-জাতিকাদের ব্যবসা বৃদ্ধির সম্ভাবনাও তৈরি হচ্ছে।