TRENDING:

জন্ম সংখ্যা ৪! নতুন বছরে আপনার জন্য আসছে নতুন সুযোগ

Last Updated:

জাতকের জীবনে নতুন বছর সমৃদ্ধি এবং আর্থিক লাভ নিয়ে আসবে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: ভারতীয় মতে সংখ্যাতত্ত্বের উপর ভিত্তি করেও ভাগ্যফল নির্ধারণ করা হয়। সাধারণত জন্মতারিখ অনুযায়ী হিসেব-নিকেশ করে সংখ্যাতত্ত্বের ক্ষেত্রে ভাগ্যগণনা করা হয়ে থাকে। যেমন ধরে নেওয়া যাক, কারও জন্মতারিখ ১১। এক্ষেত্রে তাঁর জন্মগত সংখ্যা হবে ১+১= ২। ফলে তাঁকে সংখ্যাতত্ত্বের #২-এর গণনা দেখতে হবে। অর্থাৎ নিজের জন্মতারিখের যোগফল হিসেব করে সংখ্যাতত্ত্বের গণনা করা হয়।
advertisement

সেই অনুযায়ী যে সমস্ত ব্যক্তিদের জন্ম ৪, ১৩, ২২, ৩১ তারিখে তাঁদের সংখ্যা ৪ হবে। এই জাতকের আগামী ২০২৩ সাল কেমন যাবে দেখে নেওয়া যাক এক নজরে—

আরও পড়ুন: Free Ration Scheme: বছরের শেষে বিশাল সিদ্ধান্ত Modi সরকারের! বিনামূল্যের চাল, গম পাবেন আরও এক বছর

৪ সংখ্যাটি রাহুর প্রতিনিধিত্ব করে—

advertisement

সংখ্যাতত্ত্ব অনুযায়ী, ৪ তারিখে জন্মগ্রহণ করলে বা জন্মতারিখের যোগফল ৪ হলে, জাতক পরিশ্রমী হন। নিজেদের লক্ষ্য পূরণের বিষয়টিকে অগ্রাধিকার দিয়ে থাকেন। অন্যদের তুলনায় এঁদের চিন্তাভাবনা কিছুটা আলাদা। এঁদের চোখ থাকে ভবিষ্যতের দিকে। অতীত নিয়ে বিশেষ ভাবিত হন না এঁরা। প্রেমের ক্ষেত্রে অসম্ভব সৎ।

আরও পড়ুন: প্যান কার্ডের বদলে আধার দিয়েই চলবে কাজ? জানুন বিশদে

advertisement

২০২৩ সালের জন্য ৪ সংখ্যা:

জাতক নতুন বছরে দাতব্যের পাশাপাশি ব্যবসায় আরও বেশি সময় দেবেন। এ বছর তাঁরা অনেক নতুন জিনিস শিখবেন। আশাপাশের মানুষের উপর নিজের ছাপ রাখতে সক্ষম হবেন।

কেরিয়ার এবং অর্থ:

এই সংখ্যার জাতকের জীবনে নতুন বছর সমৃদ্ধি এবং আর্থিক লাভ নিয়ে আসবে। বড় সিদ্ধান্ত নেওয়ার আগে ষষ্ঠ ইন্দ্রিয়ের কথা শোনাই ভাল। বৈজ্ঞানিক এবং গবেষণাক্ষেত্রে কর্মরতদের ভাগ্য সুপ্রসন্ন। ইস্পাত, সিমেন্ট, কয়লা, ইট এবং অন্য হার্ডওয়্যারের ব্যবসা, আমদানি-রফতানি ব্যবসায় লাভবান হওয়ার সম্ভাবনা। বিদেশে চাকরি বা ব্যবসা করতে চাইলে এই বছরটা আদর্শ। সময় অনুকূলে থাকবে। কর্মক্ষমতা মূল্যায়ন এবং প্রশংসাও প্রত্যাশিত। সামগ্রিকভাবে ২০২৩ সাল আর্থিক উন্নতির দিকে নিয়ে যাবে। বছরের শেষ নাগাদ সঞ্চয় হ্রাস পেতে পারে।

advertisement

প্রেম, সম্পর্ক এবং বিবাহ:

২০২৩ সাল সারাক্ষণ ব্যস্ত রাখবে। ফলে প্রিয় মানুষের সঙ্গে সময় কাটানোর সুযোগ কম। ভুল বোঝাবুঝিও হতে পারে। দম্পতিরা একে অপরের পাশে দাঁড়াবেন। দূরে দীর্ঘ ভ্রমণের যোগ রয়েছে। এটা সম্পর্ককে উৎসাহিত এবং শক্তিশালী করবে।

অতীতের সম্পর্কের সমস্যাগুলো মিটিয়ে নতুন শুরুও হবে এই বছর। অবিবাহিতদের তুলনায় বিবাহিত দম্পতিদের সময় ভাল কাটবে। বড় কোনও সমস্যা নেই। প্রেম এবং বিবাহের জন্য শুভ সময়। সামাজিক জীবনও চিত্তাকর্ষক হবে। লোকে উদ্ভাবনী শক্তির প্রশংসা করবে। পারিবারিক ব্যবসা বা পারিবারিক সমস্যায় ভুগতে হবে পারে। হতাশাও গ্রাস করতে পারে। পরিবারের সামনে নিজের মতামত প্রকাশ না করাই ভাল। এ বছর পারিবারিক সমস্যায় শান্ত এবং ধৈর্যশীল থাকতে হবে।

advertisement

প্রতিকার:

অনুগ্রহ করে শনিবার পশুদের খাওয়ান।

সকালে ভগবান শিব এবং ভগবান গণেশের মন্ত্র জপ করুন।

পার্সে বর্গাকার বা আয়তক্ষেত্রকার রুপোর মুদ্রা রাখুন।

চারপাশ পরিষ্কার এবং সবুজ রাখার চেষ্টা করতে হবে।

চামড়াজাত পণ্য এড়িয়ে যাওয়াই ভাল।

আমিষ এবং মদ এড়িয়ে যাওয়া উচিত।

অনুদান:

অনুগ্রহ করে গবাদি পশুকে সবুজ শাক খাওয়ান।

শুভ রং: নীল এবং ধূসর।

শুভ সংখ্যা: ৫ এবং ৬।

সৌভাগ্যের দিক: উত্তর ও দক্ষিণ পশ্চিম।

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

শুভ দিন: বুধবার এবং শুক্রবার।

বাংলা খবর/ খবর/জ্যোতিষকাহন/
জন্ম সংখ্যা ৪! নতুন বছরে আপনার জন্য আসছে নতুন সুযোগ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল