TRENDING:

Numerology Special Article: জ্যোতিষকে পেশা করতে চান? জন্মতারিখে এই ৪টি সংখ্যার কোনও একটি থাকলেই কেল্লাফতে!

Last Updated:

এই চারটি সংখ্যার যে কোনও একটি সরাসরি থাকা বাঞ্ছনীয় অথবা এর যোগফল থাকলে ভাল হয়। কীভাবে তা হিসেব কষে নির্ধারণ করতে হবে, জেনে নিন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ভারতীয় মতে সংখ্যাতত্ত্বের উপর ভিত্তি করেও ভাগ্যফল নির্ধারণ করা হয়। সাধারণত জন্মতারিখ অনুযায়ী হিসেব-নিকেশ করে সংখ্যাতত্ত্বের ক্ষেত্রে ভাগ্যগণনা করা হয়ে থাকে। যেমন ধরে নেওয়া যাক, কারও জন্মতারিখ ১১। এক্ষেত্রে তাঁর জন্মগত সংখ্যা হবে ১+১= ২। ফলে তাঁকে সংখ্যাতত্ত্বের #২-এর গণনা দেখতে হবে। অর্থাৎ নিজের জন্মতারিখের যোগফল হিসেব করে সংখ্যাতত্ত্বের গণনা করা হয়। এই হিসেবের দিকে যদি চোখ রাখতে হয়, তাহলে দেখা যাচ্ছে যে বিশেষজ্ঞরা যাঁরা জ্যোতিষবিদ্যার সঙ্গে যুক্ত তাঁদের জন্য বিশেষ চারটি সংখ্যাকে অতীব শুভ বলে নির্ধারণ করেছেন। তাঁরা বলছেন যে জ্যোতিষকে পেশা করতে চাইলে এই চার সংখ্যার সম্পর্ক অঙ্গাঙ্গী, যদি জন্মতারিখে এই চারটি সংখ্যার কোনও একটি থাকে, তবে ভবিষ্যতের দিন স্বর্ণময় হয়ে উঠবে।
advertisement

এই চারটি সংখ্যা হল- ১, ৪, ৬, এবং ৭। হয় এই চারটি সংখ্যার যে কোনও একটি সরাসরি থাকা বাঞ্ছনীয় অথবা এর যোগফল থাকলে ভাল হয়। কীভাবে তা হিসেব কষে নির্ধারণ করতে হবে, সেই তথ্যের আভাস পূর্বেই দেওয়া হয়েছে।

সংখ্যা ১ কেন জ্যোতিষবিদদের জন্য গুরুত্বপূর্ণ?

১ সংখ্যাটি সৃজনশীলতা এবং ইতিবাচকতার পরিচায়ক। শুধু তা-ই নয়, সংখ্যা ১ মানেই হল সূচনা। এই সংখ্যা জাতক-জাতিকাদের সৃজনশীল, উদ্ভাবনী এবং বলিষ্ঠ করে তোলে। এঁরা সাধারণত নিজেদের দৃষ্টিভঙ্গীর বিষয়ে খুবই বলিষ্ঠ হয়ে থাকেন। কোনও রকম উদ্যোগ নিলে সেই বিষয়ে সাধারণত এঁরা দৃঢ় প্রতিজ্ঞ হন। জ্যোতিষবিদ হতে গেলে মানুষের সঙ্গে যোগাযোগ গড়ে তোলাটাও একটা অন্যতম বড় গুণ। এর সঙ্গে অবশ্য মনের ভাব প্রকাশ সঠিক ভাবে করাটাও জরুরি। ধরা যাক, কেউ সুনিশ্চিত ভাবে ভবিষ্যদ্বাণী করতে পারেন। অথচ মানুষের সঙ্গে বাক্যালাপে তেমন স্বচ্ছন্দ নন। সে-ক্ষেত্রে এই বিষয়টা হতে পারে অনেকটা যুদ্ধক্ষেত্রে বিনা অস্ত্রধারী সৈন্যের মতো।

advertisement

আরও পড়ুন: আলিপুরদুয়ারের কোদালবস্তির সিসি লাইন খুলে গেল পর্যটকদের জন্য

সংখ্যা ৪ কেন জ্যোতিষবিদদের জন্য গুরুত্বপূর্ণ?

সংখ্যা ৪ মূলত নিয়মানুবর্তিতার পরিচয় দিয়ে থাকে। অর্থাৎ জ্যোতিষবিদ হতে গেলে সঠিক পরিকল্পনা অনুযায়ী কাজ করা অত্যন্ত জরুরি। নিজের লক্ষ্য পূরণের জন্য কাজের ক্ষেত্রে সহায়তা করে এই সংখ্যাটি। শুধু তা-ই নয়, ৪ সংখ্যাটির কারণে ভগবানের উপর অগাধ আস্থা তৈরি হয়। এর পাশাপাশি অন্তরের চেতনাকে জাগ্রত করতেও সাহায্য করে এই সংখ্যাটি। আর সংখ্যা ৪ অকাল্ট সায়েন্সের উপরেও ঝোঁক তৈরি করে।

advertisement

সংখ্যা ৬ কেন জ্যোতিষবিদদের জন্য গুরুত্বপূর্ণ?

সংখ্যা ৬ প্রত্যেকের ক্ষেত্রেই বুদ্ধি-জ্ঞান এবং যত্নের পরিচয় দেয়। আর এই সংখ্যার জোরেই অন্যদের উপরে প্রভাব বিস্তার করার ক্ষমতা জন্মায়। শুধু তা-ই নয়, সংখ্যা ৬ জাতক-জাতিকাকে নিজ-নিজ পেশায় সাফল্য এবং খ্যাতি অর্জনের ক্ষমতাও প্রদান করে। জন্মতারিখে এই সংখ্যা থাকলে পেশার ক্ষেত্রে মানুষটি একটা আলাদাই পরিচয় লাভ করতে পারে। যা ভিড়ের মাঝে তাকে আলাদা হতে সাহায্য করে। সংখ্যা ৬-এর জোরেই জাতক-জাতিকারা নিজের প্রতিভা প্রমাণ করার জন্য অসংখ্য সুযোগ-সুবিধা পেয়ে থাকেন।

advertisement

আরও পড়ুন: মাছ খেতে ভালবাসেন? এদিকে জালে উঠছে না পমফ্রেট, ভোলা, ইলিশ! বিপদ মৎস্যজীবীদের, কী হল হঠাৎ!

সংখ্যা ৭ কেন জ্যোতিষবিদদের জন্য গুরুত্বপূর্ণ?

সংখ্যা ৭ আবার আধ্যাত্মিকতার প্রতীক। এর মাধ্যমে জাতক-জাতিকা মানসিক শান্তির অধিকারী হতে পারেন। শুধু তা-ই নয়, এর মাধ্যমেই সুপার পাওয়ারের উপর বিশ্বাস জন্মায়। সংখ্যা ৭-এর মাধ্যমে অন্যের উপর নিজের প্রভাব বা ছাপ রাখা যেতে পারে। সংখ্যা ৭-এর কারণে জাতক-জাতিকারা ভরসাযোগ্য হয়ে ওঠেন। যা অকাল্ট সায়েন্সের পেশার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ।

advertisement

কথা হল, ১, ৪, ৬, ৭ সংখ্যা যে সব জ্যোতিষবিদের জন্মতারিখে থাকবেই, তার তো কোনও মানে নেই! তাহলে?

এক্ষেত্রে নিজেদের মোবাইল নম্বরে এই চারটি সংখ্যার যে কোনও একটিকে রাখতেই হবে।

এই পেশার সঙ্গে যুক্ত শুভ যা কিছু-

শুভ রঙ: কমলা

শুভ দান: মন্দিরে দুটি নারকেল এবং কুমকুম দান করতে হবে

শুভ সংখ্যা: ৬ এবং ৭

সেরা ভিডিও

আরও দেখুন
হুইল চেয়ারে ভর করেই উচ্চমাধ্যমিকে নজিরবিহীন রেজাল্ট, বিশ বছরের সফল শিক্ষিকা স্বরূপা
আরও দেখুন

শুভ কাজ: সারা দিন গুরু অথবা তুলসী গাছের সামনে একটা প্রদীপ জ্বালাতে হবে।

Click here to add News18 as your preferred news source on Google.
জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত সব খবর পান নিউজ 18 বাংলায় ৷ যার মধ্যে রয়েছে আজকের রাশিফল (Ajker Rashifal), জ্যোতিষসংক্রান্ত টিপস, গ্রহরত্ন ( Gemstone ) এবং ট্যারো কার্ড ( Tarot Card ) ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/জ্যোতিষকাহন/
Numerology Special Article: জ্যোতিষকে পেশা করতে চান? জন্মতারিখে এই ৪টি সংখ্যার কোনও একটি থাকলেই কেল্লাফতে!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল