আরও পড়ুনঃ বাথরুমে আপনার আয়না আছে তো, কোন কোণায় লাগিয়েছেন, এখুনি জানুন না হলে চরম ক্ষতি
স্বামী-স্ত্রীর মধ্যে সম্পর্কের অবনতির কারণ
জ্যোতিষশাস্ত্র মতে বিশেষ কিছু পদ্ধতি রয়েছে যা অনুসারে পূজা করলে স্বামী-স্ত্রীর মধ্যে সম্পর্ক মধুর হয়। এই বিষয়ে বিস্তারিত তথ্য দিয়েছেন কামেশ্বর সিং দ্বারভাঙ্গা সংস্কৃত বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর জ্যোতিষ বিভাগের প্রধান ড. কুণাল কুমার। তিনি জানিয়েছেন, অনেক ক্ষেত্রেই স্বামী-স্ত্রীর সম্পর্ক ভেঙে যায়, সম্পর্কে তিক্ততা আসে, ঝগড়া হয় এমনকী সম্পর্ক মামলা-মোকদ্দমা পর্যন্ত এগোয়। তাঁর মতে, এর প্রধান কারণ মঙ্গল ও রাহুর দোষ। যার জেরে এই পরিস্থিতির সৃষ্টি হয়।
advertisement
পুজোর উপকরণ ও নিয়ম
বিয়ের পর স্বামী-স্ত্রীর মধ্যে সুসম্পর্কের জন্য বট সাবিত্রীর পল্লব দ্বারা বটগাছ এবং এর কাণ্ডের পূজা করা হয়। একে মিথিলাঞ্চলে তুসি নামে অভিহিত করা হয়। এই পুজোয় তিনটি পাতা ছিঁড়ে আচলে বেঁধে স্বামীকে স্মরণ করার পর ওই তিনটি পাতা খেতে হয়।
এরপর স্বামী-স্ত্রীকে একসঙ্গে ছোলা ও গুড়ের প্রসাদ খেতে হয়। এতে দাম্পত্য জীবনে সুখ ও সম্প্রীতি বজায় থাকে। পূজা পদ্ধতি, অনুসারে পুজোর পর স্ত্রী বটগাছকে একসঙ্গে সাড়ে তেরো হাত লাল সুতো দিয়ে মুড়ে দেওয়া হয়। এতে দাম্পত্য জীবনে সুখ আসে।