অগাস্ট মাস শেষ হয়ে সেপ্টেম্বর মাস শুরু হচ্ছে। এই সময় আবার মানুষের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে কেমন যেতে পারে আগামী দিন।
আগামী একটা মাস বৃশ্চিক রাশি জাতক-জাতিকাদের জীবনে কী কী পরিবর্তন আসতে চলেছে জানালেন মহারাষ্ট্রের ছত্রপতি সম্ভাজিনগরের শ্রীরাম ধানোরকর।
বিবাহ স্থির হতে পারে—
বৃশ্চিক রাশির জাতক-জাতিকার জীবনে বড় পরিবর্তন আসতে চলেছে। উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে বড় দায়িত্ব মিলতে পারে। গৃহ পরিবর্তনের যোগও আসতে পারে। বিবাহিত জীবনে সুখ ও সমৃদ্ধি আসতে চলেছে। তাছাড়াও যাঁরা বিবাহের চেষ্টা করছেন তাঁদের এই মাসে বিবাহ স্থির হতে পারে। শিক্ষার্থীদের জন্য প্রাথমিক ভাবে পরিস্থিতি কিছুটা কঠিন মনে হতে পারে, তবে পরে উন্নতি হবে। নিজের গুরুর কাছ পরামর্শ নিতে হবে। শিক্ষার্থীরা ভাল সুযোগ পাবেন বলে মনে করা হচ্ছে।
advertisement
ঝুঁকি থেকে সাবধান—
এই সময় বৃশ্চিক রাশির জাতক-জাতিকার সমস্ত গ্রহই অনুকূল। তবে একটু সতর্ক থাকতে হবে। মাসের শুরুতে সামান্য স্বাস্থ্য সমস্যা থাকতে পারে। বাত রোগের সমস্যা দেখা দিতে পারে। এই সমস্যা থেকে পরিত্রাণ পেতে ভগবান সূর্যের পূজা করা দরকার। অভ্যাস করতে হবে যোগাসন। এই সময় ঝুঁকিপূর্ণ জায়গায় যাওয়া এড়িয়ে চলতে হবে। না হলে আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে।
সূর্য, গুরুর পূজাই প্রতিকার—
যাঁরা ব্যবসা করেন, তাঁদের ক্ষেত্রে বুধাধিত্যের শুভ যোগ শুরু হচ্ছে এই সময়। যাঁদের বড় বড় প্রকল্পের কাজ আটকে রয়েছে, সেগুলি এই সময়ের মধ্যে শেষ করা সম্ভব হবে। তাই বলাই যায়, ব্যবসায়ীদের জন্য এই মাসটি ভাল যাবে। এই মাসে দান ও তীর্থযাত্রার যোগও শুরু হচ্ছে।
এই মাসে বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের উচিত সূর্য, গুরু, দত্তাত্রেয় ও মারুতির পূজা করা।