TRENDING:

Horoscope Today: রাশিফল ২৭ জুন; দেখে নিন কেমন যাবে আজকের দিন

Last Updated:

Horoscope Today, June 27, Monday: জন্মদিন মিলিয়ে দেখে নিন আজকের দিনে কোন রাশি কী নির্দিষ্ট করে রেখেছে তার জাতক-জাতিকার জন্য ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: ভারতীয় মতে রাশিফল গণনা করা হয় চন্দ্রের অবস্থানের উপরে ভিত্তি করে। কিন্তু ইংরেজি মতে এক্ষেত্রে প্রাধান্য দেওয়া হয় সূর্যকে। তাই ইংরেজিতে রাশিকে বলা হয় সান সাইন (Sun Sign)। এক্ষেত্রে জন্মদিন অনুসারে বোঝা যায় একজন ব্যক্তি কোন রাশির জাতক বা জাতিকা (Horoscope Today)।
রাশিফল ২৭ জুন; দেখে নিন কেমন যাবে আজকের দিন
রাশিফল ২৭ জুন; দেখে নিন কেমন যাবে আজকের দিন
advertisement

জন্মদিন মিলিয়ে দেখে নিন আজকের দিনে কোন রাশি কী নির্দিষ্ট করে রেখেছে তার জাতক-জাতিকার জন্য (Horoscope Today, June 27, Monday) ৷

মেষ (Aries): মার্চ ২১ থেকে এপ্রিল ১৯। যে কোনও গুরুত্বপূর্ণ কাজের জন্য আজকের দিনটি শুভ। আজ আপনি প্রাক্তন সম্পর্কের কাছে ফিরে যেতে পারেন। আজ আপনি মানসিক ভাবে বেশ শান্ত থাকবেন।

advertisement

বৃষ (Taurus): এপ্রিল ২০ থেকে মে ২০। কাজের সূত্রে ছোটখাটো ভ্রমণের প্ল্যান হতে পারে। সম্পর্কের জটিল মুহূর্তে দাঁড়িয়ে রয়েছেন আপনি। কর্মক্ষেত্রে দারুন সুযোগ আসতে চলেছে।

মিথুন (Gemini): মে ২১ থেকে জুন ২০। কর্মক্ষেত্র এবং ব্যক্তিগত জীবন উভয় ক্ষেত্রেই আপনি এখন জোর দিতে চাইছেন। আজ কর্মক্ষেত্রে সামান্য বিভ্রান্তি তৈরি হতে পারে।

advertisement

কর্কট (Cancer): জুন ২১ থেকে জুলাই ২২। আপনাকে আজ অনেক ইমোশনাল ঘটনার মধ্যে দিয়ে যেতে হবে। আজ আপনাকে সেরা জিনিসটি বেছে নিতে হবে। তবে আপনি ঠিকই সেরাটা বেছে নিতে পারবেন।

আরও পড়ুন- উত্তরবঙ্গে ভারী বৃষ্টি অব্যাহত, দক্ষিণবঙ্গে আবহাওয়ার কী পূর্বাভাস, জেনে নিন

সিংহ (Leo): জুলাই ২৩ থেকে অগাস্ট ২২। পরিবারের তরফ থেকে আপনাকে কিছু সমস্যার মুখোমুখি হতে হবে। আপনি কাজপাগল এবং কাজ থেকেই আপনি শান্তি পাবেন। পার্টনারের সঙ্গে আরও গভীর সম্পর্ক স্থাপনের চেষ্টা করুন।

advertisement

কন্যা (Virgo): অগাস্ট ২৩ থেকে সেপ্টেম্বর ২২। আপনার পছন্দের কোনও মানুষ আজ বিপদে পড়তে চলেছেন, আপনাকেও তাঁর জন্য কষ্ট স্বীকার করতে হবে। কর্মক্ষেত্রে আপনার প্রয়োজন থাকলেও আজ আপনি বাড়ির প্রতিই বেশি মনোযোগ দিতে চাইবেন।

তুলা (Libra): সেপ্টেম্বর ২৩ থেকে অক্টোবর ২২। অভিজ্ঞতাই জীবনের সেরা শিক্ষক এবং আপনাকে সেই অভিজ্ঞতার ভিত্তিতেই কাজ করতে হবে। কর্মক্ষেত্রে কোনও বড় পরিবর্তন আসতে চলেছে।

advertisement

বৃশ্চিক (Scorpio): অক্টোবর ২৩ থেকে নভেম্বর ২১। বন্ধুদের সঙ্গে আনন্দ করার জন্য সেরা সময়। পার্টনারকে খুশি করার চেষ্টা করুন। আপনার জীবনের সমস্যা কেটে গিয়েছে, আপনি খুব সুন্দর ভাবে আপনার সমস্যাগুলোর সঙ্গে মোকাবিলা করছেন।

ধনু (Sagittarius): নভেম্বর ২২ থেকে ডিসেম্বর ২১। আজকের দিনটি আপনার জন্য শুভ। অনেকেই আপনার চরিত্রের প্রতি আকৃষ্ট হবেন। শারীরিক সমস্যা থেকেও আজ মুক্তি মিলবে।

মকর (Capricorn): ডিসেম্বর ২২ থেকে জানুয়ারি ১৯। আজকের দিনটি কর্মময়। আপনার পছন্দের মানুষ আপনার কাছকাছিই রয়েছেন, তবে আপনি তাঁকে খুঁজে বের করতে পারছেন না। হঠাৎ করে আর্থিক চাহিদা বেড়ে যেতে পারে।

কুম্ভ (Aquarius): জানুয়ারি ২০ থেকে ফেব্রুয়ারি ১৮। আজকের দিনটি শুধু আলস্যে অতিবাহিত না করে কোনও সৃজনমূলক কাজ করতে পারেন। পারস্পরিক বোঝাপড়াই আপনাদের সম্পর্কের মূল চাবিকাঠি।

সেরা ভিডিও

আরও দেখুন
কাশ্মীরের উইলো কাঠ নয়! বাংলার এই কাঠেই এখন তৈরি হচ্ছে ক্রিকেট ব্যাট
আরও দেখুন

মীন (Pisces): ফেব্রুয়ারি ১৯ থেকে মার্চ ২০। আপনি যদি নিজের স্বাস্থ্য নিয়ে সচেতন থাকেন তবে আজকের দিনটি আপনার জন্য সেরা। তবে সম্পর্ক নিয়ে অধিক উৎসাহিত হতে যাবেন না, বিপদ বাড়তে পারে।

বাংলা খবর/ খবর/জ্যোতিষকাহন/
Horoscope Today: রাশিফল ২৭ জুন; দেখে নিন কেমন যাবে আজকের দিন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল