TRENDING:

Horoscope Today: রাশিফল ৩ ফেব্রুয়ারি; দেখে নিন কেমন যাবে আজকের দিন

Last Updated:

Horoscope Today, February 3, 2023: জন্মদিন মিলিয়ে দেখে নেওয়া যাক কোন রাশি কী নির্দিষ্ট করে রেখেছে তার জাতক-জাতিকার জন্য ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: ভারতীয় মতে রাশিফল গণনা করা হয় চন্দ্রের অবস্থানের উপরে ভিত্তি করে। কিন্তু ইংরেজি মতে এক্ষেত্রে প্রাধান্য দেওয়া হয় সূর্যকে। তাই ইংরেজিতে রাশিকে বলা হয় সান সাইন। এক্ষেত্রে জন্মদিন অনুসারে বোঝা যায় একজন ব্যক্তি কোন রাশির জাতক বা জাতিকা।
রাশিফল ৩ ফেব্রুয়ারি; দেখে নিন কেমন যাবে আজকের দিন
রাশিফল ৩ ফেব্রুয়ারি; দেখে নিন কেমন যাবে আজকের দিন
advertisement

জন্মদিন মিলিয়ে দেখে নেওয়া যাক কোন রাশি কী নির্দিষ্ট করে রেখেছে তার জাতক-জাতিকার জন্য ৷

মেষ: মার্চ ২১ থেকে এপ্রিল ১৯। শান্ত মাথায় থাকলে সব সমস্যার সমাধান হবে, কাজও সময়ে শেষ হয়ে যাবে।

বৃষ: এপ্রিল ২০ থেকে মে ২০। অন্যদের অনুভূতির প্রতি যত্নবান হতে হবে, শুধু নিজেরটা নিয়ে ভাবলে চলবে না।

advertisement

মিথুন: মে ২১ থেকে জুন ২০। অপ্রত্যাশিত বাধা পরিকল্পনা ভেস্তে দেবে, মুষড়ে পড়লে সমাধান মিলবে না।

আরও পড়ুন- ১২ বছর বাদে সূর্য ও বৃহস্পতির মহামিলন ঘটতে চলেছে জ্যোতিষচক্রে! কারা কারা লাভবান হবেন এতে?

কর্কট: জুন ২১ থেকে জুলাই ২২। চারপাশের কোনও কিছুকেই নিয়ন্ত্রণ করতে যাবেন না, শুধু একটু অপেক্ষা করুন।

advertisement

সিংহ: জুলাই ২৩ থেকে অগাস্ট ২২। নিয়মানুবর্তিতা এবং সংযম কর্মক্ষেত্রে সাফল্য আনবে, অন্যদের সম্মান দিতে হবে।

কন্যা: অগাস্ট ২৩ থেকে সেপ্টেম্বর ২২। সমস্যার শিকড় কোথায় সেটা খুঁজে বার করুন, প্রতিকারের উপায় এমনিতেই বেরিয়ে আসবে।

তুলা: সেপ্টেম্বর ২৩ থেকে অক্টোবর ২২। নানা ছোটখাটো কাজ শেষ করতেই হবে, অন্যমনস্কতা কেবল সমস্যা বাড়াবে।

advertisement

আরও পড়ুন- বৃহস্পতির অবস্থান পরিবর্তনে ধনবান হতে চলেছেন এই সব রাশির জাতক-জাতিকারা; কখন আর কীভাবে?

বৃশ্চিক: অক্টোবর ২৩ থেকে নভেম্বর ২১। তাড়াহুড়োয় নেওয়া সিদ্ধান্ত বা পদক্ষেপ সমস্যা বাড়াবে, ভাল করে ভাবা বাঞ্ছনীয়।

ধনু: নভেম্বর ২২ থেকে ডিসেম্বর ২১। পরিস্থিতি উত্তাল হলেও আত্মবিশ্বাসের জেরে কর্মক্ষেত্রে সাফল্য পাবেন।

advertisement

মকর: ডিসেম্বর ২২ থেকে জানুয়ারি ১৯। অন্যের পাশে থাকার দিন, উপকার করলে ভবিষ্যতে উপকৃত হবেন।

কুম্ভ: জানুয়ারি ২০ থেকে ফেব্রুয়ারি ১৮। কাজে ঝাঁপিয়ে পড়ার আগে ভাল করে সব তথ্য জোগাড় করে নিতে হবে।

সেরা ভিডিও

আরও দেখুন
পুরুলিয়ার ছৌ নাচ এবার আলিপুরদুয়ারে, কোথায়, কীভাবে দেখবেন জানুন ঝটপট
আরও দেখুন

মীন: ফেব্রুয়ারি ১৯ থেকে মার্চ ২০। প্রতি পদে মনোমালিন্যের সম্ভাবনা রয়েছে, তাই নিজেকে সামলে রাখা জরুরি।

বাংলা খবর/ খবর/জ্যোতিষকাহন/
Horoscope Today: রাশিফল ৩ ফেব্রুয়ারি; দেখে নিন কেমন যাবে আজকের দিন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল