জন্মদিন মিলিয়ে দেখে নিন আজকের দিনে কোন রাশি কী নির্দিষ্ট করে রেখেছে তার জাতক-জাতিকার জন্য (Horoscope Today, April 28, 2022) ৷
মেষ (Aries): মার্চ ২১ থেকে এপ্রিল ১৯। অন্যদের থেকে মনোযোগ ও ভালবাসা পাওয়ার আগে নিজেকে ভালবাসতে হবে। নতুন বাড়ি বা সম্পত্তি ক্রয়ের সম্ভাবনা রয়েছে।
বৃষ (Taurus): এপ্রিল ২০ থেকে মে ২০। অযথা কোনও রকম কমিটমেন্টে যাওয়ার দরকার নেই। আজ নিজেকে অনুভব করার দিন। নিজের মত প্রকাশ করতে কুন্ঠিত বোধ করবেন না।
advertisement
আরও পড়ুন-লিঙ্গশৈথিল্যের মুশকিল আসান ভায়াগ্রা! কিন্তু এই ধারণা কি আদৌ ঠিক?
মিথুন (Gemini): মে ২১ থেকে জুন ২০। সম্পর্কে যদি আগের আর স্পার্ক না থাকে তবে এখনই পদক্ষেপ নেওয়ার সময়। বিদেশ গমনের স্বপ্ন পূরণ হতে পারে।
কর্কট (Cancer): জুন ২১ থেকে জুলাই ২২। সম্পর্ককে আরও মধুর করে তুলে সক্রিয় ভূমিকা নিতে হবে। বিশেষ কোনও সুযোগের অপেক্ষায় থাকলে তা মিলতে পারে।
সিংহ (Leo): জুলাই ২৩ থেকে অগাস্ট ২২। আজ পার্টনারের সঙ্গে মুখোমুখি হতে ধৈর্যের প্রয়োজন। কর্মক্ষেত্রে আপনার ইতিবাচক মনোভাবের সাড়া পাবেন আজ।
কন্যা (Virgo): অগাস্ট ২৩ থেকে সেপ্টেম্বর ২২। পারফেক্ট পার্টনার শুধুই কাল্পনিক বিষয়, এটা আজ ভুলবেন না। দিনের দ্বিতীয়ার্ধে কাজের সূত্রে ভ্রমণ হতে পারে।
তুলা (Libra): সেপ্টেম্বর ২৩ থেকে অক্টোবর ২২। আজ কাজ, পরিবার এবং সম্পর্কের মাঝে ব্যালেন্স করে চলতে হবে। কোনও কাজ করার আগে তাড়াহুড়ো না করাই ভাল।
বৃশ্চিক (Scorpio): অক্টোবর ২৩ থেকে নভেম্বর ২১। আজ চারদিক থেকে ভালোবাসার পাবেন। প্রয়োজনে বন্ধুদের সাহায্য নিতে পারেন। নিজের কাজে মন দিন, আরও পরিশ্রম করার চেষ্টা করুন।
ধনু (Sagittarius): নভেম্বর ২২ থেকে ডিসেম্বর ২১। সম্পর্কে স্পার্ক তৈরি করতে আজ আদর্শ দিন। পার্টনারকে আরও সময় দিন। অর্থকড়ির বিষয়ে ভাগ্য সহায় হবে।
মকর (Capricorn): ডিসেম্বর ২২ থেকে জানুয়ারি ১৯। আপনি প্যাশনেট আর রোম্যান্টিক, তাই সম্পর্কেও এই বৈশিষ্ট্যের ছাপ পড়বে। কর্মক্ষেত্রে খ্যাতি ও প্রতিপত্তি বাড়বে।
কুম্ভ (Aquarius): জানুয়ারি ২০ থেকে ফেব্রুয়ারি ১৮। আপনি সম্পর্ক নিয়ে খুব বেশি সিরিয়াস এবং অত্যাধিক চিন্তা করছেন। কোথাও চাকরির জন্য আবেদন করলে সুখবরের প্রত্যাশা করতে পারেন।
মীন (Pisces): ফেব্রুয়ারি ১৯ থেকে মার্চ ২০। মনে রাখবেন কেউই নিখুঁত নয়, তাই সম্পর্ক তৈরি করতে অযথা পুরনো সম্পর্ক ভাঙার দরকার নেই।