জন্মদিন মিলিয়ে দেখে নেওয়া যাক কোন রাশি কী নির্দিষ্ট করে রেখেছে তার জাতক-জাতিকার জন্য ৷
মেষ: মার্চ ২১ থেকে এপ্রিল ১৯। মাথার মধ্যে নিরাপত্তাবোধ কাজ করবে, তাকে সম্বল করে নতুন লক্ষ্যে উন্নতির সূচনা করতে হবে।
বৃষ: এপ্রিল ২০ থেকে মে ২০। নিজের গোপন প্রতিভা বিকাশের দিন, তার যত্ন নিলে স্বীকৃতি এবং উপার্জনবৃদ্ধি দুই সম্ভব হবে।
advertisement
মিথুন: মে ২১ থেকে জুন ২০। ভালবাসার ক্ষেত্রে মনের কথা স্পষ্ট করে বলতে হবে, না হলে দুর্বোধ্যতার কারণে উত্তর মিলবে না।
কর্কট: জুন ২১ থেকে জুলাই ২২। পরিস্থিতি পরিকল্পনা মতো চলবে না, তবে আত্মবিশ্বাসের জেরে সব সমস্যা সামাল দেওয়া যাবে।
সিংহ: জুলাই ২৩ থেকে অগাস্ট ২২। ভালবাসার ক্ষেত্রে যা আশা করেননি, তাই মুখে হাসি ফুটিয়ে তুলতে পারে, তার জন্য তৈরি থাকুন।
কন্যা: অগাস্ট ২৩ থেকে সেপ্টেম্বর ২২। ভবিষ্যতের কথা ভেবে নিজেকে উদ্যোগী হতে হবে, এক্ষেত্রে সুষ্ঠু পরিকল্পনা প্রয়োজন!
তুলা: সেপ্টেম্বর ২৩ থেকে অক্টোবর ২২। ক্ষুদ্রাতিক্ষুদ্র জিনিসের মধ্যেই লুকিয়ে থাকে ভালবাসার আসল স্বাদ- এটা আজ ভুলবেন না।
বৃশ্চিক: অক্টোবর ২৩ থেকে নভেম্বর ২১। ভালবাসার ক্ষেত্রে তাড়াহুড়ো না করাটাই উচিত হবে, একথা নিশ্চয় জানবেন।
ধনু: নভেম্বর ২২ থেকে ডিসেম্বর ২১। সব কিছু পরিকল্পনা মতো নিয়মমাফিক চলবে, ভালবাসার প্রতিশ্রুতি পূরণ হবে।
মকর: ডিসেম্বর ২২ থেকে জানুয়ারি ১৯। নিজের জন্য সময় বের করাটাও প্রয়োজন, অপছন্দের সঙ্গীদের না বলতে হবে।
কুম্ভ: জানুয়ারি ২০ থেকে ফেব্রুয়ারি ১৮। হৃদয় আর্দ্র হলে প্রতিভার স্ফূরণ ঘটে, অতএব নিজের যত্ন নিন সব চেয়ে বেশি।
মীন: ফেব্রুয়ারি ১৯ থেকে মার্চ ২০। হৃদয় উদ্বেল হয়ে থাকবে, একটু তলিয়ে ভাবলেই তার কারণ এবং সমাধান খুঁজে পাবেন।