জন্মদিন মিলিয়ে দেখে নিন আজকের দিনে কোন রাশি কী নির্দিষ্ট করে রেখেছে তার জাতক-জাতিকার জন্য (Horoscope Today, 6 July 2022) ৷
মেষ (Aries): মার্চ ২১ থেকে এপ্রিল ১৯। আপনি বর্তমানে অনুপ্রেরণাতে পূর্ণ রয়েছেন। আপনার কাছের কোনও মানুষ আজ আসুস্থ বোধ করতে পারেন। আপনি আজ সম্পূর্ণ রকম ভাবে কাজে মনোযোগ দেবেন।
advertisement
বৃষ (Taurus): এপ্রিল ২০ থেকে মে ২০। কাজের অতিরিক্ত চাপ থাকায় আপনি শরীরের দিকে মনোযোগ দিতে পারছেন না, এতে কিন্তু পরে বিপদ বাড়তে পারে। মনে রাখবেন সম্পর্কে একটা সুস্থ সীমারেখা থাকা দরকার।
মিথুন (Gemini): মে ২১ থেকে জুন ২০। আজ আপনি মানসিক এবং শারীরিক উভয় ভাবেই চমৎকার স্বাস্থ্য অনুভব করবেন। সম্পর্কে জটিলতা বাড়তে পারে। কর্মক্ষেত্রে সামান্য বিরক্তি ভাব জন্মাতে পারে।
আরও পড়ুন- সূর্যদেবের গোচরে দারুন ফল পাবেন এই রাশির জাতক-জাতিকারা! জানুন কীভাবে জীবনে সুখের বান আসবে
কর্কট (Cancer): জুন ২১ থেকে জুলাই ২২। আজ সারাদিনে অসংখ্যবার আপনি প্রশংসা কুড়োবেন। চেষ্টা করুন নিজের কেরিয়ার নিয়ে আরও প্ল্যান করতে।
সিংহ (Leo): জুলাই ২৩ থেকে অগাস্ট ২২। আজ আপনার পথে অসংখ্য সুযোগ আসতে চলেছে কিন্তু তাড়াহুড়ো করে কোনও সিদ্ধান্ত নেবেন না। আপনি কেমন পার্টনারের সঙ্গে জীবন কাটাতে চান তা নিয়ে চিন্তা-ভাবনা করতে পারেন। কর্মক্ষেত্রে আপনার মনোযোগ অটুট থাকবে।
কন্যা (Virgo): অগাস্ট ২৩ থেকে সেপ্টেম্বর ২২। সামান্য একটু ধৈর্য্য ও অধ্যবসায় আপনাকে আজ সাফল্য এনে দিতে পারে। আজ আপনি নিজের পার্টনারের সঙ্গে একাত্মতা অনুভব করবেন।
তুলা (Libra): সেপ্টেম্বর ২৩ থেকে অক্টোবর ২২। যাঁরা নেগেটিভ মানসিকতার তাঁদের থেকে দূরে থাকুন। আজ মানসিক এবং শারীরিক উভয় ক্ষেত্রে আপনি তরতাজা অনুভব করবেন। আজ অত্যন্ত ব্যস্ততা থাকলে আপনি মনোযোগ সহকারেই কাজ শেষ করবেন।
বৃশ্চিক (Scorpio): অক্টোবর ২৩ থেকে নভেম্বর ২১। আপনার জন্য বেশ ভালো কিছু সুযোগ অপেক্ষা করে রয়েছে। সামান্য শারীরিক অসুস্থতা থাকতে পারে। অন্যের অধীনে কাজ করতে অসুবিধে নেই কিন্তু তার দ্বারা নিয়ন্ত্রিত হওয়া ঠিক নয়।
ধনু (Sagittarius): নভেম্বর ২২ থেকে ডিসেম্বর ২১। আজ আপনি আত্মবিশ্বাসী এবং হাসিখুশি থাকবেন। চেষ্টা করুন নিজের জন্য সময় বের করতে। আপনি কাজের ব্যাপারে খুব সতর্ক এবং আজ তার ফলাফল পেতে চলেছেন।
মকর (Capricorn): ডিসেম্বর ২২ থেকে জানুয়ারি ১৯। নিজের পরিকল্পনা এবং স্বপ্নকে প্রাধান্য দিতে শিখুন। অতীতের পরিচিত কারও সঙ্গে আপনার দেখা হয়ে যেতে পারে। আজ কঠোর পরিশ্রমে তেমন সাফল্য মিলবে না, তবে এতে হতাশ হবেন না।
কুম্ভ (Aquarius): জানুয়ারি ২০ থেকে ফেব্রুয়ারি ১৮। আজ আপনি বেশ সক্রিয় মেজাজে রয়েছেন। তবে তার সঙ্গে ইমোশনাল হওয়ার কারণে কর্মক্ষেত্রে সামান্য সমস্যা হতে পারে।
মীন (Pisces): ফেব্রুয়ারি ১৯ থেকে মার্চ ২০। আজ কথায় কথায় আপনার মুড বদলাতে পারে। আজ সম্পর্ক নিয়ে একটু সাবধানতা অবলম্বন করুন। কর্মের সূত্রের ভ্রমণের পরিকল্পনা হতে পারে।