জন্মদিন মিলিয়ে দেখে নিন আজকের দিনে কোন রাশি কী নির্দিষ্ট করে রেখেছে তার জাতক-জাতিকার জন্য ৷
মেষ (Aries): মার্চ ২১ থেকে এপ্রিল ১৯। জটিল পরিস্থিতিতে চুপ না করে প্রতিবাদ করা উচিত হবে আজ, সমাজে সম্মান বৃদ্ধি পাবে।
বৃষ (Taurus): এপ্রিল ২০ থেকে মে ২০। অপরিচিত ব্যক্তির পরামর্শও আজ কাজে আসতে পারে, তাই আজ চোখ-কান খোলা রাখতে হবে।
advertisement
মিথুন (Gemini): মে ২১ থেকে জুন ২০। অতীত সমস্যার মোকাবিলার উপায় আজ মিলবে, একই সঙ্গে ফেলে রাখা কাজে এবার হাত দিতে হবে।
আরও পড়ুন-হেয়ার ব্যান্ডের বদলে সাপ! ভিডিও দেখে চক্ষু চড়কগাছ নেটিজেনদের, তুমুল ভাইরাল ভিডিও
কর্কট (Cancer): জুন ২১ থেকে জুলাই ২০। আজ নাম-যশ বৃদ্ধি পাবে, যুক্তির বদলে মনের কথা শুনলে আর্থিক সাফল্য লাভ হতে পারে।
সিংহ (Leo): জুলাই ২৩ থেকে অগাস্ট ২২। অপ্রত্যাশিত সমস্যা কাজের অগ্রগতিতে বাধা হয়ে দাঁড়াবে, এক্ষেত্রে নিজেকে শান্ত রাখতে হবে।
কন্যা (Virgo): অগাস্ট ২৩ থেকে সেপ্টেম্বর ২২। সামান্য পরিশ্রমেই আজ কর্মক্ষেত্রে সাফল্য মিলবে, পুরনো বিবাদের রায় আজ অনুকূলে আসবে।
তুলা (Libra): সেপ্টেম্বর ২৩ থেকে অক্টোবর ২২। দীর্ঘ দিনের সমস্যার জট এবার কেটে যাবে, জীবনকে নতুন ভাবে গুছিয়ে নেওয়া সহজ হবে আজ।
বৃশ্চিক (Scorpio): অক্টোবর ২৩ থেকে নভেম্বর ২১। আজ ধৈর্যের অভাব হবে, যাতায়াতে সমস্যা হবে, সেই মতো নিজেকে প্রস্তুত এবং শান্ত রাখুন।
ধনু (Sagittarius): নভেম্বর ২২ থেকে ডিসেম্বর ২১। আজকের দিন সমস্যাবহুল হবে, কাউকে বিশ্বাস করতে পারবেন না, তবে দিনান্তে সুসংবাদ মিলবে।
মকর (Capricorn): ডিসেম্বর ২২ থেকে জানুয়ারি ১৯। বিনিয়োগের পক্ষে দিনটি শুভ, ভালোবাসার মানুষ মিলতে পারে, তবে স্বাস্থ্যের যত্ন নিতে হবে।
কুম্ভ (Aquarius): জানুয়ারি ২০ থেকে ফেব্রুয়ারি ১৮। আজ যুক্তিবোধের অভাব দেখা দেবে, তাই তর্ক-বিতর্কে না জড়ানোটাই মঙ্গল হবে সব দিক থেকে।
মীন (Pisces): ফেব্রুয়ারি ১৯ থেকে মার্চ ২০। অন্যদের সাহায্য করাই উচিত, তবে আজ উত্তেজিত না হয়ে যথাসম্ভব নিরপেক্ষ থেকে তা করলে মঙ্গল হবে।