TRENDING:

Horoscope Today: রাশিফল ২ ফেব্রুয়ারি; দেখে নিন কেমন যাবে আজকের দিন

Last Updated:

Horoscope Today, 2 February 2022 (Ajker Rashifal): জন্মদিন মিলিয়ে দেখে নিন আজকের দিনে কোন রাশি কী নির্দিষ্ট করে রেখেছে তার জাতক-জাতিকার জন্য ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: ভারতীয় মতে রাশিফল গণনা করা হয় চন্দ্রের অবস্থানের উপরে ভিত্তি করে। কিন্তু ইংরেজি মতে এক্ষেত্রে প্রাধান্য দেওয়া হয় সূর্যকে। তাই ইংরেজিতে রাশিকে বলা হয় সান সাইন (Sun Sign)। এক্ষেত্রে জন্মদিন অনুসারে বোঝা যায় একজন ব্যক্তি কোন রাশির জাতক বা জাতিকা (Horoscope Today)।
রাশিফল ২ ফেব্রুয়ারি: দেখে নিন কেমন যাবে আজকের দিন!
রাশিফল ২ ফেব্রুয়ারি: দেখে নিন কেমন যাবে আজকের দিন!
advertisement

জন্মদিন মিলিয়ে দেখে নিন আজকের দিনে কোন রাশি কী নির্দিষ্ট করে রেখেছে তার জাতক-জাতিকার জন্য (Horoscope Today, 2 February 2022) ৷

মেষ (Aries): মার্চ ২১ থেকে এপ্রিল ১৯। সবসময়ের মতো আপনার ইতিবাচক মনোভাব বজায় রাখুন। টাটকা খাবার খাওয়ার চেষ্টা করুন। কর্মস্থলে ছোটখাটো সমস্যায় শান্তি বিঘ্নিত হতে পারে৷

advertisement

বৃষ (Taurus): এপ্রিল ২০ থেকে মে ২০। শিল্পীদের জন্য আজ শুভ দিন। কেরিয়ারে নতুন সুযোগ আসতে পারে। তবে সঠিক সুযোগের সদব্যবহার করাও জরুরি।

আরও পড়ুন-বৃহৎ আকারের স্তনের কারণে শ্বাস নিতে কষ্ট হয় মহিলার! অস্ত্রোপচার করতে সাহায্য চাইলেন জনতার কাছে

মিথুন (Gemini): মে ২১ থেকে জুন ২০। ভাইরাল অসুখে ভুগতে পারেন। সম্পর্কে সঙ্গী/সঙ্গিনীকে সময় দিতে হবে। কর্মক্ষেত্রে কোনও দ্বিধা থাকলে আজ কেটে যাবে।

advertisement

কর্কট (Cancer): জুন ২১ থেকে জুলাই ২২। অপ্রত্যাশিত উপহার পেতে পারেন। একনাগাড়ে কাজ করতে হলে চোখের যত্ন নিতে হবে। সম্পর্কে শান্তি বজায় থাকবে। কর্মক্ষেত্রে পূর্বের অভিজ্ঞতাকে কাজে লাগাতে হবে৷

সিংহ (Leo): জুলাই ২৩ থেকে অগাস্ট ২২। ব্যবসা বাড়তে পারে। ইন্টারভিউর ডাক পেলে আপনার আত্মবিশ্বাস ও বিষয়ের জ্ঞান দিয়ে সাফল্য পেতেই পারেন। যানবাহনে পরিবহনের সময় পয়সার ব্যাগের খেয়াল রাখতে হবে।

advertisement

কন্যা (Virgo): অগাস্ট ২৩ থেকে সেপ্টেম্বর ২২। নিজের স্বাস্থ্য ঠিক থাকলেও পরিবারের অন্যান্যদের স্বাস্থ্যের দিকে খেয়াল করতে হবে। রোম্যান্টিক সম্পর্কে তৃতীয় কারও উপস্থিতি আসতে পারে। ইঞ্জিনিয়ার ও সফটওয়্যার ডেভেলপমেন্টের সঙ্গে কর্মরতদের জন্য আজ শুভ দিন।

তুলা (Libra): সেপ্টেম্বর ২৩ থেকে অক্টোবর ২২। কর্মক্ষেত্রে কোনও অপ্রীতিকর পরিস্থিতি এলে সামলাতে হবে। পুরনো কোনো সমস্যার সমাধান না করলে এগোতে পারবেন না।

advertisement

বৃশ্চিক (Scorpio): অক্টোবর ২৩ থেকে নভেম্বর ২১। ভালো চাকরির প্রস্তাব কিংবা প্রোমোশন হতে পারে। অতীতে কাউকে সাহায্য করে থাকলে আজ তার থেকে সাহায্য পেতে পারেন৷

ধনু (Sagittarius): নভেম্বর ২২ থেকে ডিসেম্বর ২১। খাদ্যাভ্যাসের দিকে নজর দিতে হতে পারে। আপনি যদি অফিসের বস হন তাহলে আপনার যেমন নেতৃত্ব দেওয়ার ক্ষমতা রয়েছে তেমনই আপনার জুনিয়রদের কাজের প্রশংসা করুন।

মকর (Capricorn): ডিসেম্বর ২২ থেকে জানুয়ারি ১৯। জীবনে সুযোগের সদব্যবহার করতে ভুললে চলবে না। সব কিছু ভাগ্যের উপর ছেড়ে দেওয়া উচিত নয়। সঙ্গী/সঙ্গিনীর সঙ্গে বাইরে সময় কাটানোর চেষ্টা করুন ।

কুম্ভ (Aquarius): জানুয়ারি ২০ থেকে ফেব্রুয়ারি ১৮। ডায়েট ও শরীরচর্চার দিকে মন দিতে হবে। সম্পর্কে নিজেকে অন্যভাবে তুলে ধরুন। কাজের পরিস্থিতি ভালো থাকলেও অর্থের বিষয়ে সজাগ থাকবে হবে৷

সেরা ভিডিও

আরও দেখুন
পুজো শেষ হতেই ঝাঁকে ঝাঁকে পদ্মার ইলিশ! জলের দরে টাটকা মাছ না খেলেই নয়
আরও দেখুন

মীন (Pisces): ফেব্রুয়ারি ১৯ থেকে মার্চ ২০। বাড়ি বদলানোর চিন্তাভাবনা করতে পারেন। অতীতের কোনও নিকট সম্পর্কের মানুষের সঙ্গে দেখা হতে পারে।

বাংলা খবর/ খবর/জ্যোতিষকাহন/
Horoscope Today: রাশিফল ২ ফেব্রুয়ারি; দেখে নিন কেমন যাবে আজকের দিন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল