জন্মদিন মিলিয়ে দেখে নিন আজকের দিনে কোন রাশি কী নির্দিষ্ট করে রেখেছে তার জাতক-জাতিকার জন্য ৷
মেষ (Aries): মার্চ ২১ থেকে এপ্রিল ১৯। বদনাম হওয়ার সম্ভাবনা। কর্মে ও ব্যবসায় অগ্রগতি। শত্রু বাড়বে।
বৃষ (Taurus): এপ্রিল ২০ থেকে মে। বহু দিনের আশা পূরন হতে পারে। শেয়ারে বিনিয়োগ না করাই ভালো।
advertisement
মিথুন (Gemini): মে ২১ থেকে জুন ২০। চাকরিতে বদলি যোগ। আর্থিক শুভ। ব্যবসায় অংশীদারের সঙ্গে বিবাদের সম্ভাবনা।
কর্কট (Cancer): জুন ২১ থেকে জুলাই। ব্যবসায় অগ্রগতি, কর্মে সাফল্য। সম্পত্তি যোগ রয়েছে। কারও সঙ্গে বিতর্কে না যাওয়াই ভালো।
সিংহ (Leo): জুলাই ২৩ থেকে অগাস্ট। সম্পত্তি নিয়ে বিবাদের সম্ভাবনা। শারীরিক সমস্যা বাড়বে। নিকট ভ্রমণের যোগ।
কন্যা (Virgo): অগাস্ট ২৩ থেকে সেপ্টেম্বর ২২। কর্মস্থলে শত্রু বৃদ্ধি। প্রতিকূল অবস্থায় মানিয়ে চলতে হবে। দাম্পত্যে শুভ।
তুলা (Libra): সেপ্টেম্বর ২৩ থেকে অক্টোবর। মানসিক অস্থিরতা বাড়তে পারে। কর্মে বাধা, ব্যবসা গতানুগতিক। ভাই-বোনের থেকে সাহায্যলাভ।
বৃশ্চিক (Scorpio): অক্টোবর ২৩ থেকে নভেম্বর ২১। ভ্রমণে বিপত্তির আশঙ্কা। প্রায় হয়ে যাওয়া কাজ আটকে যেতে পারে। আর্থিক দিক শুভ।
ধনু (Sagittarius): নভেম্বর ২২ থেকে ডিসেম্বর ২১। কর্মে ও ব্যবসায় অগ্রগতি। শারীরিক সতর্কতা দরকার। দাম্পত্য কলহের সম্ভাবনা।
মকর (Capricorn): ডিসেম্বর ২২ থেকে জানুয়ারি ১৯। সংসারে অশান্তির সম্ভাবনা। হারানো জিনিস উদ্ধার হতে পারে। সৃজনশীল ব্যক্তিদের জন্য শুভ।
কুম্ভ (Aquarius): জানুয়ারি ২০ থেকে ফেব্রুয়ারি ১৮। সুখবর মিলতে পারে। মানসিক অস্থিরতা ও রাগ বাড়বে। শারীরিক ভোগান্তির সম্ভাবনা।
মীন (Pisces): ফেব্রুয়ারি ১৯ থেকে মার্চ ২০। কর্মে মনঃসংযোগের অভাব, ব্যবসায় সাফল্য। অর্থব্যয় বাড়বে। আইনি জটিলতায় পড়তে হতে পারে।
