জন্মদিন মিলিয়ে দেখে নিন আজকের দিনে কোন রাশি কী নির্দিষ্ট করে রেখেছে তার জাতক-জাতিকার জন্য (Horoscope Today, 16 September 2022) ৷
মেষ (Aries): মার্চ ২১ থেকে এপ্রিল ১৯।
যুক্তির বদলে আবেগ আজ প্রাধান্য পাবে, কর্মক্ষেত্রে চাপ বাড়বে, চেষ্টা করুন সবার সঙ্গে কাজ ভাগ করে নেওয়ার।
বৃষ (Taurus): এপ্রিল ২০ থেকে মে ২০।
advertisement
প্রণয়ের সম্পর্ক সুমধুর মনে হলেও তা স্থায়ী হবে কি না সময়ই বলবে, যে সুযোগ আসবে কর্মক্ষেত্রে তার সদ্ব্যবহার করুন।
মিথুন (Gemini): মে ২১ থেকে জুন ২০।
বিশ্বাসী কারও কাছে মন হালকা করতে পারলে সমস্যার সমাধান মিলবে, দিনের শেষে সারপ্রাইজ পাওয়ার সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন- আগামী তিন মাস কী ভাবে যত পারেন টাকা করবেন? জেনে নিন রাহুর কৃপায়
কর্কট (Cancer): জুন ২১ থেকে জুলাই ২২।
বিফল বলে মনে হলেও অতীতের প্রচেষ্টা এবার ফলপ্রসূ হবে, দিনটি নানা সুখকর সারপ্রাইজ নিয়ে আপনার অপেক্ষায় রয়েছে।
সিংহ (Leo): জুলাই ২৩ থেকে অগাস্ট ২২।
কাজ চালিয়ে যাওয়ার উপযুক্ত পরিসর, তথ্য, সাহায্য না মিললেও লেগে থাকুন, দিনের শেষে সব কিছু ঠিক হতে চলেছে।
কন্যা (Virgo): অগাস্ট ২৩ থেকে সেপ্টেম্বর ২২।
আজ অন্যের যুক্তি নেবেন না, কাউকে খুশি করতেও যাবেন না, মন যা বলছে তা করে উঠতে পারলে তবেই সাফল্য পাবেন।
তুলা (Libra): সেপ্টেম্বর ২৩ থেকে অক্টোবর ২২।
আজকের দিনটি ক্লান্তিকর হবে, কারও ওপরে ভরসাও করে উঠতে পারবেন না, তবে দিনের শেষে সুখবরের সম্ভাবনা রয়েছে।
বৃশ্চিক (Scorpio): অক্টোবর ২৩ থেকে নভেম্বর ২১।
কর্মক্ষেত্র ও পরিবারের দায়িত্ব কাঁধে নিন, সবাইকে খুশি রাখুন, নিজেও ভাল থাকুন, শুধু অতিরিক্ত পরিশ্রম আজ করবেন না।
ধনু (Sagittarius): নভেম্বর ২২ থেকে ডিসেম্বর ২১।
আজ যথাসম্ভব কাজের মধ্যে নিজেকে ডুবিয়ে রাখুন, তাহলে উদ্বেগ স্পর্শ করতে পারবে না, দুশ্চিন্তার দিন এবার কাটতে চলেছে।
মকর (Capricorn): ডিসেম্বর ২২ থেকে জানুয়ারি ১৯।
অন্যদের নিজের যুক্তি বোঝান, তবে তাঁদের নিজের মর্জি মতো চালাতে যাবেন না, প্রিয়জনের থেকে কোনও অপ্রত্যাশিত খবর পেতে পারেন।
কুম্ভ (Aquarius): জানুয়ারি ২০ থেকে ফেব্রুয়ারি ১৮।
আজ একসঙ্গে অনেক কাজ সামলাতে হতে পারে, তাই ছোটখাটো বিরক্তিকে প্রশ্রয় না দিয়ে একমনে নিজের কাজ করে যাওয়া উচিত হবে।
মীন (Pisces): ফেব্রুয়ারি ১৯ থেকে মার্চ ২০।
বাকি রাখা কাজের জালে আজ নিজেকে জড়িয়ে ফেলবেন না, জীবনে কিছু নিয়ম মেনে চলতে পারলে সময় সুখের হয়ে উঠবে, সমস্যাও কাটবে।