জন্মদিন মিলিয়ে দেখে নিন আজকের দিনে কোন রাশি কী নির্দিষ্ট করে রেখেছে তার জাতক-জাতিকার জন্য ৷
মেষ: মার্চ ২১ থেকে এপ্রিল ১৯।
চারপাশে যে সব সমস্যা চলছে তার কোনওটার জন্যই আপনি দায়ী নন, তাই নিজেকে দোষ না দিয়ে সাময়িক ভাবে অন্য দিকে মন দিন।
বৃষ : এপ্রিল ২০ থেকে মে ২০।
advertisement
ব্যক্তিজীবন অবশ্যই নিজের পছন্দমতো সাজিয়ে তুলুন, কিন্তু কাজের জায়গায় আজ বাস্তব এবং যুক্তি মেনেই নিজের সবটুকু দিতে হবে।
মিথুন: মে ২১ থেকে জুন ২০।
আজ এমন কোনও সমস্যার উদ্রেক হতে পারে, যেখানে সরাসরি ভূমিকা নিতে হবে, রাখঢাক না করে কথা বলুন, তাতেই কাজ হবে।
কর্কট: জুন ২১ থেকে জুলাই ২২।
অন্যদের আজ প্রাপ্য সম্মান দিতে ভুলবেন না, সাফল্য যতই অনায়াসসাধ্য মনে হোক না কেন, সব সময়েই সতর্কতা অবলম্বন বাঞ্ছনীয়।
সিংহ: জুলাই ২৩ থেকে অগাস্ট ২২।
অতিরিক্ত আবেগপ্রবণ স্বভাব আজ আপনাকে অপদস্থ করে তুলতে পারে অন্যদের কাছে, সঙ্গী/সঙ্গিনীর পরামর্শ এক্ষেত্রে কাজে দেবে।
কন্যা: অগাস্ট ২৩ থেকে সেপ্টেম্বর ২২।
সাফল্যের লক্ষ্যে আজ সব ভুলে কাজ করে যেতে হবে, একমাত্র তার পরেই আলস্য এবং বিলাসিতাকে প্রশ্রয় দিন, না হলে সমস্যা বাড়বে।
তুলা: সেপ্টেম্বর ২৩ থেকে অক্টোবর ২২।
আজ যাদের সঙ্গে দেখা হবে, সকলেই আপনার মতো খোলামেলা স্বভাবের নন, তাই সম্পূর্ণ বিশ্বাস করার আগে তাদের যাচিয়ে নিতে ভুলবেন না।
বৃশ্চিক: অক্টোবর ২৩ থেকে নভেম্বর ২১।
দিনকয়েক হল ভাগ্য আপনার প্রতি প্রসন্ন, তবে একনাগাড়ে খরচ করে গেলে নাও থাকতে পারে, তাই অপচয়ে এখনই রাশ টানা দরকার।
ধনু: নভেম্বর ২২ থেকে ডিসেম্বর ২১।
কেন কোনও কাজ আপনার পরিকল্পনামাফিক হচ্ছে না, এটা আজ বোঝা এবং সেই সমস্যার সঙ্গে নিজেকে মানিয়ে নিয়ে আজ সমাধান খোঁজা দরকার।
মকর: ডিসেম্বর ২২ থেকে জানুয়ারি ১৯।
আজকের দিনটি অতিরিক্ত মাত্রায় আবেগপ্রবণ হয়ে থাকবেন, ঘনিষ্ঠ বন্ধুদের সাহচর্যে তাই আশ্রয় নিন, ঝোঁকের মাথায় অপাত্রে হৃদয়দান করবেন না।
কুম্ভ: জানুয়ারি ২০ থেকে ফেব্রুয়ারি ১৮।
দিনের শুরুতে আজ পরিস্থিতি আপনার আয়ত্তে থাকবে না, তবে ধীরে ধীরে তা অনুকূলে আসতে শুরু করবে, তাই অহেতুক উদ্বেগ করবেন না।
মীন: ফেব্রুয়ারি ১৯ থেকে মার্চ ২০।
পরিবারের সদস্যদের মধ্যে আজ চাপা উদ্বেগের পরিবেশ তৈরি হতে পারে, তাই যতটা পারেন সবাইকে এবং নিজেকে ভাল মেজাজে রাখার চেষ্টা করুন।