TRENDING:

Horoscope Today: রাশিফল ১৪ জানুয়ারি; দেখে নিন কেমন যাবে আজকের দিন

Last Updated:

Horoscope Today, 14 January 2022 (Ajker Rashifal): জন্মদিন মিলিয়ে দেখে নিন আজকের দিনে কোন রাশি কী নির্দিষ্ট করে রেখেছে তার জাতক-জাতিকার জন্য ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: ভারতীয় মতে রাশিফল গণনা করা হয় চন্দ্রের অবস্থানের উপরে ভিত্তি করে। কিন্তু ইংরেজি মতে এক্ষেত্রে প্রাধান্য দেওয়া হয় সূর্যকে। তাই ইংরেজিতে রাশিকে বলা হয় সান সাইন (Sun Sign)। এক্ষেত্রে জন্মদিন অনুসারে বোঝা যায় একজন ব্যক্তি কোন রাশির জাতক বা জাতিকা (Horoscope Today)।
রাশিফল ১৪ জানুয়ারি: দেখে নিন কেমন যাবে আজকের দিন!
রাশিফল ১৪ জানুয়ারি: দেখে নিন কেমন যাবে আজকের দিন!
advertisement

জন্মদিন মিলিয়ে দেখে নিন আজকের দিনে কোন রাশি কী নির্দিষ্ট করে রেখেছে তার জাতক-জাতিকার জন্য ৷

মেষ (Aries): মার্চ ২১ থেকে এপ্রিল ১৯। সম্পর্কে সঠিক সিদ্ধান্ত নেওয়া জরুরি। আজ বিনিয়োগের জন্য শুভদিন নয়৷ তাই কোনও লটারির চেষ্টা করলে ভেবেচিন্তে এগোনো ভালো৷

বৃষ (Taurus): এপ্রিল ২০ থেকে মে ২০। সঙ্গী/সঙ্গিনীর সঙ্গে ভালো সময় কাটাবেন। পেশাদারি ক্ষেত্রে আজ আপনি কোনও এক প্রভাবশালী ব্যক্তির সমর্থন পাবেন। তাই সেই ব্যক্তির সঙ্গে কাজ করার কোনও সুযোগ হাতছাড়া করা চলবে না

advertisement

মিথুন (Gemini): মে ২১ থেকে জুন ২০। অন্য কারও জন্য আপনার মানসিক শান্তি নষ্ট হতে পারে৷ ভাইরাল সংক্রমণ হওয়ার সম্ভাবনা রয়েছে৷ কর্মক্ষেত্রে সহকর্মীদের সমর্থন পাবেন৷

কর্কট (Cancer): জুন ২১ থেকে জুলাই ২২। সুস্বাস্থ্যের জন্য এক্সারসাইজ শুরু করুন। দিনের প্রথমার্ধে সঙ্গী/সঙ্গিনীর সঙ্গে ভুল বোঝাবোঝি হলেও পরে সব দিক হয়ে যাবে৷ নিজের উপার্জিত টাকায় নিজের জন্য কিছু ভোগ করুন।

advertisement

আরও পড়ুন-বিভীষিকার বেলাইন! ICF কোচ দুর্ঘটনার অভিঘাত বাড়িয়েছে বেশি, এমনটাই মত বিশেষজ্ঞদের

সিংহ (Leo): জুলাই ২৩ থেকে অগাস্ট ২২। আজ আপনি প্রত্যেকের ভালোবাসা পাবেন। চাকরি হোক বা সম্পর্ক যে কোনো নতুন কিছু শুরু করার আজ শুভদিন। সঙ্গী/সঙ্গিনীর সঙ্গে সামান্য বিতর্ক হতে পারেন। সম্পত্তিতে বিনিয়োগ করতে পারেন৷

কন্যা (Virgo): অগাস্ট ২৩ থেকে সেপ্টেম্বর ২২। বিদেশের কোনও বন্ধু তাঁর সঙ্গে কাজ করার আহবান জানাতে পারেন। সাদা আজ আপনার শুভ রঙ। কিছু অপ্রীতিকর পরিস্থিতির মোকাবিলা করতে নিজেকে শান্ত রাখতে হবে৷

advertisement

তুলা (Libra): সেপ্টেম্বর ২৩ থেকে অক্টোবর ২২। পুরনো ভালোবাসার মানুষ নতুন করে জায়গা করে নিতে পারে। শিক্ষক, আইনজীবী, রাজনৈতিক নেতাদের আজ পেশাদারি ক্ষেত্রে শুভ দিন। খরচের ক্ষেত্রে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিতে হবে৷

বৃশ্চিক (Scorpio): অক্টোবর ২৩ থেকে নভেম্বর ২২। আবেগগতভাবে আজ আপনি সংবেদনশীল থাকবেন। সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত থেকে যাঁরা উপার্জন করেন তাঁদের আজ শুভ দিন। কারণ আপনার চিন্তাভাবনা আজ প্রশংসিত হবে যা পরোক্ষভাবে আপনার ব্যাঙ্ক ব্যালেন্সে ইতিবাচক ফল আনবে।

advertisement

ধনু (Sagittarius): নভেম্বর ২২ থেকে ডিসেম্বর ২১। আজ আপনার কোনও সিদ্ধান্ত দীর্ঘমেয়াদী প্রভাব আনতে পারে। তবে রোম্যান্টিক জীবনে আজ কোনও বড় সিদ্ধান্ত না নেওয়াই ভালো। আপনার কাজের প্রতি নিষ্ঠা এবার সকলের নজরে আসবে।

মকর (Capricorn): ডিসেম্বর ২২ থেকে জানুয়ারি ১৯। আপনি একজন উচ্চাকাঙ্ক্ষী মানুষ এবং নিজের স্বপ্নকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কী ভাবে এগোতে হয় আপনি জানেন৷ আপনার সঠিক দূরদৃষ্টিই আপনাকে অনেক দূর নিয়ে যাবে।

কুম্ভ (Aquarius): জানুয়ারি ২০ থেকে ফেব্রুয়ারি ১৮। আপনার কাজের দাম পাবেন আজ। কিন্তু একেবারে সব খরচ না করে দেওয়াই শ্রেয়। কেরিয়ারে শর্টকার্ট পন্থা ভালো হবে না৷ আজ সম্পর্কে আপনি বেশ রোম্যান্টিক থাকবেন।

সেরা ভিডিও

আরও দেখুন
ঘরে বসে এইভাবে হচ্ছে 'মোটা' ইনকাম, পথ দেখাচ্ছেন গৃহবধূ! বড় সুযোগ মিস করবেন না
আরও দেখুন

মীন (Pisces): ফেব্রুয়ারি ১৯ থেকে মার্চ ২০। ভাইরাল সংক্রমণ হওয়ার সম্ভাবনা রয়েছে। নিজের কাজের প্রতি সৎ থাকলে পুরস্কার ঠিক পাবেন৷ আপনার কাজের পরিমাণের চেয়ে কাজের মান বেশি প্রভাব ফেলবে। সঙ্গী/সঙ্গিনীর সঙ্গে বাইরে সময় কাটানোর চেষ্টার করুন।

বাংলা খবর/ খবর/জ্যোতিষকাহন/
Horoscope Today: রাশিফল ১৪ জানুয়ারি; দেখে নিন কেমন যাবে আজকের দিন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল